অভিনয় আর স্টাইল—সবকিছুতে বাজিমাত করে চলেছেন দঙ্গলের ফাতিমা
শেয়ার করুন
ফলো করুন

তেলেগু ছবিতে অভিনয়ের মাধ্যমে দক্ষিণি সিনেমায় পা রেখেছিলেন ফাতিমা সানা শেখ। শিশুশিল্পী হিসেবেও রূপালি পর্দায় ছিল তাঁর উপস্থিতি। কিন্তু বলিউডে তাঁর প্রকৃত আত্মপ্রকাশ ঘটে ২০১৬ সালের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে—যেখানে গীতা ফোগাট চরিত্রে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি পরিচিতি পান এই অভিনেত্রী। এরপর ‘লুডো’, ‘আজিব দাস্তান’, ‘ধাক ধাক’—একটির পর একটি ছবিতে নিজের অভিনয়দক্ষতার ছাপ রেখে গেছেন তিনি। চলতি বছরও থেমে থাকেননি ফাতিমা, বড় পর্দায় এসেছে তাঁর আরও দুটি কাজ—‘মেট্রো ইন দিনো’ ও ‘আপ জ্যায়সা কোই’। তবে অভিনয়ের বাইরেও ফাতিমা মন কাড়েন তাঁর আত্মবিশ্বাসী স্টাইল স্টেটমেন্টের জন্যেও। ক্যামেরার সামনে যেমন সাহসী, বাস্তব জীবনেও ঠিক তেমনই স্পষ্টভাষী আর স্টাইলিশ তিনি। অভিনেত্রীর বিভিন্ন লুকের ছবি নিয়ে আজকের আয়োজন।

১/১৩
 লাল ও গোলাপি স্যাটিন স্লিপ ড্রেসে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন ফাতিমা।
লাল ও গোলাপি স্যাটিন স্লিপ ড্রেসে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন ফাতিমা।
বিজ্ঞাপন
২/১৩
স্ট্র্যাপলেস কালো গাউনে আবেদন ছড়াচ্ছেন তিনি, সঙ্গে পরেছেন পাথরের জুয়েলারি। ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে আইলাইনার আর পনিটেইল হেয়ারস্টাইলে অনবদ্য লাগছে তাঁকে
স্ট্র্যাপলেস কালো গাউনে আবেদন ছড়াচ্ছেন তিনি, সঙ্গে পরেছেন পাথরের জুয়েলারি। ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে আইলাইনার আর পনিটেইল হেয়ারস্টাইলে অনবদ্য লাগছে তাঁকে
বিজ্ঞাপন
৩/১৩
মেজেন্টা রঙের শাড়ির লুকে যেন দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী। জুটি হয়েছে একই রঙের ডিপনেক ব্লাউজ। কানে শোভা পাচ্ছে স্টেটমেন্ট দুল
মেজেন্টা রঙের শাড়ির লুকে যেন দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী। জুটি হয়েছে একই রঙের ডিপনেক ব্লাউজ। কানে শোভা পাচ্ছে স্টেটমেন্ট দুল
৪/১৩
কোরসেট মিনি ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে এখানে
কোরসেট মিনি ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে এখানে
৫/১৩
সাদা শাড়ির সাজে শুভ্র আবেদন ছড়াচ্ছেন নায়িকা। অফ শোল্ডার ব্লাউজের সঙ্গে জুটি হয়েছে সি থ্রু শাড়ি। গলায় পরেছেন স্টেটমেন্ট নেকপিস
সাদা শাড়ির সাজে শুভ্র আবেদন ছড়াচ্ছেন নায়িকা। অফ শোল্ডার ব্লাউজের সঙ্গে জুটি হয়েছে সি থ্রু শাড়ি। গলায় পরেছেন স্টেটমেন্ট নেকপিস
৬/১৩
কো-অর্ড আউটফিটের মোনোক্রম লুকে ফ্রেমবন্দী হয়েছেন ফাতিমা। সবুজ রঙের স্লিভলেস টপের সঙ্গে হাইওয়েস্ট বটম জুটি হয়েছে। গোল্ডেন হুপ কানের দুল আর হাতের ব্রেসলেট তাঁর স্টাইলকে দিয়েছে পূর্ণতা।
কো-অর্ড আউটফিটের মোনোক্রম লুকে ফ্রেমবন্দী হয়েছেন ফাতিমা। সবুজ রঙের স্লিভলেস টপের সঙ্গে হাইওয়েস্ট বটম জুটি হয়েছে। গোল্ডেন হুপ কানের দুল আর হাতের ব্রেসলেট তাঁর স্টাইলকে দিয়েছে পূর্ণতা।
৭/১৩
সাদা মিনি ড্রেস আর কার্ল হেয়ারস্টাইলে অন্য রকম ফাতিমা
সাদা মিনি ড্রেস আর কার্ল হেয়ারস্টাইলে অন্য রকম ফাতিমা
৮/১৩
সিকুইন–সজ্জিত বেবি পিঙ্ক শাড়ি-ব্লাউজ পরেছেন তিনি। উঁচু করে বাঁধা পনিটেইল হেয়ারস্টাইল আর কানে সাদা পাথরের স্টাড
সিকুইন–সজ্জিত বেবি পিঙ্ক শাড়ি-ব্লাউজ পরেছেন তিনি। উঁচু করে বাঁধা পনিটেইল হেয়ারস্টাইল আর কানে সাদা পাথরের স্টাড
৯/১৩
নীল রঙের প্রিন্টেড মিডি ড্রেস পরেছেন অভিনেত্রী। স্লিভলেস এই আউটফিটের সঙ্গে সফট কার্ল হেয়ারস্টাইল আর মিনিমাল মেকআপ করেছেন তিনি
নীল রঙের প্রিন্টেড মিডি ড্রেস পরেছেন অভিনেত্রী। স্লিভলেস এই আউটফিটের সঙ্গে সফট কার্ল হেয়ারস্টাইল আর মিনিমাল মেকআপ করেছেন তিনি
১০/১৩
সাদা শাড়ি, সোনালি স্লিভলেস ব্লাউজের লুকে আবেদনময়ী ফাতিমা
সাদা শাড়ি, সোনালি স্লিভলেস ব্লাউজের লুকে আবেদনময়ী ফাতিমা
১১/১৩
রয়েল ব্লু ওয়ান শোল্ডার-কাটআউট গাউনে বেশ সুন্দর লাগছে অভিনেত্রীকে। চুলগুলো মাঝসিঁথি করে ফেলে রাখা পেছনে, ভারী কোনো জুয়েলারি পরেননি সঙ্গে
রয়েল ব্লু ওয়ান শোল্ডার-কাটআউট গাউনে বেশ সুন্দর লাগছে অভিনেত্রীকে। চুলগুলো মাঝসিঁথি করে ফেলে রাখা পেছনে, ভারী কোনো জুয়েলারি পরেননি সঙ্গে
১২/১৩
সাদা-লাল স্ট্রাইপড ভি-নেক ক্রপ শার্ট পরেছেন স্টাইলিশ এই অভিনেত্রী। বটমে পরেছেন হাই-ওয়েস্টেড নেভি ট্রাউজার্স। মিনিমাল মেকআপের সঙ্গে হাতে পরা চাংকি আংটি নজর কাড়ছে খুব
সাদা-লাল স্ট্রাইপড ভি-নেক ক্রপ শার্ট পরেছেন স্টাইলিশ এই অভিনেত্রী। বটমে পরেছেন হাই-ওয়েস্টেড নেভি ট্রাউজার্স। মিনিমাল মেকআপের সঙ্গে হাতে পরা চাংকি আংটি নজর কাড়ছে খুব
১৩/১৩
 স্ট্যাপলেস কালো ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
স্ট্যাপলেস কালো ড্রেসে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০১: ০৪
বিজ্ঞাপন