দক্ষিণের দিব্যাভারতী বলা হচ্ছে তাঁকে। বলিউডের অকালপ্রয়াত জনপ্রিয় অভিনেত্রী দিব্যাভারতীর নামে নাম বলে এমনিতেই মনোযোগ আকর্ষণ করেন এই তামিল সুন্দরী। অভিনয় করেন তামিল আর তেলেগু সিনেমাতে। তবে বড় সাফল্য পেয়েছেন ২০২১ সালে তামিল ছবি 'ব্যাচেলর'-এ সুব্বুলাক্সমী চরিত্রে অভিনয় করে। এরপরেই তিনি সকলের নজরে আসেন। 'মহারাজা' আর 'গোট'- এর মতো আলোচিত সিনেমায় ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে সম্প্রতি। মডেলিংও করেন দিব্যা। টিপিক্যাল দক্ষিণী ঘরানার আকর্ষণীয় ফিগারের অধিকারী দিব্যাকে ন্যাচারাল লুকেই বেশি দেখা যায়। এক ঢাল কালো চুল আর মিষ্টি হাসিতে তিনি মন কেড়ে নিচ্ছেন সবারই। আর তাই এখন সবার নজর এই দক্ষিণের দিব্যাভারতীর দিকে। চলুন তবে এই তামিল অভিনেত্রীর কিছু আকর্ষণীয় লুক দেখে নিই।
ছবি: দিব্যাভারতীর ইন্সটাগ্রাম