ফিটনেস ফেরানো ১২ লুকে আকর্ষণ ছড়াচ্ছেন বুবলী
শেয়ার করুন
ফলো করুন

ঢালিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে শবনম বুবলী অনেকটাই অগ্রগণ্য। সৌন্দর্য আর অভিনয়শৈলী দিয়ে জয় করেছেন তিনি লাখো ভক্তের হৃদয়। ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপোড়েনে তাঁর ফ্যাশন চয়েস আর কাজ নিয়ে কথা যেন একটু কমই হচ্ছিল এতদিন। তবে ছেলে বীরের জন্মের পর এখন কিছুটা বড় হচ্ছে সে। আর অভিনেত্রী বুবলীও এই সময়ে অনেকটা ফিরিয়ে এনেছেন তাঁর ফিটনেস। আর ফিটনেস ফেরানো সব আকর্ষণীয় লুকে সামাজিক মাধ্যমে আর বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখা পাচ্ছি তাঁর। চলুন তবে বুবলীর এমন ১২টি আকর্ষণ ছড়ানো দেশি-বিদেশি লুক দেখে নিই।

১/১২
অফ দ্য শোল্ডার সাদা গাউনের সঙ্গে সবুজ পাথরের স্টেটমেন্ট নেকপিসে ডিজনি প্রিন্সেস ভাইব দিচ্ছেন বুবলী
অফ দ্য শোল্ডার সাদা গাউনের সঙ্গে সবুজ পাথরের স্টেটমেন্ট নেকপিসে ডিজনি প্রিন্সেস ভাইব দিচ্ছেন বুবলী
বিজ্ঞাপন
২/১২
টপের অংশে ফুলেল এমব্রয়ডারি করা পুরো দৈর্ঘ্যের বুনো সবুজ জর্জেট ড্রেসে অপ্রতিসম হেমলাইনের লেয়ার আছে
টপের অংশে ফুলেল এমব্রয়ডারি করা পুরো দৈর্ঘ্যের বুনো সবুজ জর্জেট ড্রেসে অপ্রতিসম হেমলাইনের লেয়ার আছে
বিজ্ঞাপন
৩/১২
রেট্রো স্টাইলের লাল ফ্রকের ওপরের অংশে সাদা ডিজাইন। সঙ্গে কোন শেপের সোনালি পাম্পস আর স্কিন রঙা স্টকিংস পরেছেন বুবলী। লাল লিপকালারও নজর কাড়ছে
রেট্রো স্টাইলের লাল ফ্রকের ওপরের অংশে সাদা ডিজাইন। সঙ্গে কোন শেপের সোনালি পাম্পস আর স্কিন রঙা স্টকিংস পরেছেন বুবলী। লাল লিপকালারও নজর কাড়ছে
৪/১২
ওয়াইন-পার্পল রঙের দারুণ ফিটিংয়ের সালওয়ার কামিজে বুবলীর সুন্দর ফিগার ফুটে উঠেছে এখানে। কামিজে নিখুঁত ফুলেল কারুকাজ।
ওয়াইন-পার্পল রঙের দারুণ ফিটিংয়ের সালওয়ার কামিজে বুবলীর সুন্দর ফিগার ফুটে উঠেছে এখানে। কামিজে নিখুঁত ফুলেল কারুকাজ।
৫/১২
সাদা পাথরের চোকারের সঙ্গে এখানে এই সুন্দরী অভিনেত্রী পরেছেন অক্সিডাইজড টোনের রূপালি কারুকাজ করা অফ হোয়াইট বল গাউন। ভি নেক গাউনে উইংড স্লিভস আর আলাদা করে ঘের দেওয়া।
সাদা পাথরের চোকারের সঙ্গে এখানে এই সুন্দরী অভিনেত্রী পরেছেন অক্সিডাইজড টোনের রূপালি কারুকাজ করা অফ হোয়াইট বল গাউন। ভি নেক গাউনে উইংড স্লিভস আর আলাদা করে ঘের দেওয়া।
