জন্মদিনে দেখে নিন রুনা খানের যত আইকনিক শাড়ির লুক
শেয়ার করুন
ফলো করুন

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের জন্মদিন আজ। বয়স নিয়ে কোনো রকম রাখঢাকে না গেলেও এই আত্মবিশ্বাসী তারকার জন্য বয়স আসলে একটি সংখ্যামাত্র। একদিকে যেমন বোল্ড লুকে তিনি একেবারে স্বচ্ছন্দ, তেমনি তাঁর আছে এক নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। নানা ধরনের সাজপোশাকে রুনাকে দেখা গেলেও তাঁর শাড়ির কিছু লুক একেবারেই আইকনিক। রুনা খানের এমন কিছু আলোচিত ও প্রশংসিত শাড়ির লুক নিয়েই জন্মদিনে এই তারকার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা রইল হাল ফ্যাশনের তরফ থেকে।

১/১২
এই লুকটি দিয়েই শুরু করতে হয়। রুনা খানের বিয়ের শাড়ি এটি। লাল টুকটুকে রাঙাবৌ রূপে তাঁর আকর্ষণীয় স্টাইলিং করেছেন শাহরুখ আমিন। টিকলি-টায়রা, গাজরা, আর টানা নথের লুকের সঙ্গে অপূর্ব সুন্দর মেকওভার করেছেন রেড বিউটি স্টুডিও ও স্যালনের স্বত্বাধিকারী, সুপরিচিত রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন
এই লুকটি দিয়েই শুরু করতে হয়। রুনা খানের বিয়ের শাড়ি এটি। লাল টুকটুকে রাঙাবৌ রূপে তাঁর আকর্ষণীয় স্টাইলিং করেছেন শাহরুখ আমিন। টিকলি-টায়রা, গাজরা, আর টানা নথের লুকের সঙ্গে অপূর্ব সুন্দর মেকওভার করেছেন রেড বিউটি স্টুডিও ও স্যালনের স্বত্বাধিকারী, সুপরিচিত রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন
বিজ্ঞাপন
২/১২
ম্যাচিং হলটারনেক ব্লাউজের সঙ্গে পাউডার ব্লু জামদানির লুকে স্নিগ্ধ রুনা। হালকা মেকওভারের সঙ্গে ঝুমকা পরেছেন তিনি। শাড়িটি ফ্যাশন হাবের
ম্যাচিং হলটারনেক ব্লাউজের সঙ্গে পাউডার ব্লু জামদানির লুকে স্নিগ্ধ রুনা। হালকা মেকওভারের সঙ্গে ঝুমকা পরেছেন তিনি। শাড়িটি ফ্যাশন হাবের
বিজ্ঞাপন
৩/১২
সাদাকালোর এই শাড়ির সঙ্গে রোদচশমা আর স্নিকার্সের ফিউশন স্টাইলে নজর কাড়ছেন রুনা খান। বোল্ড আমেজ এনেছে কালো স্লিভলেস ব্লাউজ
সাদাকালোর এই শাড়ির সঙ্গে রোদচশমা আর স্নিকার্সের ফিউশন স্টাইলে নজর কাড়ছেন রুনা খান। বোল্ড আমেজ এনেছে কালো স্লিভলেস ব্লাউজ
৪/১২
দ্য কালার্স অফ চরসের শাড়িতে অন্যরকম ড্রেপিংয়ে অত্যন্ত স্টাইলিশ লাগছে রুনা খানকে। মেকওভারে ব্রঞ্জের ছোঁয়া
দ্য কালার্স অফ চরসের শাড়িতে অন্যরকম ড্রেপিংয়ে অত্যন্ত স্টাইলিশ লাগছে রুনা খানকে। মেকওভারে ব্রঞ্জের ছোঁয়া
৫/১২
কালো স্লিভলেস ব্লাউজের সঙ্গে এই কালো জামদানির লুকে অনন্যা রুনা। শাড়িটি ফ্যাশন হাবের।
কালো স্লিভলেস ব্লাউজের সঙ্গে এই কালো জামদানির লুকে অনন্যা রুনা। শাড়িটি ফ্যাশন হাবের।
৬/১২
স্টেটমেন্ট ব্লাউজের লুকে তুলনা নেই এই অভিনেত্রীর। এখানে ডাস্টকোট দ্য ব্লাউজের এমবেলিশ করা ব্যাকলেস ব্লাউজের সঙ্গে তাকওয়ার জামদানি পরেছেন রুনা
