সুন্দরী তো বটেই, জনপ্রিয় অভিনেত্রী তমা মীর্জা আর নাজিফা তুষির মাঝে যেন রয়েছে আরও একটু বেশি কিছু। চোখের দৃষ্টি, বডি ল্যাঙ্গুয়েজ, হাসি আর আকর্ষণীয় ফিগারের বদৌলতে তাঁদের দুইজনকেই লাস্যময়ী বলা যায়। হাওয়া সিনেমায় রহস্যময় বেদেনীর চরিত্রে নাজিফা তুষির রোদে পোড়া মুখশ্রী আর সাদামাটা সাজপোশাকের অদম্য আকর্ষণে মজেছে সারা দেশ, এমনকী বিশ্ববাসীও। সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনুষ্ঠানেও তুষির দিকে নজর থাকে সকলের। এদিকে তমা মীর্জাও প্রায়ই বেছে নেন নন-গ্ল্যামারাস আর ব্যাতিক্রমী সব চরিত্র। এ ধারাবাহিকতায় তাঁর সর্বশেষ অভিনীত সুড়ঙ্গ সিনেমায় অত্যন্ত নেতিবাচক এক চরিত্রে অভিনয় করেছেন তিনি নিম্নবিত্ত শ্রেণির আটপৌরে সাজপোশাকে। অথচ এখানেও তাঁকে সহজাত আবেদনে টইটম্বুর মনে হয়েছে। মাদকতাময় দৃষ্টি আর আকর্ষণীয় ফিগারের তমা সবসময়ই নজর কাড়েন আসলে।