নতুন প্রজন্মের কাছে জেনা ওর্টেগা এক সেনসেশনের নাম। বিশেষ করে তাঁর করা ওয়েন্সডে অ্যাডামস চরিত্রটি এখন রীতিমতো আইকনিক হয়ে গিয়েছে৷ নেটফ্লিক্সে আবার ফিরছে এই 'ওয়েন্সডে' সিরিজের নতুন সিজন। এ উপলক্ষে আয়োজিত বিশেষ গালা ইভেন্ট 'গ্রেভইয়ার্ড গালা'-র অনুষ্ঠানে শতচ্ছিন্ন ডিস্ট্রেসড গাউনে ভয়ংকর সুন্দর লুকে দেখা দিলেন জেনা ওর্টেগা।
ছবি: ইন্সটাগ্রাম