স্টেটমেন্ট ব্লাউজের লুকে তুলনা নেই এই অভিনেত্রীর। এখানে ডাস্টকোট দ্য ব্লাউজের এমবেলিশ করা ব্যাকলেস ব্লাউজের সঙ্গে তাকওয়ার জামদানি পরেছেন রুনা
৭/১২
ডিপনেক সিকুইনের ব্লাউজের সঙ্গে এই বর্ণিল শাড়ির লুকটি সাধারণের মাঝেই অসাধারণ। ডিজাইনার সনি রহমানের ফ্যাশনার্স ফ্লেম থেকে নেওয়া এই শাড়িটি
ডিপনেক সিকুইনের ব্লাউজের সঙ্গে এই বর্ণিল শাড়ির লুকটি সাধারণের মাঝেই অসাধারণ। ডিজাইনার সনি রহমানের ফ্যাশনার্স ফ্লেম থেকে নেওয়া এই শাড়িটি
৮/১২
শাড়ির ফিউশন লুক একেই বলে। সানায়া কতুরের কর্ণধার সানায়া চৌধুরীর  ডিজাইনে এই সাদা লুকে চোখ জুড়াচ্ছেন রুনা রীতিমতো
শাড়ির ফিউশন লুক একেই বলে। সানায়া কতুরের কর্ণধার সানায়া চৌধুরীর ডিজাইনে এই সাদা লুকে চোখ জুড়াচ্ছেন রুনা রীতিমতো
৯/১২
জামদানি অনসম্বল বলা যায় এই পুরো জামদানি থিমের লুকটিকে। ডাস্টকোট দ্য ব্লাউজের ব্লাউজ, তাকওয়ার শাড়ির সঙ্গে অভিনেত্রীর নজরকাড়া মেকওভার ঢাকার সুপরিচিত বিউটি স্যালন  মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতীর করা। আর ঝুমকাটি ফ্যাশন উদ্যোগ মল্লিকার।
জামদানি অনসম্বল বলা যায় এই পুরো জামদানি থিমের লুকটিকে। ডাস্টকোট দ্য ব্লাউজের ব্লাউজ, তাকওয়ার শাড়ির সঙ্গে অভিনেত্রীর নজরকাড়া মেকওভার ঢাকার সুপরিচিত বিউটি স্যালন মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতীর করা। আর ঝুমকাটি ফ্যাশন উদ্যোগ মল্লিকার।
১০/১২
ডিজাইনার মাহিন খানের  শো স্টপার রূপে রুনার এই শাড়ি, জ্যাকেট আর কালো ব্লাউজের লুকটি বেশ সাড়া ফেলেছিল
ডিজাইনার মাহিন খানের শো স্টপার রূপে রুনার এই শাড়ি, জ্যাকেট আর কালো ব্লাউজের লুকটি বেশ সাড়া ফেলেছিল
১১/১২
সাদা জামদানির শুভ্রতায়,  প্রায় নো মেকআপ লুকে রুনার এই সাজে স্নিগ্ধতার আমেজ। শাড়িটি ফ্যাশন হাবের।
সাদা জামদানির শুভ্রতায়, প্রায় নো মেকআপ লুকে রুনার এই সাজে স্নিগ্ধতার আমেজ। শাড়িটি ফ্যাশন হাবের।
১২/১২
জামদানির লুককে আরেক মাত্রায় নিয়ে গিয়েছেন রুনা এখানে। অদ্রিয়ানা এক্সক্লুসিভসের নাজিয়া হাসানের দাবকা করা এই ১০০ কাউন্টের জামদানির সঙ্গে এলোর এর গয়না আর আনজারার ভেইল ও ব্লাউজ পরেছেন রুনা। অপূর্ব সুন্দর মেকওভারটি করেছেন গ্লো বাই লারিসা ফজলে-এর স্বত্ত্বাধিকারী লারিসা।
জামদানির লুককে আরেক মাত্রায় নিয়ে গিয়েছেন রুনা এখানে। অদ্রিয়ানা এক্সক্লুসিভসের নাজিয়া হাসানের দাবকা করা এই ১০০ কাউন্টের জামদানির সঙ্গে এলোর এর গয়না আর আনজারার ভেইল ও ব্লাউজ পরেছেন রুনা। অপূর্ব সুন্দর মেকওভারটি করেছেন গ্লো বাই লারিসা ফজলে-এর স্বত্ত্বাধিকারী লারিসা।

ছবি: রুনা খানের ফেসবুক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১১: ৪৪
বিজ্ঞাপন