আজ বিজয়া দশমী। এ দিনে ট্র্যাডিশনাল সাজই বেছে নেন সকলে। আর বিজয়া মানেই লাল সাদার ক্ল্যাসিক কম্বিনেশন। সেই যুগ যুগ ধরে চলে আসা এই স্টাইল কখনোই পুরনো হবে না। লাল পেড়ে সাদা শাড়ির সাজে বাঙালি নারী নিজেকে সাজিয়ে আসছেন আবহমান কাল ধরে। তবে সে সাজে আসতে পারে আধুনিকতা। আমাদের প্রিয় সব তারকারাও বিজয়া দশমীর আমেজে সেজেছেন লাল সাদায়। চলুন এবারে দেখে নিই তাঁদের এই লুকগুলো।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম