রেট্রো গ্ল্যামারে চোখ ধাঁধালেন মিম
শেয়ার করুন
ফলো করুন

লাস্যময়ী রূপ, দুর্দান্ত অভিনয়দক্ষতা ও অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য সুপরিচিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রায়ই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন স্টাইলিশ লুকের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি লুক যেন সবকিছু ছাপিয়ে গেছে। ‘লেডি ইন রেড’ রূপে নজর কাড়লেন তিনি, যেন চোখ সরানোই কঠিন! রইল সেই চমকজাগানো রেট্রো লুকের বিস্তারিত...

১/৭
ক্রিমসন রেড রঙের আকর্ষণীয় আউটফিটে মিম হার্টবিট বাড়াচ্ছেন নিঃসন্দেহে
ক্রিমসন রেড রঙের আকর্ষণীয় আউটফিটে মিম হার্টবিট বাড়াচ্ছেন নিঃসন্দেহে
বিজ্ঞাপন
২/৭
অভিনেত্রীর পরনে সাটিনের ব্লেজার। মাথায় শোভা পাচ্ছে একই রঙের বড় ম্যাচিং হ্যাট
অভিনেত্রীর পরনে সাটিনের ব্লেজার। মাথায় শোভা পাচ্ছে একই রঙের বড় ম্যাচিং হ্যাট
বিজ্ঞাপন
৩/৭
কানে পরতে সুন্দরী বেছে নিয়েছেন হার্ট শেপড গোল্ডেন স্টাড ইয়ার রিংস।
কানে পরতে সুন্দরী বেছে নিয়েছেন হার্ট শেপড গোল্ডেন স্টাড ইয়ার রিংস।
৪/৭
আউটফিটের রঙের সঙ্গে গোল্ডেন অ্যাকসেসরিজ বেশ মানানসই। হাতে নজর কাড়ছে নানা ডিজাইনের আংটি আর মিনিমাল ব্রেসলেট।
আউটফিটের রঙের সঙ্গে গোল্ডেন অ্যাকসেসরিজ বেশ মানানসই। হাতে নজর কাড়ছে নানা ডিজাইনের আংটি আর মিনিমাল ব্রেসলেট।
৫/৭
ব্লেজার ও হ্যাটের সঙ্গে মিলিয়ে ডিপ রেড লিপস্টিকে সেজেছেন তিনি। সেই সঙ্গে সুসজ্জিত ভ্রু যুগল, ভলিউমাইজড চোখের পাপড়ি আর আইলাইনার দেওয়া চোখের সাজও বেশ নজর কাড়ছে।
ব্লেজার ও হ্যাটের সঙ্গে মিলিয়ে ডিপ রেড লিপস্টিকে সেজেছেন তিনি। সেই সঙ্গে সুসজ্জিত ভ্রু যুগল, ভলিউমাইজড চোখের পাপড়ি আর আইলাইনার দেওয়া চোখের সাজও বেশ নজর কাড়ছে।
৬/৭
হানি বন্ড চুলগুলো সফট কার্ল করে স্টাইল করা হয়েছে। ছোট চুলে অন্য রকম লাগছে অভিনেত্রীকে।
হানি বন্ড চুলগুলো সফট কার্ল করে স্টাইল করা হয়েছে। ছোট চুলে অন্য রকম লাগছে অভিনেত্রীকে।
৭/৭
‘লেডি ইন রেড’ মিমের এই লুক থেকে যেন চোখ সরানোই দায়। মনে হচ্ছে, পুরোনো হলিউড সিনেমার কোনো চরিত্র।
‘লেডি ইন রেড’ মিমের এই লুক থেকে যেন চোখ সরানোই দায়। মনে হচ্ছে, পুরোনো হলিউড সিনেমার কোনো চরিত্র।
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৩: ২৩
বিজ্ঞাপন