'লাপাতা লেডিস' সিনেমা দিয়ে বলিউডে বাজিমাত করেছিলেন ষোড়শী নায়িকা নিতানশি গোয়েল। এবার কান চলচ্চিত্র উৎসবের অভিষেকটিও আরেকটি পালক যোগ করল বলিউডের এই ছোট্ট তারকার মুকুটে। এখন তিনি কৈশোরের শেষ বছরগুলোতে আছেন। ন্যাচারাল বিউটির পরিপূর্ণ প্রকাশ আর তার সঙ্গে স্টাইল স্টেটমেন্টের অপূর্ব সমন্বয়ে নিতানশির কান লুকগুলোর কিছু ঝলক দেখে নিই চলুন।
ছবি: নিতানশি গোয়েলের ইন্সটাগ্রাম