অর্চিতা স্পর্শিয়া বিজ্ঞাপনজগতের পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রেও পরিচিত মুখ। ফ্রেশ লুক আর ভিন্নধর্মী সৌন্দর্যের জন্য তিনি আলাদা করে নজর কাড়েন ভক্তদের। সিনেমা কিংবা নাটকে একঘেয়ে প্রথাগত সৌন্দর্যের ছক ভেঙে স্পর্শিয়া হাজির হন নতুনত্ব নিয়ে। তাই তাঁর প্রতিটি লুকই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা দুটি ওয়েস্টার্ন লুকও তাই ভক্তদের নজর কাড়ছে বেশ ভালোভাবেই।
বিচ লুকে