
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রতি বছরই অন্যান্য উৎসবের মতো বড়দিনে নিজের ক্রিসমাস ভাইবের লুক শেয়ার করেন ভকতদের সঙ্গে। ক্রিসমাস ট্রি-এর সঙ্গে এবার মেহজাবীনের বড়দিনের লুক যেন একটু বেশিই কিউট। তিনি নিজেই ক্রিসমাসের রাতে এ লুকের চোখজুড়ানো কিছু ছবি আপলোড করেছেন ইন্সটাগ্রামে। চলুন দেখে আসি মেহজাবীনকে কেমন লাগছে ক্রিসমাসের সাজপোশাকে।






ছবি: মেহজাবীনের ইন্সটাগ্রাম
পোশাক: সেলিব্রিটিজ চয়েস
ক্রিসমাস ট্রি: ক্রিসমাস ট্রি বিডি
ফটোগ্রাফি: জুটন অফিসিয়াল