আইফা অ্যাওয়ার্ডসে ৩ বলিউড সুন্দরীর নজরকাড়া লুক
শেয়ার করুন
ফলো করুন

জাহ্নবী কাপুর

ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের সোনালি গাউনে এদিন হাজির হয়েছিলেন জেন-জি ডিভা জাহ্নবী কাপুর। চোখধাঁধানো এই পোশাকের অনেকগুলো ফিচারের মধ্যে স্ট্র্যাপলেস ও ডিপ নেকলাইন যেমন আকর্ষণ কেড়েছে, তেমনই ফ্লোর লেন্থ এই গাউনের সঙ্গে অভিনেত্রীর গ্ল্যাম মেকআপও সমানভাবে প্রশংসা পেয়েছে ভক্তদের কাছে। শিমারি পিংক আইশ্যাডো, গ্লসি গোলাপি ঠোঁট, বোল্ড উইংড আইলাইনার আর ওয়েট কার্ল হেয়ার লুকের সঙ্গে তিনি পরেছেন ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির রঙিন পাথরের অলংকার।

বিজ্ঞাপন

কৃতি শ্যানন

থাই স্লিট গাউনের ‘ড্রপ ডেড গর্জিয়াস’ লুকে কৃতি শ্যানন। স্ট্র্যাপলেস এই গাউনের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছিলেন খুব সুন্দর একটা ডায়মন্ডের লেয়ারড নেকপিস। এ ছাড়া অন্য কোনো অলংকার তিনি পরেননি । মাঝসিঁথি করে ছেড়ে রেখেছেন চুল। আর মেকআপে প্রাধান্য পেয়েছে শিমারি আইশ্যাডো ও গ্লসি লিপকালার। ঠোঁটের সাজের ক্ষেত্রে কৃতি ভরসা রেখেছিলেন তাঁর নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড হাইফেনের ওপর। সব মিলিয়ে আইফার এই মিনিমাল লুকে সবার নজর কেড়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

সারা আলি খান

সারার সাজপোশাক ছিল সবচেয়ে আলাদা। ভারতীয় ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার গাউনে এসেছিলেন তিনি। ঝলমলে আমেজে এদিন তাঁর উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছে ফ্যাশনিস্তা অনুরাগীদের। রেট্রো লুকের জন্য সারা পরেছিলেন থাই হাই স্লিট সোনালি গাউন । আউটফিটের পুরোটাজুড়ে সিলভার ক্রিস্টেল আর সিকুইনের কাজ। স্লিভলেস এই গাউনের কাট আউট নকশা ও ম্যাচিং কেপ ড্রামাটিক ফ্লেভার যোগ করেছে সারার সাজে। পোশাকের সঙ্গে তিনি পরেছেন ডায়মন্ডের দুল আর মেকআপে ফুটে উঠেছে গ্ল্যাম ভাব।

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০০
বিজ্ঞাপন