হট পিংকে সাহসী সুনেরাহ
শেয়ার করুন
ফলো করুন

তারকা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে নিঃসন্দেহে অভিনয়জগতের সেরা ফ্যাশনিস্তাদের একজন বলা যায়। অভিনেত্রী সব ধরনের পোশাকেই অনন্য আবেদন ছড়ান। লুক নিয়ে তিনি সব সময়ই সাহসী। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। সম্প্রতি একদম ভিন্ন আমেজে ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী রফিকুল ইসলাম

১/৪
ফ্যাশন আর আত্মবিশ্বাস—এই দুইয়ের নিখুঁত মেলবন্ধন ঘটল অভিনেত্রীর সাম্প্রতিক এই লুকে। এ যেন অন্য রকম  সুনেরাহ
ফ্যাশন আর আত্মবিশ্বাস—এই দুইয়ের নিখুঁত মেলবন্ধন ঘটল অভিনেত্রীর সাম্প্রতিক এই লুকে। এ যেন অন্য রকম  সুনেরাহ
বিজ্ঞাপন
২/৪
পরেছেন হট পিংক রঙের মোনোক্রোম সেট। ন্যুডল স্ট্রেপের স্টাইলিশ ক্রপ টপের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড ব্লেজার।  জুটি হয়েছে সিকুইনসজ্জিত হাইওয়েস্ট বটম
পরেছেন হট পিংক রঙের মোনোক্রোম সেট। ন্যুডল স্ট্রেপের স্টাইলিশ ক্রপ টপের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড ব্লেজার।  জুটি হয়েছে সিকুইনসজ্জিত হাইওয়েস্ট বটম
বিজ্ঞাপন
৩/৪
ন্যুড টোনের মেকআপ লুকে ধরা দিয়েছেন সুন্দরী। সফট ব্রাউন আইশ্যাডো আর মাশকারা দেওয়া আই লুক, ঠোঁটে ন্যুড লিপ কালার। তবে লুকে বিশেষ আকর্ষণ কাড়ছে তাঁর  ব্যাংস হেয়ারস্টাইল।
ন্যুড টোনের মেকআপ লুকে ধরা দিয়েছেন সুন্দরী। সফট ব্রাউন আইশ্যাডো আর মাশকারা দেওয়া আই লুক, ঠোঁটে ন্যুড লিপ কালার। তবে লুকে বিশেষ আকর্ষণ কাড়ছে তাঁর  ব্যাংস হেয়ারস্টাইল।
৪/৪
মিনিমাল জুয়েলারি বেছে নিয়েছেন এই স্টাইলিশ তারকা। কানে স্টাড, হাতে ব্রেসলেট আর আংটি শোভা পাচ্ছে।
মিনিমাল জুয়েলারি বেছে নিয়েছেন এই স্টাইলিশ তারকা। কানে স্টাড, হাতে ব্রেসলেট আর আংটি শোভা পাচ্ছে।

মেকআপ: অরা বিউটি লাউঞ্জ
পোশাক: সেলেব্রিটি চয়েস

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০: ০০
বিজ্ঞাপন