ঢালিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে শবনম বুবলী অনেকটাই অগ্রগণ্য। সৌন্দর্য আর অভিনয়শৈলী দিয়ে জয় করেছেন তিনি লাখো ভক্তের হৃদয়। ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপোড়েনে তাঁর ফ্যাশন চয়েস আর কাজ নিয়ে কথা যেন একটু কমই হচ্ছিল এতদিন। তবে ছেলে বীরের জন্মের পর এখন কিছুটা বড় হচ্ছে সে। আর অভিনেত্রী বুবলীও এই সময়ে অনেকটা ফিরিয়ে এনেছেন তাঁর ফিটনেস। আর ফিটনেস ফেরানো সব আকর্ষণীয় লুকে সামাজিক মাধ্যমে আর বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখা পাচ্ছি তাঁর। চলুন তবে বুবলীর এমন ১২টি আকর্ষণ ছড়ানো দেশি-বিদেশি লুক দেখে নিই।
ছবি: শবনম বুবলীর ফেসবুক