তারকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে নিঃসন্দেহে অভিনয়জগতের সেরা ফ্যাশনিস্তাদের একজন বলা যায়। অভিনেত্রী সব ধরনের পোশাকেই অনন্য আবেদন ছড়ান। লুক নিয়ে তিনি সব সময়ই সাহসী। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। সম্প্রতি একদম ভিন্ন আমেজে ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী রফিকুল ইসলাম।
মেকআপ: অরা বিউটি লাউঞ্জ
পোশাক: সেলেব্রিটি চয়েস