চেনাই যাচ্ছে না নতুন করে আকর্ষণ ছড়ানো দুই দশক আগের এই হিট নায়িকাকে
শেয়ার করুন
ফলো করুন

বলিউডে চড়াই উৎরাই চলতেই থাকে তারকাদের জীবনে। এ কথা সত্য হয়েছে এক সময়ের সাড়া জাগানো সব হিট সিনেমার নায়িকা রিমি সেনের বেলায়। শুভমিত্রা সেন তাঁর আসল নাম। শো বিজে এসে ডাকনাম রিমিই তাঁর পরিচয় হয়ে যাত। সেই মিলেনিয়ামের শুরুতে মহানায়ক আমির খানের সঙ্গে কোকের বিজ্ঞাপন করে সকলের নজরে আসেন তিনি। এরপর দক্ষিণ হয়ে বলিউডে পা রাখেন। ধুম টু, গোলমাল আর ফির হেরা ফেরির মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি হয়ে উঠেছিলেন আবেদনময়তার প্রতীক। এরপর যেন আস্তে আস্তে কালের আবর্তে হারিয়ে গেলেন তিনি। বহুদিন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তাঁকে সেভাবে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা লুকে আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে কাম ব্যাক করার জানান দিচ্ছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। তবে ভক্তরা অনেকেই বলছেন রিমিকে যেন চেনাই যাচ্ছে না। অনেকে বলছেন, কসমেটিক সার্জারির কারণেই বদলে গিয়েছেন রিমি। অবশ্য ফিটনেস ধরে রাখার জন্য তাঁর কঠিন ওয়ার্ক আউট রুটিনের প্রশংসা করতেই হয়।

১/১০
পর্দা উপস্থিতি না থাকলেও নিজের ফিটনেস বেশ ভালোভাবে ধরে রেখেছেন রিমি সেন
পর্দা উপস্থিতি না থাকলেও নিজের ফিটনেস বেশ ভালোভাবে ধরে রেখেছেন রিমি সেন
বিজ্ঞাপন
২/১০
এক সময় আবেদনময়তার প্রতীক বলা হতো বলিউডের বং বিউটি রিমি সেনকে। একাহ্নে পরেছেন তিনি লো রাইজ জিনস আর সাদা ক্রপ টপ।
এক সময় আবেদনময়তার প্রতীক বলা হতো বলিউডের বং বিউটি রিমি সেনকে। একাহ্নে পরেছেন তিনি লো রাইজ জিনস আর সাদা ক্রপ টপ।
বিজ্ঞাপন
৩/১০
অফ দ্য শোল্ডার হলুদ ড্রেসে দেখা যাচ্ছে রিমি এখনও সমান সুন্দর
অফ দ্য শোল্ডার হলুদ ড্রেসে দেখা যাচ্ছে রিমি এখনও সমান সুন্দর
৪/১০
ফো লেদার আউটফিটে আবেদন ছড়াচ্ছেন এই নায়িকা
ফো লেদার আউটফিটে আবেদন ছড়াচ্ছেন এই নায়িকা
৫/১০
থাই স্লিটেড লাল ড্রেসের সঙ্গে পরপাটি বব হেয়ারস্টাইল নজর কাড়ছে
থাই স্লিটেড লাল ড্রেসের সঙ্গে পরপাটি বব হেয়ারস্টাইল নজর কাড়ছে
৬/১০
বাঙালি হলেও শাড়ির সাজে খুব বেশি দেখিনা রিমিকে আমরা। এখানে পরেছেন ঘটিহাতা হলুদ ব্লাউজের সঙ্গে কন্ট্রাস্ট লাল তাঁতের শাড়ি
বাঙালি হলেও শাড়ির সাজে খুব বেশি দেখিনা রিমিকে আমরা। এখানে পরেছেন ঘটিহাতা হলুদ ব্লাউজের সঙ্গে কন্ট্রাস্ট লাল তাঁতের শাড়ি
৭/১০
সিকুইনের ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
সিকুইনের ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
৮/১০
গুঞ্জন চলছে, রিমি চেহারায় কসমেটিক কিছু সার্জারি করিয়েছেন। আসলেই আগের চেয়ে বেশ লাআদা লাগে দেখতে রিমিকে এখন
গুঞ্জন চলছে, রিমি চেহারায় কসমেটিক কিছু সার্জারি করিয়েছেন। আসলেই আগের চেয়ে বেশ লাআদা লাগে দেখতে রিমিকে এখন
৯/১০
হলুদ ব্যাকলেস ড্রেসে সেজেগুজে নিজের প্রিয় জায়গা জিমে গিয়ে ছবি তুলেছেন রিমি। সঙ্গে আছে নজরকাড়া হিলস
হলুদ ব্যাকলেস ড্রেসে সেজেগুজে নিজের প্রিয় জায়গা জিমে গিয়ে ছবি তুলেছেন রিমি। সঙ্গে আছে নজরকাড়া হিলস
১০/১০
জিনস আর টপে আবেদনময় লুকে রিমি জানান দিচ্ছেন, তিনি কামব্যাক করতে পুরোপুরি প্রস্তুত।
জিনস আর টপে আবেদনময় লুকে রিমি জানান দিচ্ছেন, তিনি কামব্যাক করতে পুরোপুরি প্রস্তুত।

ছবি: রিমি সেনের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৩: ২৭
বিজ্ঞাপন