শতচ্ছিন্ন ডিস্ট্রেসড গাউনে ভয়ংকর সুন্দর জেনা ওর্টেগা
শেয়ার করুন
ফলো করুন

নতুন প্রজন্মের কাছে জেনা ওর্টেগা এক সেনসেশনের নাম। বিশেষ করে তাঁর করা ওয়েন্সডে অ্যাডামস চরিত্রটি এখন রীতিমতো আইকনিক হয়ে গিয়েছে৷ নেটফ্লিক্সে আবার ফিরছে এই 'ওয়েন্সডে' সিরিজের নতুন সিজন। এ উপলক্ষে আয়োজিত বিশেষ গালা ইভেন্ট 'গ্রেভইয়ার্ড গালা'-র অনুষ্ঠানে শতচ্ছিন্ন ডিস্ট্রেসড গাউনে ভয়ংকর সুন্দর লুকে দেখা দিলেন জেনা ওর্টেগা।

১/৬
গ্রেভইয়ার্ড গালা-র থিমের সঙ্গে মিল রেখে গ্রেভস্টোনের টেক্সচারের আমেজ দেওয়া পার্পল-গ্রে গাউন পরেছেন জেনা। ড্রেপড হার্ট ডিজাইনে এসেছে আকর্ষণীয় লুক
গ্রেভইয়ার্ড গালা-র থিমের সঙ্গে মিল রেখে গ্রেভস্টোনের টেক্সচারের আমেজ দেওয়া পার্পল-গ্রে গাউন পরেছেন জেনা। ড্রেপড হার্ট ডিজাইনে এসেছে আকর্ষণীয় লুক
বিজ্ঞাপন
২/৬
স্লিভলেস গাউনটি গ্যাপ স্টুডিওর। নিচের অংশের পেছনে ট্রেইনের মতো এক্সটেনশন রাখা হয়েছে এতে
স্লিভলেস গাউনটি গ্যাপ স্টুডিওর। নিচের অংশের পেছনে ট্রেইনের মতো এক্সটেনশন রাখা হয়েছে এতে
বিজ্ঞাপন
৩/৬
জেনা ওর্টেগার এই গাউনে শরীর আঁকড়ে ধরা অর্থাৎ বডিকন কাট দেখা যাচ্ছে
জেনা ওর্টেগার এই গাউনে শরীর আঁকড়ে ধরা অর্থাৎ বডিকন কাট দেখা যাচ্ছে
৪/৬
ওয়েট হেয়ার, সিগনেচার টায়ার্ড গার্ল মেকআপ, স্মোকি চোখ আর ব্রিক রেড লিপকালারে দারুণ লাগছে তাঁকে
ওয়েট হেয়ার, সিগনেচার টায়ার্ড গার্ল মেকআপ, স্মোকি চোখ আর ব্রিক রেড লিপকালারে দারুণ লাগছে তাঁকে
৫/৬
বহু স্লিট দেওয়া শতচ্ছিন্ন ডিস্ট্রেসড গাউনটি ওয়াশড ফেব্রিকে তৈরি
বহু স্লিট দেওয়া শতচ্ছিন্ন ডিস্ট্রেসড গাউনটি ওয়াশড ফেব্রিকে তৈরি
৬/৬
সব মিলিয়ে ওয়েন্সডে ভাইবের এই লুকে ভয়ংকর সুন্দর লাগছেন জেনা
সব মিলিয়ে ওয়েন্সডে ভাইবের এই লুকে ভয়ংকর সুন্দর লাগছেন জেনা

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ০৭
বিজ্ঞাপন