দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের জন্মদিন আজ। বয়স নিয়ে কোনো রকম রাখঢাকে না গেলেও এই আত্মবিশ্বাসী তারকার জন্য বয়স আসলে একটি সংখ্যামাত্র। একদিকে যেমন বোল্ড লুকে তিনি একেবারে স্বচ্ছন্দ, তেমনি তাঁর আছে এক নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট। নানা ধরনের সাজপোশাকে রুনাকে দেখা গেলেও তাঁর শাড়ির কিছু লুক একেবারেই আইকনিক। রুনা খানের এমন কিছু আলোচিত ও প্রশংসিত শাড়ির লুক নিয়েই জন্মদিনে এই তারকার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা রইল হাল ফ্যাশনের তরফ থেকে।
ছবি: রুনা খানের ফেসবুক