স্বস্তিকা দত্ত। টালিউডের চেনা মুখ। তিরিশ ছুঁই ছুঁই এই অভিনেত্রী টিভি সিরিয়াল থেকে ওয়েভ সিরিজ, এমনকি সিনেমাতেও দাপিয়ে বেড়াচ্ছেন। তবে আলাদা করে তাঁর ফ্যাশন ও স্টাইলিং সেন্সের তারিফ করতেই হয়। চোখজুড়ানো সাজপোশাকের আবেদন জাগানো লুকের ছবি তিনি প্রায়ই শেয়ার করেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। ফ্যাশনিস্তা ভক্তের সংখ্যাও কম নয় তাঁর। এক ডজন লুকে স্বস্তিকা দত্তর স্টাইলিশ ছবিগুলো দেখে আসি চলুন।