চলছে ফ্যাশন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট প্যারিস ওত কতুর উইক। এবারের আয়োজনে ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রের সংগ্রহে প্রথমবারের মতো আন্তর্জাতিক রানওয়েতে অভিষেক হয়েছে বলিউড ডিভা জাহ্নবী কাপুরের। ইতিমধ্যে রানওয়েতে জাহ্নবীর পরা কালো ব্র্যালেট ও লম্বা ট্রেন দেওয়া মারমেইড স্টাইল স্কার্ট লুকের ছবিগুলো ফ্যাশনপ্রেমীদের মন ছুঁয়ে গেছে।
সম্প্রতি ভারতীয় সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট অমি প্যাটেল অভিনেত্রীর নতুন লুকের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
প্যারিস ওত কতুর উইকের জন্য জাহ্নবী রয়েছেন প্যারিসেই। সেখানে নজরকাড়া আরেকটি পোশাকে তিনি ফ্রেমবন্দী হয়েছেন। ফ্যাশন ব্র্যান্ড রাচেল গিলবার্টের চোখধাঁধানো একটি বডিকন গাউন পরেছেন অভিনেত্রী।
স্প্যাগেটি স্ট্র্যাপ আর সুইটহার্ট নেকলাইনের এই গাউনের বিশেষ দিক হলো, সোনালি জমিনে বসানো নানা রঙের পুঁতি, স্টোন, সিকুইনের এমবেলিশমেন্ট করা ফ্লোরাল অলংকরণ।
পোশাকটি এতই সুন্দর আর গ্ল্যামারাস যে এর সঙ্গে জাহ্নবীর গর্জিয়াস সাজের প্রয়োজনই হয়নি। বরং তিনি বেছে নিয়েছেন মিনিমাল ন্যুড মেকআপ। গাউনের সঙ্গে মিলিয়ে চোখে দিয়েছেন সোনালি আইশ্যাডো, স্মাজড আইলাইনার, মাসকারা, ব্লাশঅন, উজ্জ্বল হাইলাইটার আর ন্যুড লিপস্টিক।
গয়না পরেননি একদমই। চুলগুলো সেমিকার্ল করে ছেড়ে রেখেছেন। আর শেষে এই সুন্দর পোশাকের সঙ্গী হয়েছে পায়ের সোনালি পাম্প শু।
ছবি: জাহ্নবী কাপুরের ইন্সটাগ্রাম