নানা মুডে সোহিনী সরকারদুই বাংলায় সমান জনপ্রিয় টালিউড তারকা সোহিনী সরকারের অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর বিভিন্ন আকর্ষণীয় স্টাইল সবসময় আলোচিত হয়। শাড়ির লুকেই বেশি দেখা যায় এই বাঙালি অভিনেত্রীকে। মায়াময় মুখশ্রী, সাবলীল বডি ল্যাঙ্গুয়েজ আর নিজস্ব আবেদনময়তায় ঘেরা সোহিনীর সৌন্দর্য আসলেই অন্যরকম। তাঁকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অবতারে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর নানা অনুষ্ঠানে। নানা মুডে সোহিনী সরকারের এমন সব নজরকাড়া লুক দেখে নেওয়া যাক আজ। ছবিগুলো অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।