ওয়েস্টার্ন লুকে স্পর্শিয়া
শেয়ার করুন
ফলো করুন

অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপনজগতের পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রেও পরিচিত মুখ। ফ্রেশ লুক আর ভিন্নধর্মী সৌন্দর্যের জন্য তিনি আলাদা করে নজর কাড়েন ভক্তদের। সিনেমা কিংবা নাটকে একঘেয়ে প্রথাগত সৌন্দর্যের ছক ভেঙে স্পর্শিয়া হাজির হন নতুনত্ব নিয়ে। তাই তাঁর প্রতিটি লুকই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা দুটি ওয়েস্টার্ন লুকও তাই ভক্তদের নজর কাড়ছে বেশ ভালোভাবেই।
বিচ লুকে

নীল এলিগ্যান্স

১/৭
নীল ফিটেড টপে আবেদন কাড়ছেন অভিনেত্রী। অ্যাসিমেট্রিক কাট, রুশড ডিটেল আর স্লিম-ফিট ডিজাইনের এই টপ তাঁর ফ্রেশ লুককে করেছে আরও আকর্ষণীয়।
নীল ফিটেড টপে আবেদন কাড়ছেন অভিনেত্রী। অ্যাসিমেট্রিক কাট, রুশড ডিটেল আর স্লিম-ফিট ডিজাইনের এই টপ তাঁর ফ্রেশ লুককে করেছে আরও আকর্ষণীয়।
২/৭
জুটি হয়েছে হাইওয়েস্ট ডেনিম স্কার্ট—যা একদিকে ক্যাজুয়াল, অন্যদিকে ট্রেন্ডি ভাইবও যোগ করেছে লুকে।
জুটি হয়েছে হাইওয়েস্ট ডেনিম স্কার্ট—যা একদিকে ক্যাজুয়াল, অন্যদিকে ট্রেন্ডি ভাইবও যোগ করেছে লুকে।
৩/৭
ন্যুড মেকআপ, মাঝ সিঁথি করা ওয়েভি হেয়ারস্টাইল, চোখে রাউন্ড সানগ্লাস আর মিনিমাল জুয়েলারিতে স্টাইল করেছেন তিনি
ন্যুড মেকআপ, মাঝ সিঁথি করা ওয়েভি হেয়ারস্টাইল, চোখে রাউন্ড সানগ্লাস আর মিনিমাল জুয়েলারিতে স্টাইল করেছেন তিনি
৪/৭
ইনস্টাগ্রামে শেয়ার করা এই ওয়েস্টার্ন লুকটি ভক্তদের নজর কেড়েছে বেশ।
ইনস্টাগ্রামে শেয়ার করা এই ওয়েস্টার্ন লুকটি ভক্তদের নজর কেড়েছে বেশ।
বিজ্ঞাপন

বিচ লুকে

৫/৭
সমুদ্রপাড়ের প্রাকৃতিক আবহে স্পর্শিয়া বেছে নিয়েছেন কমলা, হলুদ আর সাদার মিশেলের একটি স্লিভলেস ড্রেস।
সমুদ্রপাড়ের প্রাকৃতিক আবহে স্পর্শিয়া বেছে নিয়েছেন কমলা, হলুদ আর সাদার মিশেলের একটি স্লিভলেস ড্রেস।
৬/৭
তাঁর আউটফিটে ফুটে উঠেছে সানসেট বা সূর্যাস্ত রঙের আমেজ।
তাঁর আউটফিটে ফুটে উঠেছে সানসেট বা সূর্যাস্ত রঙের আমেজ।
৭/৭
ন্যাচারাল লুকেই বেশি থাকতে পছন্দ করেন অভিনেত্রী। শুধু কানে পরেছেন মিনিমাল দুল।
ন্যাচারাল লুকেই বেশি থাকতে পছন্দ করেন অভিনেত্রী। শুধু কানে পরেছেন মিনিমাল দুল।
বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন