শিমারের রাজত্ব চলছে এখন মেকআপ ট্রেন্ডে। আর বলিউড ডিভারাও ঝিকিমিকি সব শেডে সাজছেন সবাই। চোখের পাতা, ঠোঁট আর ব্লাশসহ সব জায়গায়ই শিমার আর গ্রিটারের প্রাধান্য। আর সেই সঙ্গে এখন সুপার ট্রেন্ডি গ্লসি লিপ। গ্লসে টইটম্বুর ভরভরন্ত পুরু করে আঁকা ঠোঁটের আবেদনে ঘায়েল করছেন বলিউড সুন্দরীরা সবাইকে। ন্যুড শেড চলছে এখনো। এই ট্রেন্ডে এখন অনেকেই নতুন করে নাম লেখাচ্ছেন। কন্ট্যুরিংয়ের দিন শেষ বললেই চলে। চোয়ালে নরম রেখার সফট 'জ লাইন' আর মিনিমাল মেকআপের সময় এখন। চোখের মেকআপে নাটকীয়তা লক্ষণীয়। আর নো মেকআপ মেকআপের ট্রেন্ড তবু চলমান। চলুন বলিউড ডিভাদের সাজগোজ দেখে আসি তাঁদেরই ইন্সটাগ্রামের ছবিগুলো থেকে।