মায়াময় শাড়ির সাজে সাফার বৃষ্টিবিলাস
শেয়ার করুন
ফলো করুন

ন্যাচারাল লুকই বেশি পছন্দ সাফা কবিরের। সুন্দরী ও ফ্যাশনেবল এই অভিনেত্রীকে মানিয়ে যায় সব ধরনের সাজপোশাকে। আর শাড়িতে সাফা বেশ স্বচ্ছন্দ ও সাবলীল।

ন্যাচারাল লুকই বেশি পছন্দ সাফা কবিরের
ন্যাচারাল লুকই বেশি পছন্দ সাফা কবিরের

তবে বৃষ্টিস্নাত মায়াময় শাড়ির লুকে এই ন্যাচারাল সুন্দর অভিনেত্রীর ছবিগুলো অত্যন্ত নজর কাড়ছে সকলের। অতি সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সাফা এই বৃষ্টিবিলাসের ছবি।

বিজ্ঞাপন

বৃষ্টিতে ভিজতে আসলে আমরা সবাই পছন্দ করি। আর নারীর বৃষ্টিভেজা রূপ নিয়ে তো কত গান আর কবিতা লেখা হয়ে গেল, তৈরি হলো কত আইকনিক সিনেমার দৃশ্য! বৃষ্টিস্নাত লুকে সাফার ছবিগুলোতে নেই কোনো কৃত্রিমতার ছাপ।

বৃষ্টিস্নাত লুকে সাফার ছবিগুলোতে নেই কোনো কৃত্রিমতার ছাপ
বৃষ্টিস্নাত লুকে সাফার ছবিগুলোতে নেই কোনো কৃত্রিমতার ছাপ
সাদামাটা শাড়ির সাজেই বৃষ্টিবিলাসে মেতেছেন তিনি
সাদামাটা শাড়ির সাজেই বৃষ্টিবিলাসে মেতেছেন তিনি

একদম সাদামাটা শাড়ির সাজেই বৃষ্টিবিলাসে মেতেছেন তিনি। সুতির ব্লক করা মেরুন শাড়ি আর কালো ব্লকের ব্লাউজ পরেছেন এই অভিনেত্রী ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে।

বিজ্ঞাপন

হালকা লাল ম্যাট লিপকালার আর চোখে সরু কাজলের রেখা দেখা যাচ্ছে সাফার লুকে। এমনিতে মেকআপের ধারে কাছে যান নি তিনি এখানে।

মেকআপের ধারে কাছে যান নি তিনি এখানে
মেকআপের ধারে কাছে যান নি তিনি এখানে
বৃষ্টিবিলাসে প্রেম হয়ে হয়ে গেল নাকি এই অভিনেত্রীর!
বৃষ্টিবিলাসে প্রেম হয়ে হয়ে গেল নাকি এই অভিনেত্রীর!

খোলা চুল বৃষ্টিতে ভিজে দিয়েছে আকর্ষণীয় ওয়েট লুক। অন্যকোনো গয়না না পরলেও কানে অক্সিডাইজড মেটালের দুল দেখা যাচ্ছে। এখনও গাঁটছড়া না বাঁধা সাফার রহস্যময় ক্যাপশন পড়ে অনেকেই ভাবছেন বৃষ্টিবিলাসে প্রেম হয়ে হয়ে গেল নাকি এই অভিনেত্রীর! তিনি লিখেছেন,

'অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।
ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসার সৃষ্টি হয়'

ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪: ০৫
বিজ্ঞাপন