সিনেমাপ্রেমীরা ইতিমধ্যে বলিউডের ‘লাপাতা লেডিস’ সিনেমাটা দেখেছেন। নববধূর অদল বদল হয়ে যাওয়ার গল্পে একজন ছিলেন জয়া। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন উনিশ বছরের এই তরুণ অভিনেত্রী। তাঁর আসল নাম প্রতিভা রানটা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন হিমাচল প্রদেশের এই সুন্দরী। নাচেও বিশেষ দখল রয়েছে তাঁর। ২০২০ সালে মিস মুম্বাই বিজয়ী হয়েছেন প্রতিভা। এরপর ধারাবাহিকে কাজের সুযোগ পান অভিনেত্রী। সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’তেও আছেন তিনি। সব মিলিয়ে প্রতিভার প্রতিভা যেন দশে দশ। রইল বাকি তার ফ্যাশন সেন্স। সেখানেও স্টাইলিশ প্রতিভা বেশ এগিয়ে। ইনস্টাগ্রাম থেকে তাঁর সেরা কিছু লুক রইল আজকের পাঠকদের জন্য।