বলিউডের ছোট্ট তারকার বড় অভিষেক
শেয়ার করুন
ফলো করুন

'লাপাতা লেডিস' সিনেমা দিয়ে বলিউডে বাজিমাত করেছিলেন ষোড়শী নায়িকা নিতানশি গোয়েল। এবার কান চলচ্চিত্র উৎসবের অভিষেকটিও আরেকটি পালক যোগ করল বলিউডের এই ছোট্ট তারকার মুকুটে। এখন তিনি কৈশোরের শেষ বছরগুলোতে আছেন। ন্যাচারাল বিউটির পরিপূর্ণ প্রকাশ আর তার সঙ্গে স্টাইল স্টেটমেন্টের অপূর্ব সমন্বয়ে নিতানশির কান লুকগুলোর কিছু ঝলক দেখে নিই চলুন।

১/৯
জেড বাই মনিকা অ্যান্ড কারিশমা লেবেলের এই কাস্টমাইজড লেহেঙ্গা দিয়েই কানযাত্রা শুরু করেছেন নিতানশি গোয়েল
জেড বাই মনিকা অ্যান্ড কারিশমা লেবেলের এই কাস্টমাইজড লেহেঙ্গা দিয়েই কানযাত্রা শুরু করেছেন নিতানশি গোয়েল
বিজ্ঞাপন
২/৯
পার্লের এমবেলিশমেন্ট দেওয়া এই সাদা লেহেঙ্গার সঙ্গে আছে ফুলেল কারুকাজের লম্বা ট্রেনের মতো ওড়নার এক্সটেনশন
পার্লের এমবেলিশমেন্ট দেওয়া এই সাদা লেহেঙ্গার সঙ্গে আছে ফুলেল কারুকাজের লম্বা ট্রেনের মতো ওড়নার এক্সটেনশন
বিজ্ঞাপন
৩/৯
তবে লুকের হাইলাইট হচ্ছে বলিউডের সর্বকালের সেরা ডীভাদের ছবিযুক্ত পার্লের হেইয়ার অ্যাক্সেসরি
তবে লুকের হাইলাইট হচ্ছে বলিউডের সর্বকালের সেরা ডীভাদের ছবিযুক্ত পার্লের হেইয়ার অ্যাক্সেসরি
৪/৯
দ্বিতীয় লুকেও হতাশ করেন নি নিতানশি। বেছে নিয়েছেন জেড বাই মনিকা অ্যান্ড কারিশমা লেবেলেরই কালো গাউন
দ্বিতীয় লুকেও হতাশ করেন নি নিতানশি। বেছে নিয়েছেন জেড বাই মনিকা অ্যান্ড কারিশমা লেবেলেরই কালো গাউন
৫/৯
স্ট্র্যাপলেস স্ট্রাকচার্ড গাউনে কালো নেট ফেব্রিকে সোনালি কারুকাজ করা
স্ট্র্যাপলেস স্ট্রাকচার্ড গাউনে কালো নেট ফেব্রিকে সোনালি কারুকাজ করা
৬/৯
স্লিক আপডু আর মিনিমাল গয়না ও মেকওভারে সাজ সেরেছেন
স্লিক আপডু আর মিনিমাল গয়না ও মেকওভারে সাজ সেরেছেন
৭/৯
একেবারে প্রিন্সেস লুক এসেছে পাপা ডোন্ট প্রিচ বাই শুভিকার এই প্যাস্টেল মিনিড্রেসে
একেবারে প্রিন্সেস লুক এসেছে পাপা ডোন্ট প্রিচ বাই শুভিকার এই প্যাস্টেল মিনিড্রেসে
৮/৯
লম্বা এক্সটেনশনের প্যাস্টেল নীল বো নজর কাড়ছে ড্রেসের পেছনে। সঙ্গে মানানসই প্যাস্টেল নীল ব্লক হিলস
লম্বা এক্সটেনশনের প্যাস্টেল নীল বো নজর কাড়ছে ড্রেসের পেছনে। সঙ্গে মানানসই প্যাস্টেল নীল ব্লক হিলস
৯/৯
ব্যাকলেস ড্রেসের ওপরে স্টাইলিশ কায়দায় একঢাল চুল আর নজরকাড়া ইয়ার রিং ছাপিয়ে ঢাউস সাইজের বোয়ের দিকেই চোখ যাচ্ছে বারবার।
ব্যাকলেস ড্রেসের ওপরে স্টাইলিশ কায়দায় একঢাল চুল আর নজরকাড়া ইয়ার রিং ছাপিয়ে ঢাউস সাইজের বোয়ের দিকেই চোখ যাচ্ছে বারবার।

ছবি: নিতানশি গোয়েলের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৪: ০৪
বিজ্ঞাপন