জয়া আহসানের লুক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ থাকে না। ফ্যাশন আর স্টাইলের প্রকাশে তিনি অনন্য। আজ জন্মদিনে দেখে নিন অভিনেত্রীর আলোচিত সেরা কিছু নজরকাড়া লুক
১/১৩
অভিনেত্রী এখানে পরেছেন অলওভার সিকুইন কাজের রোজ গোল্ড রঙের শাড়ি। উঁচু বোটনেকের কাঁধ ছাড়ানো স্লিভের ব্লাউজ হয়েছে সঙ্গী । অনুষঙ্গের বাড়াবাড়ি করেননি একদমই জয়া। হাতে আর কানে হীরার মানানসই আংটি আর দুল পরেছেন তাই। একপাশে সিঁথি করে ব্যাংস রেখে খোঁপা করেছেন আলগাভাবে। ঠোঁট সাজিয়েছেন ম্যাট গোলাপি লিপস্টিক আর কিছুটা নাটকীয় স্মোকি প্রভাবে শিমারি আইশ্যাডোতে
বিজ্ঞাপন
২/১৩
স্লিভলেস কালো গাউনের জমকালো লুকে জয়া । অরগাঞ্জা ফেব্রিকের এই গাউনের ওপরের অংশটুকু পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি করা।বিশেষ আকর্ষণ কাড়ছে গাউনের সাইড কাটআউট আর ব্যাকলেস ফিচার। পুঁতি, বিডস আর সিকুইনের নিখুঁত কারুকাজ ফুটে উঠেছে এই পোশাকে।কানে ডায়মন্ড স্টাড দুল, হাতে কালো ঘড়ি আর উঁচু করে বাধা স্টাইলিশ হেয়ারস্টাইল বেছে নিয়েছেন তিনি এই আউটফিটের সঙ্গে। মেকআপে প্রাধান্য পেয়েছে চোখের সাজ। মভ আইশ্যাডো, পুরো করে দেওয়া মাসকারা আর কাজল। ঠোঁটে মভরঙা লিপস্টিক।
বিজ্ঞাপন
৩/১৩
জয়ার ওয়াইনরঙা সাটিন স্কার্টে ভিনটেজ স্টাইল স্পষ্ট। কোমরের চওড়া রিবন বর্ডারটি নজর কাড়ছে। পুরো হাতার সেই ওয়াইন রঙেরই ফিটেড ব্লাউজটি নিটওয়্যারের। পায়ে বেল্ট দেওয়া গ্ল্যামারাস হিল স্যান্ডেল। প্রায় পোলো নেকের ব্লাউজের ওপরে চেইন-লকেটটি এক সুন্দর সংযোজন। চোখে কালো রোদচশমা আর চুল ছেড়ে রাখার স্টাইলে সাবেকি আমেজ। সব মিলে মডগার্ল লুকে নিঃসন্দেহে চোখ ধাঁধাচ্ছেন তিনি
৪/১৩
অভিনেত্রী পরেছেন ট্রেন্ডি কো-অর্ড। বোহো মোটিফের ট্রপিক্যাল প্রিন্টের এই আউটফিট দেখে মনে হবে হলুদ, সাদা, গোলাপি নীলের মতো রং দিয়ে শিল্পী তাঁর তুলির আঁচড়ে রাঙিয়েছেন জমিন। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে ফুল, পাতা আর পাখির মোটিফ। জয়া কো-অর্ডের ওপরের অংশে পরেছেন স্যুট কলারের আকর্ষণীয় ক্রপ টপ। স্লিভলেস হাতায় বিশেষ আবেদন যোগ করেছে ঝুলে থাকা স্ট্র্যাপ। ধুতি স্টাইলের মিডল স্লিট বটমটা অভিনেত্রীর আউটফিটে যোগ করেছে ভিন্নতা
৫/১৩
এই লুকে পরেছেন আর্মি গ্রিন জাম্পস্যুট। অনুষঙ্গ হিসেবে তাঁর পায়ের স্নিকার্সও বেশ নজর কেড়েছে। দেখে মনে হচ্ছে, আশি-নব্বই দশকের কোনো হলিউড নায়িকা। চুলে করেছেন উঁচু পনিটেল। সব মিলিয়ে জয়া যেন হয়ে উঠেছেন ‘সুইট সিক্সটিন’
৬/১৩
এডিডাসের ম্যাজেন্টা স্পোর্টস ব্রার সঙ্গে অভিনেত্রী পরেছেন কালো ট্রাউজার।
৭/১৩
খাকি রঙের হাতাকাটা ট্রেঞ্চকোট জামা জড়িয়ে বসে আছেন তিনি। দেখে মনে হচ্ছে ষাটের দশকের কোনো হলিউড নায়িকা। এর সঙ্গে সফট গ্ল্যাম সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
৮/১৩
সোনালি পাড় ও আঁচলের ঘিয়েরঙা কাতান শাড়ি পরেছেন জয়া আহসান। ড্রেপিংয়ে খুব রাখঢাক নেই। আর এই শাড়ির উষ্ণতা ছড়ানো লুকের আবেদন বাড়িয়েছে ডিপ নেকের দারুণ ফিটিংয়ের স্ট্রিং বাঁধা ব্যাকলেস ব্লাউজ।
৯/১৩
জয়া আহসানের পাউডার ব্লু সামার ড্রেসটি চোখে আরাম দিচ্ছে। উঁচু করে পনিটেইল করা চুলে আরামদায়ক লুক বেছে নিয়েছেন তিনি । সামনে একটুখানি ব্যাংস রেখেছেন।গলায় হালকা স্টেটমেন্ট পিস পরেছেন আর ঠোঁটে দিয়েছেন হালকা গোলাপি লিপকালার।
১০/১৩
জয়ার পরনে নানা রঙের কলার দেওয়া ভলিউম স্লিভের শর্ট ড্রেস। ক্যাটস আই স্টাইলে আই মেকআপ, কফিরঙা গ্লসি লিপস্টিক, ট্যান মেকআপ আর চুলের ব্যাকব্রাশে প্রকাশ পেয়েছে ওয়েট স্টাইল। জয়ার নিজস্ব স্টাইল থেকে বেরিয়ে নিরীক্ষা করা হয়েছে এই লুকে
১১/১৩
জামদানি শাড়িকে অনেকটা দেবসেনা ঘরানার ড্রেপিং সহযোগে ব্যতিক্রমী আমেজে উপস্থাপন করেছেন তিনি এই লুকে ।লুক সম্পূর্ণ করতে সঙ্গে পরেছেন আকর্ষণীয় জুয়েলারি আর পয়েন্টেড পাম্প হিলস।
১২/১৩
হল্টারনেক লাল ড্রেসে আবেদনময়ী জয়া
১৩/১৩
লেমন ইয়েলো এসেমট্রিক কাটের এক হাতাবিশিষ্ট কাফতানে ফ্যাশনিস্তাদের নজর কেড়েছেন অভিনেত্রী। কানে পরেছেন ফিরোজা পাথরের আকর্ষণীয় ঝোলানো এক জোড়া দুল আর সেজেছেন ম্যাট ফিনিশ মিনিমাল মেকআপে