বিভিন্ন সময়ে নাটক, টিভি সিরিজ বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ঝলক দেখা যায় এই অভিনেত্রীর। 'মোবারকনামা' সিরিজ বা 'দামাল' সিনেমায় দেখেছি আমরা এই সুন্দরী অভিনেত্রীকে। অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটক, সিরিজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টেলিফিল্ম আর ওয়েব নাটকে। সামিয়া অথৈ দর্শকদের কাছে বেশ পরিচিত এক মুখ। মায়াকাড়া মুখশ্রী আর আকর্ষণীয় ফিগারের জন্য সব লুকেই নজর কাড়েন তিনি। তবে শাড়ির সাজে একটু বেশিই মনমাতানো সুন্দর লাগে অথৈকে। তাঁকে দেখাও যায় প্রায়ই বৈচিত্র্যময় সব শাড়ির লুকে। চলুন তবে ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি এই সুন্দরী অভিনেত্রীর কিছু আবেদনময় শাড়ির সাজ।
ছবি: সামিয়া অথৈয়ের ইন্সটাগ্রাম