অভিনেত্রী সুনেরাহ কামালের সৌন্দর্য একেবারেই অন্যরকম। দীর্ঘাঙ্গী সুনেরাহকে মানিয়ে যায় সবরকম পোশাকে। বিশেষ করে ওয়েস্টার্নে এই সুন্দরী অভিনেত্রীর জুড়ি নেই। এবার সি বিচে রিফ্রেশিং সামার লুকে তিনি চোখ জুড়িয়েছেন ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে।
ছবি: সুনেরাহর ইন্সটাগ্রাম