সম্প্রতি পুরুষদের আন্তর্জাতিক লাইফস্টাইল ম্যাগাজিন জিকিউয়ের ব্রিটিশ সংস্করণের মার্চ সংখ্যায় প্রচ্ছদমুখ হয়েছেন আইরিশ অভিনেতা কিলিয়ান মারফি। প্রচ্ছদ ও প্রধান প্রতিবেদনে প্রকাশিত তাঁর স্টাইলিশ ছবি প্রকাশের পর রীতিমতো সাড়া পড়ে গেছে হলিউড ও ফ্যাশন অঙ্গনে।
বর্তমান সময়ের আলোচিত অভিনেতাদের মধ্যে অন্যতম কিলিয়ান মারফি। বিখ্যাত চিত্রপরিচালক ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ওপেনহাইমার’–এ তাত্ত্বিক পদার্থবিদ এবং অ্যাটম বোমার জনকখ্যাত জুলিয়াস রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই তারকা। ঝুলিতে তুলেছেন বাফটা ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার। অস্কারের দৌড়েও এগিয়ে আছেন তিনি। সেই কিলিয়ান মারফিকে পুরুষদের আন্তর্জাতিক লাইফস্টাইল ম্যাগাজিন জিকিউয়ের ব্রিটিশ সংস্করণের মার্চ সংখ্যায় প্রচ্ছদমুখ হিসেবে নির্বাচিত করা হয়েছে। সেখানে তাঁকে দেখা গেছে একদম নতুন রূপে। তাঁর এই ভিন্নধর্মী লুক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
কিলিয়ান মারফিকে কখনোই স্টাইলিশ তারকা বা ফ্যাশন আইকন হিসেবে বিবেচনা করা যাবে না। অবশ্য ব্রিটিশ ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার’–এ তাঁর অভিনীত থমাস শেলবি চরিত্র অনেক তরুণের স্বপ্নের স্টাইল আইকন। কিন্তু বাস্তব জীবনে কিলিয়ান মারফির পোশাক–আশাক নিয়ে তেমন কোনো মাথাব্যথা নেই। তাঁর স্টাইলকে তিনটি শব্দে সংজ্ঞায়িত করা যায়। ডার্ক, মুডি ও মিনিমাল। কিলিয়ান মারফিকে সামনে পেয়ে জিকিউ টিম বেশ ভালোই নিরীক্ষা করেছে। তাঁর আদলভাঙা নতুন রূপ এখন গোটা হলিউড ও ফ্যাশন অঙ্গনে টক অব দ্য টাউন।
কভার ফটোতে কিলিয়ান মারফিকে দেখা গেছে ভারসাচের কালো প্যান্ট ও গাঢ় আকাশ–নীল সাটিন শার্টে। এর নিচে পরেছেন কেলভিন ক্লাইনের ট্যাংক টপ। কোমরে ছিল কিনকেড আর্কাইভ মালিবুর বড় অ্যান্টিক বাকলের চামড়ার বেল্ট। গলার চিকন চেনের নেকলেস ও হাতের আংটি এসেছে কিলিয়ান মারফির ওয়ার্ডরোব থেকে।
আরেক ছবিতে তিনি পরেছেন কিনকেড আর্কাইভ মালিবুর সি গ্রিন ভিনটেজ টি–শার্ট, আলেক্সান্দার ম্যাককুইনের হলুদ প্যান্ট ও সুইস লাক্সারি ব্র্যান্ড ব্যালির বাদামি লোফার। অন্য একটি ছবিতে তাঁকে দেখা গেছে টম ফোর্ডের ম্যাজেন্টা টার্টলনেক সোয়েটার, সাঁ লরাঁ বাই অ্যান্থনি ভাকারেলোর প্যান্ট ও মিকিমোতোর বিডের নেকলেস। স্টাইলিস্ট জর্জ কর্টিনা সাজানোর ব্যাপারে এতটাই সিরিয়াস ছিলেন যে এই লুকটাকে পারফেক্ট করতে নিজের স্কার্ফ পর্যন্ত খুলে দিয়েছেন কিলিয়ান মারফিকে।
জিকিউ ম্যাগাজিনের মার্চ সংখ্যাটি বাজারে আসার আগে ডিজিটাল সংস্করণ এসেছে তাদের ওয়েবসাইটে। সেখানে কিলিয়ান মারফি ইজ দ্য ম্যান অব মোমেন্ট শিরোনামের প্রতিবেদনে তাঁর জীবনের অনেক অজানা ও মজার দিক উঠে এসেছে।
অনেকের ধারণা, কিলিয়ান মারফির মধ্যে একধরনের অন্তর্মুখিতা আছে। সহজে তাঁর ইন্টারভিউ নেওয়া যায় না। কিন্তু তিনি জানান যে সাক্ষাৎকার দিতে তিনি বেশ মজা পান। এই প্রতিবেদনে আরও জানা যায় ক্রিস্টোফার নোলান সম্পর্কে।
কিলিয়ান জানান যে ‘ওপেনহাইমার’–এর স্ক্রিপ্ট ক্রিস্টোফার নোলানের মা নাকি নিজে এসে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিলেন তাঁকে। এটা শুধু এই সিনেমার জন্যই নয়, নোলান নাকি সব সময় তাঁর সিনেমার স্ক্রিপ্ট পরিবারের সদস্যদের দিয়ে অভিনয়শিল্পীদের বাড়িতে পাঠান। এটি একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। কিলিয়ান মারফি বলেন, এই ঐতিহ্য আমার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে গেছে। এমন আরও মজার তথ্য ও কিলিয়ান মারফির ডেভিড বোওয়ি টাইপের স্টাইলিশ ছবি দেখতে চাইলে জিকিউয়ের ব্রিটিশ সংস্করণের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন।
ছবি: ইন্সটাগ্রাম