প্রকৃতির মাঝে আকর্ষণীয় লুকে দুই লাস্যময়ী অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

সুন্দরী তো বটেই, জনপ্রিয় অভিনেত্রী তমা মীর্জা আর নাজিফা তুষির মাঝে যেন রয়েছে আরও একটু বেশি কিছু। চোখের দৃষ্টি, বডি ল্যাঙ্গুয়েজ, হাসি আর আকর্ষণীয় ফিগারের বদৌলতে তাঁদের দুইজনকেই লাস্যময়ী বলা যায়। হাওয়া সিনেমায় রহস্যময় বেদেনীর চরিত্রে নাজিফা তুষির রোদে পোড়া মুখশ্রী আর সাদামাটা সাজপোশাকের অদম্য আকর্ষণে মজেছে সারা দেশ, এমনকী বিশ্ববাসীও। সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনুষ্ঠানেও তুষির দিকে নজর থাকে সকলের। এদিকে তমা মীর্জাও প্রায়ই বেছে নেন নন-গ্ল্যামারাস আর ব্যাতিক্রমী সব চরিত্র। এ ধারাবাহিকতায় তাঁর সর্বশেষ অভিনীত সুড়ঙ্গ সিনেমায় অত্যন্ত নেতিবাচক এক চরিত্রে অভিনয় করেছেন তিনি নিম্নবিত্ত শ্রেণির আটপৌরে সাজপোশাকে। অথচ এখানেও তাঁকে সহজাত আবেদনে টইটম্বুর মনে হয়েছে। মাদকতাময় দৃষ্টি আর আকর্ষণীয় ফিগারের তমা সবসময়ই নজর কাড়েন আসলে।

বিজ্ঞাপন
১/৬
শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া মেলে ফুলে ফুলে ভরা এমন গাছের কাছে। তমা মীর্জার সাদা টপ আর জিন্সের আরামদায়কে লুকেও তাঁর প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে
শহুরে জীবনে প্রকৃতির ছোঁয়া মেলে ফুলে ফুলে ভরা এমন গাছের কাছে। তমা মীর্জার সাদা টপ আর জিন্সের আরামদায়কে লুকেও তাঁর প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে
বিজ্ঞাপন
২/৬
সমুদ্র যেন প্রকৃতির সৌন্দর্যের অবারিত উৎস। আর তেমনই রহস্যময় ন্যাচারাল সৌন্দর্যে ভরপুর নাজিফা তুষি। লাল ড্রেস, এলো করে বাঁধা চুল আর আরামদায়ক স্যান্ডেলে নজর কাড়ছেন এই অভিনেত্রী
সমুদ্র যেন প্রকৃতির সৌন্দর্যের অবারিত উৎস। আর তেমনই রহস্যময় ন্যাচারাল সৌন্দর্যে ভরপুর নাজিফা তুষি। লাল ড্রেস, এলো করে বাঁধা চুল আর আরামদায়ক স্যান্ডেলে নজর কাড়ছেন এই অভিনেত্রী
৩/৬
তমা মীর্জার সাদা সুতির টপের ডিপ নেকলাইন আর ফ্লেয়ার বা ঘেরে আকর্ষণ বেড়েছে। সাদা স্নিকার্স আর ব্যাগ খুবই মানানসই।
তমা মীর্জার সাদা সুতির টপের ডিপ নেকলাইন আর ফ্লেয়ার বা ঘেরে আকর্ষণ বেড়েছে। সাদা স্নিকার্স আর ব্যাগ খুবই মানানসই।
৪/৬
ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি এই লাল সুতির ড্রেসের নুডল স্ট্র্যাপ আর ব্যাকলেস ডিজাইন এই গরমে আরাম তো দিচ্ছেই তুষিকে, সেই সঙ্গে বাড়াচ্ছে আবেদন।
ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি এই লাল সুতির ড্রেসের নুডল স্ট্র্যাপ আর ব্যাকলেস ডিজাইন এই গরমে আরাম তো দিচ্ছেই তুষিকে, সেই সঙ্গে বাড়াচ্ছে আবেদন।
৫/৬
মেকআপের বালাই নেই তমার লুকে। ক্যাজুয়াল হেয়ারস্টাইলেই অনন্যা তিনি
মেকআপের বালাই নেই তমার লুকে। ক্যাজুয়াল হেয়ারস্টাইলেই অনন্যা তিনি
৬/৬
সাজের বাহুল্য এড়িয়ে ম্যাট লিপকালার আর কাজলে কাজ সেরেছেন তুষি। কানের ছোট টপ আর মেসি হেয়ারস্টাইল মানিয়েছে খুব তাঁকে
সাজের বাহুল্য এড়িয়ে ম্যাট লিপকালার আর কাজলে কাজ সেরেছেন তুষি। কানের ছোট টপ আর মেসি হেয়ারস্টাইল মানিয়েছে খুব তাঁকে
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১: ৪৩
বিজ্ঞাপন