কলকাতাকেন্দ্রিক টেলিভিশন ধারাবাহিকগুলো আমাদের দেশেও সমান জনপ্রিয়। আর সেখানে নানা সময়ে লক্ষীমন্ত বা দুষ্টুমিষ্টি বউয়ের চরিত্রে ঐতিহ্যবাহী সাজে দুই বাংলার দর্শকদেরই মন কাড়েন তৃণা সাহা। ২০১৬ সালে সাড়া জাগানো 'খোকাবাবু' নাটক দিয়ে পর্দায় অভিষেক ঘটে এই সুন্দরী অভিনেত্রীর। এরপরে টিভি পর্দার গণ্ডি পেরিয়ে সাম্প্রতিক সময়ে ওটিটি ওয়েবসিরিজেও নজর কাড়ছেন তিনি। গেল বছর ২০২৩ সালে 'গভীর জলের মাছ' সিরিজের সফলতার পরে এই বছর আসছে এর সিকুয়েল। তবে এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম ঘুরে এসে যেন মনে হল আমরা অন্য তৃণাকে দেখছি। বিশ্বাস না হলে নিজেরাই দেখে নিন এই আবেদন ছড়ানো ১০টি গ্ল্যামারাস লুক।
ছবি: তৃণা সাহার ইন্সটাগ্রাম