মন ফাগুন সিরিজ দিয়ে মন কেড়েছিলেন দর্শকদের শ্রীজলা গুহ। এরপর আর পিছু ফিরে তাকাতে হয় নি। দারুণ সব রোমান্টিক চরিত্রে কাজ করে আসছেন টেলিভিশনে তিনি। পা রেখেছেন এখন সিনেমার জগতেও। টালিউড সুইটহার্ট বলেন তাঁকে অনেকেই। মিষ্টি মুখশ্রী আর আকর্ষণীয় ফিগারের এই অভিনেত্রীর একেক লুক যেন সম্পূর্ণ একেক রকম। কখনও তিনি পুরাণের কোনো চরিত্র, কখনো একেবারে জেনজি ভাইব দেওয়া আধুনিকা। একেক সময় রেট্রো আমেজে ধরা দেন শ্রীজলা। এদিকে ট্র্যাডিশনাল আর ফিউশন লুকে তিনি সমান আবেদনময়ী। চলুন তবে এই সুন্দরী অভিনেত্রীর ইন্সটাগ্রাম ঘুরে তাঁর এমন বৈচিত্র্যময় কিছু লুক দেখে আসি।
ছবি: শ্রীজলার ইন্সটাগ্রাম