বলিউডে বাজিমাত করা মারাঠি সুন্দরীর ১০ আবেদনময় লুক
শেয়ার করুন
ফলো করুন

হরর-কমেডি সিনেমা 'মুঞ্জিয়া' ও পিরিয়ড ড্রামা 'মহারাজা'। সিনেমা দুইটি অপ্রত্যাশিতভাবে বক্স অফিসে 'হিট' তকমা পেয়েছে।  এই দুইটি মুভিতে অভিনয় করেছেন মারাঠি সুন্দরী শর্বরী ওয়াগ। তাঁর রূপে এখন কুপোকাত ভারত আর ভারতের বাইরে লাখো তরুণ। বলিউডে শর্বরীর যাত্রা খুব বেশিদিনের নয়। শুরু ক্রাইম কমেডি 'বান্টি অর বাবলি ২' দিয়ে। প্রথম সিনেমায় অভিনয় করে বাগিয়ে নিয়েছিলেন ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। এরপর বিরতি দিয়ে তিন বছর পর ফিরে এলেন দুইটি হিট সিনেমা দিয়ে। নতুন এই বলিউড সুন্দরী ভালো অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের ব্যাপারেও দারুণ সচেতন। এর প্রমাণ তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল। সেখানে পোস্ট করা আবেদনময় আর স্টাইলিশ সব ছবি দেখেই বোঝা যায় শর্বরীর ট্রেন্ডসেটার হতে খুব বেশিদিন বাকী নেই।

বিজ্ঞাপন
১/১০
হিপহপ লুকে দেখা যাচ্ছে শর্বরী ওয়াগকে এখানে
হিপহপ লুকে দেখা যাচ্ছে শর্বরী ওয়াগকে এখানে
বিজ্ঞাপন
২/১০
হরর ঘরানার আলো-আঁধারির লুকে আবেদনময় লঞ্জরিতে শর্বরী
হরর ঘরানার আলো-আঁধারির লুকে আবেদনময় লঞ্জরিতে শর্বরী
৩/১০
ন্যুড শেডের স্লিপড্রেস পরেছেন এই অভিনেত্রী
ন্যুড শেডের স্লিপড্রেস পরেছেন এই অভিনেত্রী
৪/১০
কালো ফিশনেটের ট্রেন্ডি বডিকন ড্রেস পরেছেন শর্বরী
কালো ফিশনেটের ট্রেন্ডি বডিকন ড্রেস পরেছেন শর্বরী
৫/১০
কাট আউট দেওয়া সাদা মিনিড্রেসের সঙ্গে ম্যাচিং জ্যাকেটে শর্বরী
কাট আউট দেওয়া সাদা মিনিড্রেসের সঙ্গে ম্যাচিং জ্যাকেটে শর্বরী
৬/১০
নীল সিকুইনের হাই থাই স্লিট বডিকন ড্রেসে অফ দ্য শোল্ডার ডিজাইন। সঙ্গে ম্যাচিং জ্যাকেট
নীল সিকুইনের হাই থাই স্লিট বডিকন ড্রেসে অফ দ্য শোল্ডার ডিজাইন। সঙ্গে ম্যাচিং জ্যাকেট
৭/১০
ব্যালেরিনার ভঙ্গিমায় অফ দ্য শোল্ডার কালো মিনি ড্রেসে শর্বরী
ব্যালেরিনার ভঙ্গিমায় অফ দ্য শোল্ডার কালো মিনি ড্রেসে শর্বরী
৮/১০
রূপালি সিকুইন আর সাদা ফেদার ড্রেসে আবেদনময়ী এই অভিনেত্রী
রূপালি সিকুইন আর সাদা ফেদার ড্রেসে আবেদনময়ী এই অভিনেত্রী
৯/১০
কালো ফো লেদারের মিনি স্কার্ট আর সাদা স্লিভলেস শার্ট পরেছেন তিনি
কালো ফো লেদারের মিনি স্কার্ট আর সাদা স্লিভলেস শার্ট পরেছেন তিনি
১০/১০
এক্সট্রিম কাট আউটের কালো গাউনে আকর্ষণীয় লাগছে শর্বরীকে
এক্সট্রিম কাট আউটের কালো গাউনে আকর্ষণীয় লাগছে শর্বরীকে
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০২: ৪৩
বিজ্ঞাপন