প্রকৃতিতে এখন এই রোদ, এই বৃষ্টির খেলা চললেও ঋতু কিন্তু শরৎ। আকাশে শিমুল তুলার মতো আনন্দে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের খেয়া। পরীমনির মনেও ঋতুর পরশ লেগেছে। এ আমেজকে ধরে রাখতে নায়িকা সেজে উঠেছেন শরতের নীল-সাদা সাজে।
১/৫
চোখজুড়ানো সাজপোশাকে শরৎকে বরণ করে নিয়েছেন পরীমনি। ফেসবুকে শেয়ার করা ছবিগুলো যেন সে কথাই বলছে।
বিজ্ঞাপন
২/৫
এই সময় নীল আকাশে শিমুল তুলার মতো আনন্দে ভাসতে থাকে সাদা মেঘের খেয়া। পরীর পুরো সাজেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে, যেন উপন্যাসের কোনো চরিত্র তিনি।
বিজ্ঞাপন
৩/৫
তাঁর স্নিগ্ধ সাজে লুকিয়ে আছে মোহময়ী আমেজ। সাদা-নীল শাড়ির জমিনে হাতে আঁকা মেঘ খেলা করছে, ব্লাউজেও তা–ই ফুটিয়ে তোলা হয়েছে।
৪/৫
শাড়ির সঙ্গে খুব সুন্দর করে সেজেছেন তিনি। কপালে নীল টিপ আর চোখে কাজল। কানে পরেছেন অক্সিডাইসের ঝুমকা, দুই হাতে সিলভার-গোল্ডেন চুরি আর প্রজাপতি আংটি। বিশেষ আকর্ষণ কাড়ছে ছেঁড়ে রাখা কোমর বেয়ে নেমে আসা চুল।
৫/৫
আসলে শরৎ বলতেই আমরা বুঝি নীল-সাদার খেলা আর অবিরাম সিগ্ধতা। আর বাঙালি বরাবরই উৎসবপ্রিয় জাতি। ছয়টি ঋতুর সব কটিই আমরা বরণ করতে ভালোবাসি। পরীমনিও তাই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।