জেফার যেভাবে বদলে গেলেন
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার রহমান সময়ের সঙ্গে সবসময় নিজের স্টাইলে এনেছেন নজরকাড়া পরিবর্তন। নানা রূপে এই স্টাইলিশ তারকা সবসময়ই ট্রেন্ডি। 

দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা জেফার রহমানের সঙ্গীত-প্রতিভার সঙ্গে সঙ্গে তাঁর  স্টাইল স্টেটমেন্টও সকলের আলোচনায় থাকে। সাম্প্রতিক সময়ে জেফারের স্টাইলে এসেছে বেশ বৈপ্লবিক পরিবর্তন। সেই ২০১৭ সালে 'কেইজড' অ্যালবাম থেকে শুরু করে সাম্প্রতিকতম 'ঝুমকা' গানের এই জয়যাত্রায় আমরা বিভিন্ন সময়ে নতুন নতুন লুকে দেখেছি। আগে জেফারের সিগনেচার স্টাইল ছিল কোঁকড়া আর ঝাকড়া চুলের সঙ্গে লেদার বা লাইক্রা ধরনের কালো ফেব্রিকের পশ্চিমা পোশাক। ঝলমলে সিকুইনসজ্জিত পোশাক আর নাটকীয় মেকআপেও দেখা গেছে তাঁকে৷ তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে লাস্ট ডিফেন্ডার অফ মনোগ্যামি ওয়েবফিল্মে জেফার একেবারে অন্যরকম শাড়ির লুকে এসেছেন সকলের সামনে৷ আবার ঝুমকা গানটি সহ সাম্প্রতিক অনেক ছবিতে তাঁর রমণীয় আবেদনময়ী রূপটি বেশি ফুটে উঠেছে। এবার সময়ের সঙ্গে বদলে যাওয়া এই স্টাইলিশ সঙ্গীতশিল্পীর বিভিন্ন লুকের ঝলক দেখা নেওয়া যাক। ছবিগুলো জেফার রহমানের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে নেওয়া।

বিজ্ঞাপন
১/১২
জেফারের প্রথম দিকের স্টাইলিং ফ্যাশন রানওয়ের কথা মনে করিয়ে দেয়
জেফারের প্রথম দিকের স্টাইলিং ফ্যাশন রানওয়ের কথা মনে করিয়ে দেয়
বিজ্ঞাপন
২/১২
জেফারের বোল্ড ভঙ্গিমা তাঁকে আলাদা করেছে সবার চেয়ে
জেফারের বোল্ড ভঙ্গিমা তাঁকে আলাদা করেছে সবার চেয়ে
৩/১২
জেফারের এক ঢাল ঝাঁকড়া চুলের আকর্ষণ বলে বোঝানো দায়
জেফারের এক ঢাল ঝাঁকড়া চুলের আকর্ষণ বলে বোঝানো দায়
৪/১২
 অ্যানিমের কোনো চরিত্র লাগত তাঁকে মাঝে মাঝে
অ্যানিমের কোনো চরিত্র লাগত তাঁকে মাঝে মাঝে
৫/১২
সাজপোশাকে ঐতিহ্যবাহী সবকিছু থাকলেও লুকে জেফার ঘরানার কিছু থাকবেই
সাজপোশাকে ঐতিহ্যবাহী সবকিছু থাকলেও লুকে জেফার ঘরানার কিছু থাকবেই
৬/১২
পশ্চিমা পোশাকে জেফার অপ্রতিদ্বন্দী
পশ্চিমা পোশাকে জেফার অপ্রতিদ্বন্দী
৭/১২
ধীরে ধীরে জেফারের ফ্যাশনে পরবর্তন আসতে লাগল
ধীরে ধীরে জেফারের ফ্যাশনে পরবর্তন আসতে লাগল
৮/১২
জেফার যেন নিজেকে অনেকটা গুছিয়ে আনতে লাগলেন
জেফার যেন নিজেকে অনেকটা গুছিয়ে আনতে লাগলেন
৯/১২
চরিত্রের প্রয়োজনে হলেও এই শাড়ির লুক জেফারকে নতুন করে চিনিয়েছে
চরিত্রের প্রয়োজনে হলেও এই শাড়ির লুক জেফারকে নতুন করে চিনিয়েছে
১০/১২
ক্যাজুয়াল আর ন্যাচারাল লুকেও অনন্যা জেফার
ক্যাজুয়াল আর ন্যাচারাল লুকেও অনন্যা জেফার
১১/১২
জেফারের আবেদনময়তায় যেন বান ডেকেছে সাম্প্রতিক সময়ে
জেফারের আবেদনময়তায় যেন বান ডেকেছে সাম্প্রতিক সময়ে
১২/১২
জেফার নিজেকে নতুন করে ভেঙে আবার গড়ে চলেছেন নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট
জেফার নিজেকে নতুন করে ভেঙে আবার গড়ে চলেছেন নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন