বলিউডে চড়াই উৎরাই চলতেই থাকে তারকাদের জীবনে। এ কথা সত্য হয়েছে এক সময়ের সাড়া জাগানো সব হিট সিনেমার নায়িকা রিমি সেনের বেলায়। শুভমিত্রা সেন তাঁর আসল নাম। শো বিজে এসে ডাকনাম রিমিই তাঁর পরিচয় হয়ে যাত। সেই মিলেনিয়ামের শুরুতে মহানায়ক আমির খানের সঙ্গে কোকের বিজ্ঞাপন করে সকলের নজরে আসেন তিনি। এরপর দক্ষিণ হয়ে বলিউডে পা রাখেন। ধুম টু, গোলমাল আর ফির হেরা ফেরির মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি হয়ে উঠেছিলেন আবেদনময়তার প্রতীক। এরপর যেন আস্তে আস্তে কালের আবর্তে হারিয়ে গেলেন তিনি। বহুদিন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তাঁকে সেভাবে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা লুকে আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে কাম ব্যাক করার জানান দিচ্ছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। তবে ভক্তরা অনেকেই বলছেন রিমিকে যেন চেনাই যাচ্ছে না। অনেকে বলছেন, কসমেটিক সার্জারির কারণেই বদলে গিয়েছেন রিমি। অবশ্য ফিটনেস ধরে রাখার জন্য তাঁর কঠিন ওয়ার্ক আউট রুটিনের প্রশংসা করতেই হয়।
ছবি: রিমি সেনের ইন্সটাগ্রাম