তেলেগু ছবিতে অভিনয়ের মাধ্যমে দক্ষিণি সিনেমায় পা রেখেছিলেন ফাতিমা সানা শেখ। শিশুশিল্পী হিসেবেও রূপালি পর্দায় ছিল তাঁর উপস্থিতি। কিন্তু বলিউডে তাঁর প্রকৃত আত্মপ্রকাশ ঘটে ২০১৬ সালের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে—যেখানে গীতা ফোগাট চরিত্রে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি পরিচিতি পান এই অভিনেত্রী। এরপর ‘লুডো’, ‘আজিব দাস্তান’, ‘ধাক ধাক’—একটির পর একটি ছবিতে নিজের অভিনয়দক্ষতার ছাপ রেখে গেছেন তিনি। চলতি বছরও থেমে থাকেননি ফাতিমা, বড় পর্দায় এসেছে তাঁর আরও দুটি কাজ—‘মেট্রো ইন দিনো’ ও ‘আপ জ্যায়সা কোই’। তবে অভিনয়ের বাইরেও ফাতিমা মন কাড়েন তাঁর আত্মবিশ্বাসী স্টাইল স্টেটমেন্টের জন্যেও। ক্যামেরার সামনে যেমন সাহসী, বাস্তব জীবনেও ঠিক তেমনই স্পষ্টভাষী আর স্টাইলিশ তিনি। অভিনেত্রীর বিভিন্ন লুকের ছবি নিয়ে আজকের আয়োজন।