
দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা জেফার রহমানের সঙ্গীত-প্রতিভার সঙ্গে সঙ্গে তাঁর স্টাইল স্টেটমেন্টও সকলের আলোচনায় থাকে। সাম্প্রতিক সময়ে জেফারের স্টাইলে এসেছে বেশ বৈপ্লবিক পরিবর্তন। সেই ২০১৭ সালে 'কেইজড' অ্যালবাম থেকে শুরু করে সাম্প্রতিকতম 'ঝুমকা' গানের এই জয়যাত্রায় আমরা বিভিন্ন সময়ে নতুন নতুন লুকে দেখেছি। আগে জেফারের সিগনেচার স্টাইল ছিল কোঁকড়া আর ঝাকড়া চুলের সঙ্গে লেদার বা লাইক্রা ধরনের কালো ফেব্রিকের পশ্চিমা পোশাক। ঝলমলে সিকুইনসজ্জিত পোশাক আর নাটকীয় মেকআপেও দেখা গেছে তাঁকে৷ তবে সম্প্রতি জেফার একেবারে অন্যরকম শাড়ির লুকে এসেছেন সকলের সামনে। এরপর সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ইন্টারনেট ব্যক্তিত্ব ও উপস্থাপক রাফসান শাবাবের সঙ্গে বিয়ে হলো তাঁর আজ। আর আজকে লাল বৌয়ের সাজে আমরা দেখতে পেলাম আরেক জেফারকে। সময়ের সঙ্গে বদলে যাওয়া এই স্টাইলিশ সঙ্গীতশিল্পীর বিয়ের সাজ আর বিভিন্ন লুকের ঝলক দেখা নেওয়া যাক।















ছবি: জেফারের ইন্সটাগ্রাম, রাফসানের ফেসবুক