৬/১২
রাফল স্টাইলে অ্যাসিমেট্রিক প্যাটার্নের ঘের দেওয়া উজ্জ্বল হলুদ এথনিক ওয়্যারের ওপরের অংশে জমকালো সোনালি কাজ করা। ম্যাচিং শর্ট জ্যাকেটের বুদ্ধিদীপ্ত লেয়ারিং আছে এই আউটফিটে।
রাফল স্টাইলে অ্যাসিমেট্রিক প্যাটার্নের ঘের দেওয়া উজ্জ্বল হলুদ এথনিক ওয়্যারের ওপরের অংশে জমকালো সোনালি কাজ করা। ম্যাচিং শর্ট জ্যাকেটের বুদ্ধিদীপ্ত লেয়ারিং আছে এই আউটফিটে।
৭/১২
এখানে সাদা ম্যাচিং ডাস্টারের সঙ্গে রূপালি ডোরা দেওয়া কোর্ড টপ-প্যান্ট সেট পরেছেন বুবলী
এখানে সাদা ম্যাচিং ডাস্টারের সঙ্গে রূপালি ডোরা দেওয়া কোর্ড টপ-প্যান্ট সেট পরেছেন বুবলী
৮/১২
বুবলীর হালকা লাতে রঙা স্যাটিন বটমের মারমেইড গাউনের ওপরের বডিকন অংশে শিয়ার ফেব্রিকে ব্রঞ্জ এমব্রয়ডারি করা
বুবলীর হালকা লাতে রঙা স্যাটিন বটমের মারমেইড গাউনের ওপরের বডিকন অংশে শিয়ার ফেব্রিকে ব্রঞ্জ এমব্রয়ডারি করা
৯/১২
বেইজ প্রিন্টের বটল গ্রিন ম্যাক্সি ড্রেসে মানিয়েছে খুব বুবলীকে
বেইজ প্রিন্টের বটল গ্রিন ম্যাক্সি ড্রেসে মানিয়েছে খুব বুবলীকে
১০/১২
স্লিভলেস বুনো সবুজ কো অর্ড সেটে লেয়ারিং করা হয়েছে ম্যাচিং স্লিভলেস শ্রাগ দিয়ে। টপ আর শ্রাগের পকেটের অংশে জমকালো এমব্রয়ডারি করা
স্লিভলেস বুনো সবুজ কো অর্ড সেটে লেয়ারিং করা হয়েছে ম্যাচিং স্লিভলেস শ্রাগ দিয়ে। টপ আর শ্রাগের পকেটের অংশে জমকালো এমব্রয়ডারি করা
১১/১২
হাই ওয়েস্ট ম্যাচিং প্যান্ট আর সিঙ্গেল ল্যাপেল জ্যাকেটের অসঙ্গে ভি নেক লাল টপে অত্যন্ত ফিট ও স্মার্ট লাগছেন বুবলী। নজর কাড়ছে সোনালি হিলস
হাই ওয়েস্ট ম্যাচিং প্যান্ট আর সিঙ্গেল ল্যাপেল জ্যাকেটের অসঙ্গে ভি নেক লাল টপে অত্যন্ত ফিট ও স্মার্ট লাগছেন বুবলী। নজর কাড়ছে সোনালি হিলস
১২/১২
সব মিলিয়ে বেশ ঝরঝরে আর ফুরফুরে লাগছে এই অভিনেত্রীকে বছরের শুরু থেকেই। এখানে সাগরপাড়ে পরেছেন তিনি চোখ জুড়ানো প্রিন্টের পাউডার ব্লু ম্যাক্সি ড্রেস।
সব মিলিয়ে বেশ ঝরঝরে আর ফুরফুরে লাগছে এই অভিনেত্রীকে বছরের শুরু থেকেই। এখানে সাগরপাড়ে পরেছেন তিনি চোখ জুড়ানো প্রিন্টের পাউডার ব্লু ম্যাক্সি ড্রেস।

ছবি: শবনম বুবলীর ফেসবুক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩: ৩৯
বিজ্ঞাপন