শাড়ির ফ্যাশনে এখন ব্লাউজের আছে আলাদা কদর। পুরো লুকটিকেই বদলে দিতে পারে এই স্টেটমেন্ট পিস। ঠিক এমনই নজরকাড়া, বৈচিত্র্যময় ডিজাইনের স্লিভলেস বা হাতাকাটা ব্লাউজকে ফোকাসে রেখে শাড়ির সাজে নিজেকে সাজাচ্ছেন এখনকার ফ্যাশনিস্তা তারকারা। তারকাদের ইনস্টাগ্রাম থেকে পাওয়া তাঁদের নজরকাড়া স্লিভলেস ব্লাউজের লুকগুলো এবারে দেখে নেওয়া যাক।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম