টালিউড মাতাচ্ছেন এই আবেদনময়ী অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

স্বস্তিকা দত্ত। টালিউডের চেনা মুখ। তিরিশ ছুঁই ছুঁই এই অভিনেত্রী টিভি সিরিয়াল থেকে ওয়েভ সিরিজ, এমনকি সিনেমাতেও দাপিয়ে বেড়াচ্ছেন। তবে আলাদা করে তাঁর ফ্যাশন ও স্টাইলিং সেন্সের তারিফ করতেই হয়। চোখজুড়ানো সাজপোশাকের আবেদন জাগানো লুকের ছবি তিনি প্রায়ই শেয়ার করেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। ফ্যাশনিস্তা ভক্তের সংখ্যাও কম নয় তাঁর। এক ডজন লুকে স্বস্তিকা দত্তর স্টাইলিশ ছবিগুলো দেখে আসি চলুন।

১/১২
লাল ব্লেজার, গোল্ডেন লেয়ারড নেকপিস ও রেড লিপস লুকে অভিনেত্রী
লাল ব্লেজার, গোল্ডেন লেয়ারড নেকপিস ও রেড লিপস লুকে অভিনেত্রী
বিজ্ঞাপন
২/১২
মেটালিক সিকুইন শাড়িতে। সঙ্গে স্লিভলেস ব্লাউজ। কানে বড় আকারের স্টেটমেন্ট দুল আর মাঝসিঁথি করা ছেড়ে রাখা চুলে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
মেটালিক সিকুইন শাড়িতে। সঙ্গে স্লিভলেস ব্লাউজ। কানে বড় আকারের স্টেটমেন্ট দুল আর মাঝসিঁথি করা ছেড়ে রাখা চুলে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
বিজ্ঞাপন
৩/১২
হাইওয়েস্ট বটমের সঙ্গে খুব সুন্দর একটা গোলাপি কোরসেট টপ পরেছেন অভিনেত্রী। সঙ্গে লেয়ারড নেকপিস বেছে নিয়েছেন। আর দুপাশে ফেলে রাখা ঢেউখেলানো চুল। হাতে আকর্ষণ কাড়ছে ট্যাটু
হাইওয়েস্ট বটমের সঙ্গে খুব সুন্দর একটা গোলাপি কোরসেট টপ পরেছেন অভিনেত্রী। সঙ্গে লেয়ারড নেকপিস বেছে নিয়েছেন। আর দুপাশে ফেলে রাখা ঢেউখেলানো চুল। হাতে আকর্ষণ কাড়ছে ট্যাটু
৪/১২
বুকখোলা ওভারসাইজড কালো শার্টের সঙ্গে গলায় শোভা পাচ্ছে গোল্ডেন নেকপিস
বুকখোলা ওভারসাইজড কালো শার্টের সঙ্গে গলায় শোভা পাচ্ছে গোল্ডেন নেকপিস
৫/১২
আবেদন জাগানো লাল লেহেঙ্গার লুকে অনবদ্য লাগছে স্বস্তিকাকে। সঙ্গে সাদা-লাল পাথরের লেয়ারড নেকপিস আর দুল পরেছেন। করেছেন স্লিক বান হেয়ারস্টাইল। তাঁর ন্যুড মেকআপে ধরা পড়েছে আইলাইনার দেওয়া চোখের সাজ
আবেদন জাগানো লাল লেহেঙ্গার লুকে অনবদ্য লাগছে স্বস্তিকাকে। সঙ্গে সাদা-লাল পাথরের লেয়ারড নেকপিস আর দুল পরেছেন। করেছেন স্লিক বান হেয়ারস্টাইল। তাঁর ন্যুড মেকআপে ধরা পড়েছে আইলাইনার দেওয়া চোখের সাজ
৬/১২
এই লুকে দারুণ লাগছে তাঁকে। আধখোলা সাদা শার্টের সঙ্গে পরেছেন রিপড জিনস। গলায় ডোকরার নেকপিস, চোখে আবেদন ছড়ানো কাজল
এই লুকে দারুণ লাগছে তাঁকে। আধখোলা সাদা শার্টের সঙ্গে পরেছেন রিপড জিনস। গলায় ডোকরার নেকপিস, চোখে আবেদন ছড়ানো কাজল
৭/১২
উন্মুক্ত সাদাকালো ব্লেজার ও শার্টের সঙ্গে কালো ব্রালেট আকর্ষণ কাড়ছে। সঙ্গে মোহ বাড়িয়েছে ‘রেড লিপ’ লুক
উন্মুক্ত সাদাকালো ব্লেজার ও শার্টের সঙ্গে কালো ব্রালেট আকর্ষণ কাড়ছে। সঙ্গে মোহ বাড়িয়েছে ‘রেড লিপ’ লুক
৮/১২
কাউল নেকলাইনের শিমারি সবুজ গাউনে অভিনেত্রী। কানে মানানসই স্টেটমেন্ট দুল
কাউল নেকলাইনের শিমারি সবুজ গাউনে অভিনেত্রী। কানে মানানসই স্টেটমেন্ট দুল
৯/১২
বং সুন্দরীকে এখানে অন্য রকম সুন্দর লাগছে। পিঠখোলা স্লিভলেস কালো ব্লাউজের সঙ্গে সাদাকালো শাড়ি পরেছেন তিনি। চোখে পুরু করে দেওয়া কাজল, ন্যুড ব্রাউন লিপস্টিক, কালো টিপ আর অক্সিডাইসের গয়নায় সেজেছেন    
বং সুন্দরীকে এখানে অন্য রকম সুন্দর লাগছে। পিঠখোলা স্লিভলেস কালো ব্লাউজের সঙ্গে সাদাকালো শাড়ি পরেছেন তিনি। চোখে পুরু করে দেওয়া কাজল, ন্যুড ব্রাউন লিপস্টিক, কালো টিপ আর অক্সিডাইসের গয়নায় সেজেছেন
১০/১২
সিকুইন–সজ্জিত সবুজ আউটফিটে
সিকুইন–সজ্জিত সবুজ আউটফিটে
১১/১২
নেভিল টিল রঙের টপসের সঙ্গে উঁচু করে বাঁধা খোঁপা। গোল্ডেন টিয়ার ড্রপ স্টাড তাঁর কানে
নেভিল টিল রঙের টপসের সঙ্গে উঁচু করে বাঁধা খোঁপা। গোল্ডেন টিয়ার ড্রপ স্টাড তাঁর কানে
১২/১২
হাইনেক লাল টপের সঙ্গে জুটি হয়েছে লাল পাড়ের সবুজ শাড়ি। গলায় ভারী অক্সিডাইসের নেকপিস। স্লিক বান হেয়ারস্টাইলে গোলাপ শোভা বাড়িয়েছে
হাইনেক লাল টপের সঙ্গে জুটি হয়েছে লাল পাড়ের সবুজ শাড়ি। গলায় ভারী অক্সিডাইসের নেকপিস। স্লিক বান হেয়ারস্টাইলে গোলাপ শোভা বাড়িয়েছে
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন