২০২৫ সাল জুড়ে রেড কার্পেট মাতালেন যারা
শেয়ার করুন
ফলো করুন

২০২৫ সালে বলিউডের বহু তারকার রেড কার্পেট উপস্থিতি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। অনবদ্য সাজপোশাক, নিখুঁত স্টাইলিং আর গ্ল্যামারাস উপস্থিতিতে তাঁরা মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের। সেই সব স্মরণীয় মুহূর্ত থেকে বাছাই করা সবচেয়ে আলোচিত ও প্রশংসিত রেড কার্পেট লুক নিয়ে বিশেষ এই আয়োজন।

১/১৭
এ বছর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাটের কান চলচ্চিত্র উৎসবের অভিষেকের জন্য। অবশেষে তিনি কানের লালগালিচায় পা রাখলেন কাস্টম স্ক্যাপারেল্লি গাউনে। মারমেইড স্টাইলের গাউনটিতে নুড অরগাঞ্জা ফেব্রিকে ফুলেল ডিটেইলিং রাখা হয়েছে পুরোটাজুড়ে। অফ দ্য শোল্ডার স্ট্রাকচার্ড গাউনে ড্রেপড হার্ট নেকলাইন। আলিয়ার টোনড ফিগারে চমৎকার মানিয়েছে এটি
এ বছর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাটের কান চলচ্চিত্র উৎসবের অভিষেকের জন্য। অবশেষে তিনি কানের লালগালিচায় পা রাখলেন কাস্টম স্ক্যাপারেল্লি গাউনে। মারমেইড স্টাইলের গাউনটিতে নুড অরগাঞ্জা ফেব্রিকে ফুলেল ডিটেইলিং রাখা হয়েছে পুরোটাজুড়ে। অফ দ্য শোল্ডার স্ট্রাকচার্ড গাউনে ড্রেপড হার্ট নেকলাইন। আলিয়ার টোনড ফিগারে চমৎকার মানিয়েছে এটি
২/১৭
বনেদি ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচি এই প্রথম শাড়ির সিলোয়েটে পোশাক তৈরি করেছে। আর ইতিহাসের এই প্রথম গুচি শাড়িটি গায়ে জড়িয়ে যেন কানের সমাপনী দিনটিকে পূর্ণতা দিয়েছেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাট। নুড বেজের ওপরে ল্যাটিস ডিজাইনে সোয়ার্ভস্কি ক্রিস্টালে মোড়ানো এই শাড়িতে কানের রেড কার্পেটে আলিয়াকে অপ্সরীর মতো লাগছে
বনেদি ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচি এই প্রথম শাড়ির সিলোয়েটে পোশাক তৈরি করেছে। আর ইতিহাসের এই প্রথম গুচি শাড়িটি গায়ে জড়িয়ে যেন কানের সমাপনী দিনটিকে পূর্ণতা দিয়েছেন বলিউড সুইটহার্ট আলিয়া ভাট। নুড বেজের ওপরে ল্যাটিস ডিজাইনে সোয়ার্ভস্কি ক্রিস্টালে মোড়ানো এই শাড়িতে কানের রেড কার্পেটে আলিয়াকে অপ্সরীর মতো লাগছে
৩/১৭
ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির গ্লোবাল অ্যাম্বাসেডর বলিউড ডিভা আলিয়া ভাট। কানে গুচির পোশাকেই তিনি সবার নজর কেড়েছেন এবার। সূর্যমুখী হলুদ রঙের কোরসেট টপের ওপর লেয়ার করে ক্রপড ব্লেজার, আর বটমে পরেছেন পেনসিল স্কার্ট। স্টাইলে আলাদা মাত্রা যোগ করেছে মাথায় পরা ফ্লোরাল গুচি স্কার্ফ আর সানগ্লাস
ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির গ্লোবাল অ্যাম্বাসেডর বলিউড ডিভা আলিয়া ভাট। কানে গুচির পোশাকেই তিনি সবার নজর কেড়েছেন এবার। সূর্যমুখী হলুদ রঙের কোরসেট টপের ওপর লেয়ার করে ক্রপড ব্লেজার, আর বটমে পরেছেন পেনসিল স্কার্ট। স্টাইলে আলাদা মাত্রা যোগ করেছে মাথায় পরা ফ্লোরাল গুচি স্কার্ফ আর সানগ্লাস
বিজ্ঞাপন
৪/১৭
২০২৫ সালের মেট গালাতে শাহরুখ খান তাঁর প্রথম উপস্থিতিতে ফ্যাশনজগতে এক নতুন ইতিহাস রচনা করেন। ‘টেইলরড ফর ইউ’ থিমে তিনি সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি কালো স্যুট পরেন, যা ব্ল্যাক ড্যান্ডিজমের প্রতি শ্রদ্ধার প্রতীক। এই পোশাকের মধ্যে ছিল একটি লম্বা কোট, সিল্ক শার্ট, স্যুট প্যান্ট এবং একটি সাটিন কামারবন্ধ। অলংকরণে ছিল সোনালি চেইন আর ইংরেজি কে আকৃতির পেনড্যান্ট; ১৮ ক্যারেট সোনার তৈরি বাঘের মাথার কাঠি এবং হীরা ও টুরমালিনে সজ্জিত অন্যান্য গয়না। এই স্টাইল তাঁর কিং খান ইমেজকে আরও শক্তিশালী করে এবং ভারতীয় ফ্যাশনকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে সহায়ক হয়েছে
২০২৫ সালের মেট গালাতে শাহরুখ খান তাঁর প্রথম উপস্থিতিতে ফ্যাশনজগতে এক নতুন ইতিহাস রচনা করেন। ‘টেইলরড ফর ইউ’ থিমে তিনি সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি কালো স্যুট পরেন, যা ব্ল্যাক ড্যান্ডিজমের প্রতি শ্রদ্ধার প্রতীক। এই পোশাকের মধ্যে ছিল একটি লম্বা কোট, সিল্ক শার্ট, স্যুট প্যান্ট এবং একটি সাটিন কামারবন্ধ। অলংকরণে ছিল সোনালি চেইন আর ইংরেজি কে আকৃতির পেনড্যান্ট; ১৮ ক্যারেট সোনার তৈরি বাঘের মাথার কাঠি এবং হীরা ও টুরমালিনে সজ্জিত অন্যান্য গয়না। এই স্টাইল তাঁর কিং খান ইমেজকে আরও শক্তিশালী করে এবং ভারতীয় ফ্যাশনকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে সহায়ক হয়েছে
বিজ্ঞাপন
৫/১৭
 এ বছর এমি অ্যাওয়ার্ডসের সবচেয়ে বোল্ড লুক বলা যায় জেনা ওর্টেগার জিভাঁশির পোশাককে। এদিন চোখ কপালে তোলা রেড কার্পেট লুকে দেখা যায় তাঁকে। ‘ওয়েনসডে’-এর চরিত্র যেন পেয়ে বসেছে হলিউডের জেন–জি সেনসেশনকে নিজের গথিক ডার্ক লুক ধরে রেখে পরেছেন বডি জুয়েলারি স্টাইল ব্রালেট-টপ। পাথর ছাড়া আর কোনো কিছুই নেই এতে
এ বছর এমি অ্যাওয়ার্ডসের সবচেয়ে বোল্ড লুক বলা যায় জেনা ওর্টেগার জিভাঁশির পোশাককে। এদিন চোখ কপালে তোলা রেড কার্পেট লুকে দেখা যায় তাঁকে। ‘ওয়েনসডে’-এর চরিত্র যেন পেয়ে বসেছে হলিউডের জেন–জি সেনসেশনকে নিজের গথিক ডার্ক লুক ধরে রেখে পরেছেন বডি জুয়েলারি স্টাইল ব্রালেট-টপ। পাথর ছাড়া আর কোনো কিছুই নেই এতে
৬/১৭
এবারের মেট গালার আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পাউডার পিংক গাউনে দেখা গেছে পপ তারকা শাকিরাকে
এবারের মেট গালার আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা পাউডার পিংক গাউনে দেখা গেছে পপ তারকা শাকিরাকে
৭/১৭
এবারের কান চলচ্চিত্র উৎসবে জ্যাকুলিন ফার্নান্দেজ গেছেন দ্বিতীয়বারের মতো। কোরসেট টপের মারমেইড কাট লাল সাটিন গাউনে কানে দেখা গেল এই লঙ্কান সুন্দরীকে। অফ দ্য শোল্ডার গাউনের রোজ শেপের গ্যাদার্ড ফেব্রিকের স্লিভস নজর কাড়ছে
এবারের কান চলচ্চিত্র উৎসবে জ্যাকুলিন ফার্নান্দেজ গেছেন দ্বিতীয়বারের মতো। কোরসেট টপের মারমেইড কাট লাল সাটিন গাউনে কানে দেখা গেল এই লঙ্কান সুন্দরীকে। অফ দ্য শোল্ডার গাউনের রোজ শেপের গ্যাদার্ড ফেব্রিকের স্লিভস নজর কাড়ছে
৮/১৭
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসে এবার আরিয়ানা গ্রান্ডের উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া। ডিজনি প্রিন্সেসের আবহ এনে দেওয়া ড্রেপড হার্ড নেকলাইনের স্ট্র্যাপলেস প্যাস্টেল পিচ গাউনে ফ্রেমে ধরা দেন তিনি
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসে এবার আরিয়ানা গ্রান্ডের উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া। ডিজনি প্রিন্সেসের আবহ এনে দেওয়া ড্রেপড হার্ড নেকলাইনের স্ট্র্যাপলেস প্যাস্টেল পিচ গাউনে ফ্রেমে ধরা দেন তিনি
৯/১৭
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় বিশেষভাবে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। একেবারে ভিন্ন আমেজে ঘোমটা দেওয়া গাউনের চোখজুড়ানো লুকে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে অভিষেক হলো তাঁর ভারতীয় ডিজাইনার তরুণ তাহিলিয়ানির শিমারি গোলাপি হুডেড স্ট্রাকচার্ড লেহেঙ্গা তাঁর পরনে। ফ্লোর–ছোঁয়া এ পোশাকের লুকে ফুটে উঠেছে রাজকীয় ছোঁয়া
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় বিশেষভাবে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। একেবারে ভিন্ন আমেজে ঘোমটা দেওয়া গাউনের চোখজুড়ানো লুকে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে অভিষেক হলো তাঁর ভারতীয় ডিজাইনার তরুণ তাহিলিয়ানির শিমারি গোলাপি হুডেড স্ট্রাকচার্ড লেহেঙ্গা তাঁর পরনে। ফ্লোর–ছোঁয়া এ পোশাকের লুকে ফুটে উঠেছে রাজকীয় ছোঁয়া
১০/১৭
সাদা ‘ড্রিপিং শাড়ি’তে জাহ্নবী যেন ফরাসি রিভিয়েরায় ফিরিয়ে এনেছেন বলিউডের নস্টালজিয়া। ‘ওয়েট লুক’-এর সঙ্গে শাড়ি ও ব্লাউজের আধুনিক ড্রেপ—লুকটিকে করে তুলেছে আকর্ষণীয়
সাদা ‘ড্রিপিং শাড়ি’তে জাহ্নবী যেন ফরাসি রিভিয়েরায় ফিরিয়ে এনেছেন বলিউডের নস্টালজিয়া। ‘ওয়েট লুক’-এর সঙ্গে শাড়ি ও ব্লাউজের আধুনিক ড্রেপ—লুকটিকে করে তুলেছে আকর্ষণীয়
১১/১৭
প্রয়াত ইতালিয়ান কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির জাদু রেড কার্পেটে ফুটে উঠেছিল। হলিউডের বার্বিগার্ল মার্গো রবির শিয়ার ফেব্রিকে সাজানো, জমকালো এমবেলিশমেন্টের এই গাউনটি আরমানি প্রিভে স্প্রিং ২০২৫ সংগ্রহ থেকে নেওয়া। গাউনটির নাম ‘রিস্ক’ গাউন
প্রয়াত ইতালিয়ান কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির জাদু রেড কার্পেটে ফুটে উঠেছিল। হলিউডের বার্বিগার্ল মার্গো রবির শিয়ার ফেব্রিকে সাজানো, জমকালো এমবেলিশমেন্টের এই গাউনটি আরমানি প্রিভে স্প্রিং ২০২৫ সংগ্রহ থেকে নেওয়া। গাউনটির নাম ‘রিস্ক’ গাউন
১২/১৭
এবার মেট গালায় ডেব্যু করা অভিনেত্রী কিয়ারা আদভানির উপস্থিতি ছিল শুধু স্টাইল স্টেটমেন্টে সীমাবদ্ধ নয়; বরং তা হয়ে উঠেছিল মাতৃত্ব উদ্‌যাপনের এক আবেগঘন মুহূর্ত। গৌরব গুপ্তের নকশা করা কালো গাউনে সোনালি রঙে গড়া দুটি হার্টের মোটিফে ধরা পড়েছে মা ও অনাগত সন্তানের গভীর বন্ধন। গাউনের সাদা ট্রেন এবং সূক্ষ্ম সোনালি ডিটেইলস মাতৃত্বের প্রতীক হয়ে তাঁর লুককে দিয়েছে ভিন্ন মাত্রা
এবার মেট গালায় ডেব্যু করা অভিনেত্রী কিয়ারা আদভানির উপস্থিতি ছিল শুধু স্টাইল স্টেটমেন্টে সীমাবদ্ধ নয়; বরং তা হয়ে উঠেছিল মাতৃত্ব উদ্‌যাপনের এক আবেগঘন মুহূর্ত। গৌরব গুপ্তের নকশা করা কালো গাউনে সোনালি রঙে গড়া দুটি হার্টের মোটিফে ধরা পড়েছে মা ও অনাগত সন্তানের গভীর বন্ধন। গাউনের সাদা ট্রেন এবং সূক্ষ্ম সোনালি ডিটেইলস মাতৃত্বের প্রতীক হয়ে তাঁর লুককে দিয়েছে ভিন্ন মাত্রা
১৩/১৭
সুপারফাইন টেইলরিং স্টাইল থিমের প্রতি বিশ্বস্ত থেকেছেন এবারের মেট গালা লুকে হলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বালমেইনের টু-পিস অনসম্বলটি যেন গ্লাভসের মতো ফিট করেছে তাঁর অপূর্ব সুন্দর ফিগারের প্রতিটি খাঁজে। প্রিয়াঙ্কার আউটফিটটি একেবারেই ফেমিনিন। বাটন দেওয়া স্ট্রেট ফিটিং সিলোয়েট তাঁর বডি হাগিং ড্রেসে দিয়েছে আকর্ষণীয় লুক। ব্লেজারের কোমরে রুশিং করা। তা থেকে নেমে গেছে ক্রিস্প ছোট ট্রেইল, যাতে স্ট্রাকচার্ড প্যাটার্ন থাকায় শেপ ধরে রেখেছে নিজেই
সুপারফাইন টেইলরিং স্টাইল থিমের প্রতি বিশ্বস্ত থেকেছেন এবারের মেট গালা লুকে হলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বালমেইনের টু-পিস অনসম্বলটি যেন গ্লাভসের মতো ফিট করেছে তাঁর অপূর্ব সুন্দর ফিগারের প্রতিটি খাঁজে। প্রিয়াঙ্কার আউটফিটটি একেবারেই ফেমিনিন। বাটন দেওয়া স্ট্রেট ফিটিং সিলোয়েট তাঁর বডি হাগিং ড্রেসে দিয়েছে আকর্ষণীয় লুক। ব্লেজারের কোমরে রুশিং করা। তা থেকে নেমে গেছে ক্রিস্প ছোট ট্রেইল, যাতে স্ট্রাকচার্ড প্যাটার্ন থাকায় শেপ ধরে রেখেছে নিজেই
১৪/১৭
গ্র্যামি অ্যাওয়ার্ডসের ২০২৫ সালের আসরের রেড কার্পেটে তলাল গাউনে তাক লাগিয়েছেন টেইলর সুইফট। ভিভিয়েন ওয়েস্টউডের লাল সিকুইনের ওয়ান শোল্ডার ড্রেসে লাল লিপকালারে দেখা যাচ্ছে পপ রাজকুমারীকে
গ্র্যামি অ্যাওয়ার্ডসের ২০২৫ সালের আসরের রেড কার্পেটে তলাল গাউনে তাক লাগিয়েছেন টেইলর সুইফট। ভিভিয়েন ওয়েস্টউডের লাল সিকুইনের ওয়ান শোল্ডার ড্রেসে লাল লিপকালারে দেখা যাচ্ছে পপ রাজকুমারীকে
১৫/১৭
বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের আছে গভীর সখ্য। ভারতের গ্লোবাল ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা চোখজুড়ানো আইভরি অনসম্বলে একেবারে ট্র্যাডিশনাল লুকে দেখা গেল ঐশ্বরিয়াকে। বেনারসি শাড়ি, ম্যাচিং ওড়না আর রুবি পাথরের চোখধাঁধানো গয়নার সঙ্গে সিঁদুর নজর কাড়ছে
বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের আছে গভীর সখ্য। ভারতের গ্লোবাল ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা চোখজুড়ানো আইভরি অনসম্বলে একেবারে ট্র্যাডিশনাল লুকে দেখা গেল ঐশ্বরিয়াকে। বেনারসি শাড়ি, ম্যাচিং ওড়না আর রুবি পাথরের চোখধাঁধানো গয়নার সঙ্গে সিঁদুর নজর কাড়ছে
১৬/১৭
দ্বিতীয় লুকেও হতাশ করলেন না ঐশ্বরিয়া। ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তর নকশা করা স্ট্রেপলেস গাউনে উপস্থিত হয়েছিলেন লালগালিচায়। সিলভার সিকুইন বসানো হলিউড ঘরানার কালো ভেলভেট গাউনের সঙ্গে নিয়েছেন ফ্লোর–ছোঁয়া রুপালি লম্বা কেপ
দ্বিতীয় লুকেও হতাশ করলেন না ঐশ্বরিয়া। ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তর নকশা করা স্ট্রেপলেস গাউনে উপস্থিত হয়েছিলেন লালগালিচায়। সিলভার সিকুইন বসানো হলিউড ঘরানার কালো ভেলভেট গাউনের সঙ্গে নিয়েছেন ফ্লোর–ছোঁয়া রুপালি লম্বা কেপ
১৭/১৭
 কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরের হাইলাইট বলা যায় জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির রাজসিক প্রত্যাবর্তনকে। ঝিকিমিকি স্ট্র্যাপলেস নুড গাউনে ১৪ বছর পর কানে ফিরলেন তিনি
কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরের হাইলাইট বলা যায় জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির রাজসিক প্রত্যাবর্তনকে। ঝিকিমিকি স্ট্র্যাপলেস নুড গাউনে ১৪ বছর পর কানে ফিরলেন তিনি

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০২: ৩৪
বিজ্ঞাপন