১০টি গ্ল্যামারাস লুকে টেলিভিশনের জনপ্রিয় বউ তৃণা সাহা
শেয়ার করুন
ফলো করুন

কলকাতাকেন্দ্রিক টেলিভিশন ধারাবাহিকগুলো আমাদের দেশেও সমান জনপ্রিয়। আর সেখানে নানা সময়ে লক্ষীমন্ত বা দুষ্টুমিষ্টি বউয়ের চরিত্রে ঐতিহ্যবাহী সাজে দুই বাংলার দর্শকদেরই মন কাড়েন তৃণা সাহা।  ২০১৬ সালে সাড়া জাগানো 'খোকাবাবু' নাটক দিয়ে পর্দায় অভিষেক ঘটে এই সুন্দরী অভিনেত্রীর। এরপরে টিভি পর্দার গণ্ডি পেরিয়ে সাম্প্রতিক সময়ে ওটিটি ওয়েবসিরিজেও নজর কাড়ছেন তিনি। গেল বছর ২০২৩ সালে 'গভীর জলের মাছ' সিরিজের সফলতার পরে এই বছর আসছে এর সিকুয়েল। তবে এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম ঘুরে  এসে যেন মনে হল আমরা অন্য তৃণাকে দেখছি। বিশ্বাস না হলে নিজেরাই দেখে নিন এই আবেদন ছড়ানো ১০টি গ্ল্যামারাস লুক।

বিজ্ঞাপন
১/১০
লাল স্যটিনের মনোক্রোম অফ দ্য শোল্ডার থাই স্লিট গাউনে তৃণা সাহা
লাল স্যটিনের মনোক্রোম অফ দ্য শোল্ডার থাই স্লিট গাউনে তৃণা সাহা
বিজ্ঞাপন
২/১০
ফো লেদারের প্লিট দেওয়া ঘেরের মিনি ড্রেসে গ্ল্যামার ছড়াচ্ছেন তিনি
ফো লেদারের প্লিট দেওয়া ঘেরের মিনি ড্রেসে গ্ল্যামার ছড়াচ্ছেন তিনি
৩/১০
কালো স্লিভলেস ফ্লেয়ার টপের সঙ্গে  ডেনিমের মাইক্রো শর্টস পরেছেন এই অভিনেত্রী
কালো স্লিভলেস ফ্লেয়ার টপের সঙ্গে ডেনিমের মাইক্রো শর্টস পরেছেন এই অভিনেত্রী
৪/১০
রূপালি সিকুইনের কাজ করা কালো ডিপনেক হাই থাই স্লিট গাউনের সঙ্গে ওয়েট লুকের হেয়ারস্টাইল আর কিটেন হিলসে অত্যন্ত আবেদনময়ী লাগছেন তৃণা
রূপালি সিকুইনের কাজ করা কালো ডিপনেক হাই থাই স্লিট গাউনের সঙ্গে ওয়েট লুকের হেয়ারস্টাইল আর কিটেন হিলসে অত্যন্ত আবেদনময়ী লাগছেন তৃণা
৫/১০
ফুলেল ডিটেইলিং দেওয়া মনোক্রোম স্যাটিন মিনিড্রেসটি মেরুন রঙের। অফ দ্য শোল্ডার ডিজাইনে খুব মানিয়েছে তৃণাকে
ফুলেল ডিটেইলিং দেওয়া মনোক্রোম স্যাটিন মিনিড্রেসটি মেরুন রঙের। অফ দ্য শোল্ডার ডিজাইনে খুব মানিয়েছে তৃণাকে
৬/১০
হাই থাই স্লিট এক পাশে দেওয়া সোজা সিলোয়েটের সাদা -নীল-কালো ড্রেসটি স্লিভলেস ও পুরো দৈর্ঘ্যের।
হাই থাই স্লিট এক পাশে দেওয়া সোজা সিলোয়েটের সাদা -নীল-কালো ড্রেসটি স্লিভলেস ও পুরো দৈর্ঘ্যের।
৭/১০
রূপালি মিনি ড্রেসে তৃণা
রূপালি মিনি ড্রেসে তৃণা
৮/১০
এখনে তিনি পরেছেন অফ দ্য শোল্ডার মেটালিক রূপালি গাউন
এখনে তিনি পরেছেন অফ দ্য শোল্ডার মেটালিক রূপালি গাউন
৯/১০
ডিপনেক লেবু সবুজ ফুলস্লিভ টপের সঙ্গে সোনালি-কালো রেশমী সারঙ স্কার্টে এই অভিনেত্রীক আবেদনময়ী লাগছেন
ডিপনেক লেবু সবুজ ফুলস্লিভ টপের সঙ্গে সোনালি-কালো রেশমী সারঙ স্কার্টে এই অভিনেত্রীক আবেদনময়ী লাগছেন
১০/১০
ফো লেদারের কালো করসেট টপ অফ দ্য শোল্ডার ডিজাইনের। সঙ্গে তৃণা পরেছেন লাল হারেম প্যান্ট আর নজরকাড়া বাদামি হিলস
ফো লেদারের কালো করসেট টপ অফ দ্য শোল্ডার ডিজাইনের। সঙ্গে তৃণা পরেছেন লাল হারেম প্যান্ট আর নজরকাড়া বাদামি হিলস

ছবি: তৃণা সাহার ইন্সটাগ্রাম

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন