অভিনয়ে সাবলীল, স্টাইলেও অনন্য—তিনি জেনিফার উইঙ্গেট। ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে পথচলা শুরু। শিশুশিল্পী থেকে হয়ে উঠেছেন হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ। ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে করণ সিং গ্রোভার-এর সঙ্গে তাঁর রসায়ন যেমন দর্শকের হৃদয় কেড়েছিল, তেমনি বাস্তবেও গড়িয়েছিল এক প্রেমকাহিনি, যার পরিণতি হয়েছিল বিয়েতে। যদিও সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। বর্তমানে জেনিফার সিঙ্গেল , তবে কাজ আর ফ্যাশন, দুই নিয়েই তিনি রীতিমতো লাইমলাইটে। ওয়েব সিরিজ থেকে ধারাবাহিক—অভিনয়ের প্রতিটি ধাপে তাঁর উপস্থিতি অনবদ্য। আর ক্যামেরার সামনে হোক বা বাইরে, তাঁর আত্মবিশ্বাসী এবং সাহসী স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজরকাড়া। আজকের আয়োজনে রইল অভিনেত্রীর কিছু বোল্ড লুকের ঝলক নিয়ে ।