
একসময় জিরো ফিগারের জন্য বিখ্যাত ছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে তাঁর এই ট্রেন্ড ভক্তদের মাঝে বডি ইমেজ নিয়ে নেতিবাচকতা তৈরি করছে আর নিজেকেও অস্বাস্থ্যকর জীবনযাপনের দিকে নিয়ে যাচ্ছে-এমন উপলব্ধি হয় তাঁর। তাই স্বাস্থ্যসম্মত ডায়েট, শরীরচর্চা আর পরিপূর্ণ লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিজেকে ভালো রাখার দিকে মনোযোগী হন কারিনা কাপুর খান। দুই সন্তান তৈমুর ও জেহ-এর মা হয়েও যে নিজকে সুপারফিট রাখা যায়, সে ব্যাপারে এক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। পুমার অফিশিয়াল মুখ কারিনা এখনও। এদিকে ফুটবল লিজেন্ড লিওনেল মেসির ভারত সফরে অনেক তারকা তাঁর সঙ্গে ছবি তুললেও নিজের ইন্সটাগ্রাম ভিডিওতে তিনি শুধু এই একজন বলিউড তারকাকেই রেখেছেন।
মেসির ইন্সটাগ্রাম স্টোরিতে ছেলেদের সঙ্গে কারিনা কাপুর খানকে দেখা যাচ্ছে।

.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)





.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)



