সাদা-নীল শাড়িতে শরতের স্নিগ্ধ আমেজে পরীমনি
শেয়ার করুন
ফলো করুন

প্রকৃতিতে এখন এই রোদ, এই বৃষ্টির খেলা চললেও ঋতু কিন্তু শরৎ। আকাশে শিমুল তুলার মতো আনন্দে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের খেয়া। পরীমনির মনেও ঋতুর পরশ লেগেছে। এ আমেজকে ধরে রাখতে নায়িকা সেজে উঠেছেন শরতের নীল-সাদা সাজে।

১/৫
চোখজুড়ানো সাজপোশাকে শরৎকে বরণ করে নিয়েছেন পরীমনি। ফেসবুকে শেয়ার করা ছবিগুলো যেন সে কথাই বলছে।
চোখজুড়ানো সাজপোশাকে শরৎকে বরণ করে নিয়েছেন পরীমনি। ফেসবুকে শেয়ার করা ছবিগুলো যেন সে কথাই বলছে।
বিজ্ঞাপন
২/৫
এই সময় নীল আকাশে শিমুল তুলার মতো আনন্দে ভাসতে থাকে সাদা মেঘের খেয়া। পরীর পুরো সাজেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে, যেন উপন্যাসের কোনো চরিত্র তিনি।
এই সময় নীল আকাশে শিমুল তুলার মতো আনন্দে ভাসতে থাকে সাদা মেঘের খেয়া। পরীর পুরো সাজেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে, যেন উপন্যাসের কোনো চরিত্র তিনি।
বিজ্ঞাপন
৩/৫
তাঁর স্নিগ্ধ সাজে লুকিয়ে আছে মোহময়ী আমেজ। সাদা-নীল শাড়ির জমিনে হাতে আঁকা মেঘ খেলা করছে, ব্লাউজেও তা–ই ফুটিয়ে তোলা হয়েছে।
তাঁর স্নিগ্ধ সাজে লুকিয়ে আছে মোহময়ী আমেজ। সাদা-নীল শাড়ির জমিনে হাতে আঁকা মেঘ খেলা করছে, ব্লাউজেও তা–ই ফুটিয়ে তোলা হয়েছে।
৪/৫
শাড়ির সঙ্গে খুব সুন্দর করে সেজেছেন তিনি। কপালে নীল টিপ আর চোখে কাজল। কানে পরেছেন অক্সিডাইসের ঝুমকা, দুই হাতে সিলভার-গোল্ডেন চুরি আর প্রজাপতি আংটি। বিশেষ আকর্ষণ কাড়ছে ছেঁড়ে রাখা কোমর বেয়ে নেমে আসা চুল।
শাড়ির সঙ্গে খুব সুন্দর করে সেজেছেন তিনি। কপালে নীল টিপ আর চোখে কাজল। কানে পরেছেন অক্সিডাইসের ঝুমকা, দুই হাতে সিলভার-গোল্ডেন চুরি আর প্রজাপতি আংটি। বিশেষ আকর্ষণ কাড়ছে ছেঁড়ে রাখা কোমর বেয়ে নেমে আসা চুল।
৫/৫
আসলে শরৎ বলতেই আমরা বুঝি নীল-সাদার খেলা আর অবিরাম সিগ্ধতা। আর বাঙালি বরাবরই উৎসবপ্রিয় জাতি। ছয়টি ঋতুর সব কটিই আমরা বরণ করতে ভালোবাসি। পরীমনিও তাই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
আসলে শরৎ বলতেই আমরা বুঝি নীল-সাদার খেলা আর অবিরাম সিগ্ধতা। আর বাঙালি বরাবরই উৎসবপ্রিয় জাতি। ছয়টি ঋতুর সব কটিই আমরা বরণ করতে ভালোবাসি। পরীমনিও তাই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১: ০৩
বিজ্ঞাপন