এক ডজন বোল্ড লুকে জেনিফার উইঙ্গেট
শেয়ার করুন
ফলো করুন

অভিনয়ে সাবলীল, স্টাইলেও অনন্য—তিনি জেনিফার উইঙ্গেট। ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে পথচলা শুরু। শিশুশিল্পী থেকে হয়ে উঠেছেন হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ। ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে করণ সিং গ্রোভার-এর সঙ্গে তাঁর রসায়ন যেমন দর্শকের হৃদয় কেড়েছিল, তেমনি বাস্তবেও গড়িয়েছিল এক প্রেমকাহিনি, যার পরিণতি হয়েছিল বিয়েতে। যদিও সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। বর্তমানে জেনিফার সিঙ্গেল , তবে কাজ আর ফ্যাশন, দুই নিয়েই তিনি রীতিমতো লাইমলাইটে। ওয়েব সিরিজ থেকে ধারাবাহিক—অভিনয়ের প্রতিটি ধাপে তাঁর উপস্থিতি অনবদ্য। আর ক্যামেরার সামনে হোক বা বাইরে, তাঁর আত্মবিশ্বাসী এবং সাহসী স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজরকাড়া। আজকের আয়োজনে রইল অভিনেত্রীর কিছু বোল্ড লুকের ঝলক নিয়ে ।

১/১২
ব্রাউন বডিকন গাউনে নজর কাড়ছেন অভিনেত্রী। স্ট্র্যাপলেস আর ব্যাকলেস এই গাউনের সঙ্গে কানে শোভা পাচ্ছে গোল্ডেন হুপ দুল
ব্রাউন বডিকন গাউনে নজর কাড়ছেন অভিনেত্রী। স্ট্র্যাপলেস আর ব্যাকলেস এই গাউনের সঙ্গে কানে শোভা পাচ্ছে গোল্ডেন হুপ দুল
বিজ্ঞাপন
২/১২
খুব সুন্দর একটা বেজ রঙের স্ট্রাকচারড জাম্পস্যুট পরেছেন এই লুকে তিনি। স্ট্র্যাপলেস নেকের সামনের অংশে ফ্লোরাল এক্সটেনশন। চুলগুলো সফট কার্ল করে ছাড়া
খুব সুন্দর একটা বেজ রঙের স্ট্রাকচারড জাম্পস্যুট পরেছেন এই লুকে তিনি। স্ট্র্যাপলেস নেকের সামনের অংশে ফ্লোরাল এক্সটেনশন। চুলগুলো সফট কার্ল করে ছাড়া
বিজ্ঞাপন
৩/১২
অভিনেত্রী পরেছেন ফ্লোর–ছোঁয়া গোলাপি গাউন। স্ট্র্যাপলেস আর সাইড স্লিট গাউনে প্রজাপতি নকশা বেশ নজড় কাড়ছে। জুটি হয়েছে স্ট্র্যাপি হিল
অভিনেত্রী পরেছেন ফ্লোর–ছোঁয়া গোলাপি গাউন। স্ট্র্যাপলেস আর সাইড স্লিট গাউনে প্রজাপতি নকশা বেশ নজড় কাড়ছে। জুটি হয়েছে স্ট্র্যাপি হিল
৪/১২
বেশ ক্যাজুয়াল মুডে আছেন এখানে তিনি। স্ট্রাইপ প্যাটার্নের টপ-শর্টসের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড সাদা ব্লেজার
বেশ ক্যাজুয়াল মুডে আছেন এখানে তিনি। স্ট্রাইপ প্যাটার্নের টপ-শর্টসের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড সাদা ব্লেজার
৫/১২
ব্রাউনিশ-বেজ মিনি ড্রেসে জেনিফার। ড্রেসের রুসড ডিটেইল আর আকর্ষণীয় নেকলাইন হট অ্যান্ড ক্লাসি আমেজ দিচ্ছে তাঁর লুকে
ব্রাউনিশ-বেজ মিনি ড্রেসে জেনিফার। ড্রেসের রুসড ডিটেইল আর আকর্ষণীয় নেকলাইন হট অ্যান্ড ক্লাসি আমেজ দিচ্ছে তাঁর লুকে
৬/১২
লাল ক্রপ টপ আর মিনি স্কার্টটি পুরোটাই সিকুইন–সজ্জিত। এর সঙ্গে সিলভার হিল বেছে নিয়েছেন অভিনেত্রী
লাল ক্রপ টপ আর মিনি স্কার্টটি পুরোটাই সিকুইন–সজ্জিত। এর সঙ্গে সিলভার হিল বেছে নিয়েছেন অভিনেত্রী
৭/১২
কাটআউট আর সাইড স্লিট হলোগ্রাফিক গাউনে স্টাইলিশ জেনিফার। ব্রাউন শেডের চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা
কাটআউট আর সাইড স্লিট হলোগ্রাফিক গাউনে স্টাইলিশ জেনিফার। ব্রাউন শেডের চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা
৮/১২
স্ট্র্যাপলেস গোলাপি ফেদার ড্রেসের সঙ্গে এই ছোট চুলের লুকে মিষ্টি লাগছে অভিনেত্রীকে
স্ট্র্যাপলেস গোলাপি ফেদার ড্রেসের সঙ্গে এই ছোট চুলের লুকে মিষ্টি লাগছে অভিনেত্রীকে
৯/১২
কালো পোশাকেও যেন দ্যুতি ছড়াচ্ছেন জেনিফার। ওয়ান শোল্ডার ক্রপ টপের সঙ্গে গলায় জড়িয়ে নিয়েছেন ওড়না। বটমে সোনালি সিকুইন বসানো স্কার্ট পরেছেন। চুড়ি, টিপ, কাজল আর নেইলপলিশেও কালো রং বেছে নিয়েছেন তিনি
কালো পোশাকেও যেন দ্যুতি ছড়াচ্ছেন জেনিফার। ওয়ান শোল্ডার ক্রপ টপের সঙ্গে গলায় জড়িয়ে নিয়েছেন ওড়না। বটমে সোনালি সিকুইন বসানো স্কার্ট পরেছেন। চুড়ি, টিপ, কাজল আর নেইলপলিশেও কালো রং বেছে নিয়েছেন তিনি
১০/১২
কফিরঙা বডিকন গাউন পরে পোজ দিয়েছেন অভিনেত্রী। লুকে বোল্ড আমেজ স্পষ্ট
কফিরঙা বডিকন গাউন পরে পোজ দিয়েছেন অভিনেত্রী। লুকে বোল্ড আমেজ স্পষ্ট
১১/১২
প্যাস্টেল শেডের আকর্ষণীয় লেহেঙ্গায় নজর কাড়ছেন স্টাইলিশ ডিভা। এথনিক লুকেও বাজিমাত করেন তিনি
প্যাস্টেল শেডের আকর্ষণীয় লেহেঙ্গায় নজর কাড়ছেন স্টাইলিশ ডিভা। এথনিক লুকেও বাজিমাত করেন তিনি
১২/১২
কাটআউট ডিজাইনের ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে শাড়িতে আবেদন ছড়াচ্ছেন তিনি
কাটআউট ডিজাইনের ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে শাড়িতে আবেদন ছড়াচ্ছেন তিনি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন