নুসরাত ফারিয়ার সৌন্দর্য নিয়ে কোনো কথাই হতে পারে না। মিষ্টি মুখশ্রী ও আকর্ষণীয়, ধারালো ফিগারের কারণে এই সুন্দরী অভিনেত্রীর রূপে মজে থাকেন সকলে। তিনি প্রায়ই নানা লুকে নজরকাড়া সব ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সম্প্রতি তাঁর লাল শাড়ির লাস্যময়ী লুকের ছবিগুলো রীতিমতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে সবার। আর সেই সঙ্গে লাল পোশাকের প্রতি ভালোবাসা আর আর নতুন বছরে তাঁর জীবনদর্শনও জানিয়েছেন নুসরাত ফারিয়া। ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ডোন্ট সেটল ফর লেস, সেটল ফর রেড। আসলে অল্পেই তুষ্ট হলে সামনে এগিয়ে যাওয়ার বা আকাশ ছুঁয়ে ফেলার ক্ষুধাটা কমে যায় অনেক ক্ষেত্রে। আর তাই এই অভিনেত্রী ডোন্ট সেটল ফর লেস বা অল্প কিছুতেই তুষ্ট হওয়া বা মেনে নেওয়াকে না বলতে চান নতুন বছরের জীবনদর্শন হিসেবে। লাল মানেই প্রাণশক্তির প্রতীক। লাল পোশাকের আবেদন প্রকাশ পায় ভ্রূক্ষেপহীনতা আর বোল্ডনেস। তাই লাল শাড়ির লুকে আত্মবিশ্বাসী নুসরাত ফারিয়া এ রঙের পোশাককে বেছে নিতে চান।
ছবি: নুসরাত ফারিয়ার ফেসবুক