বিজয়া দশমীর আমেজে সাদা-লালের আকর্ষণীয় সাজে তারকারা
শেয়ার করুন
ফলো করুন

আজ বিজয়া দশমী। এ দিনে ট্র্যাডিশনাল সাজই বেছে নেন সকলে। আর বিজয়া মানেই লাল সাদার ক্ল্যাসিক কম্বিনেশন। সেই যুগ যুগ ধরে চলে আসা এই স্টাইল কখনোই পুরনো হবে না। লাল পেড়ে সাদা শাড়ির সাজে বাঙালি নারী নিজেকে সাজিয়ে আসছেন আবহমান কাল ধরে। তবে সে সাজে আসতে পারে আধুনিকতা। আমাদের প্রিয় সব তারকারাও বিজয়া দশমীর আমেজে সেজেছেন লাল সাদায়। চলুন এবারে দেখে নিই তাঁদের এই লুকগুলো।

১/৯
চিরন্তন বাঙালি সাজে লাল পাড়ের সাদা শারিতে মিম। নজর কাড়ছে টানা নথ, হাতের আলতা ও পদ্ম, এলো চুল আর বাজুবন্ধ।
চিরন্তন বাঙালি সাজে লাল পাড়ের সাদা শারিতে মিম। নজর কাড়ছে টানা নথ, হাতের আলতা ও পদ্ম, এলো চুল আর বাজুবন্ধ।
বিজ্ঞাপন
২/৯
পাওলি দামের মতো করসেট টপের সঙ্গে আধুনিক ড্রেপিং হলেই বা ক্ষতি কি এমন একটা লাল সাদা কম্বিনেশনের ট্র্যাডিশনাল শাড়ির লুকে
পাওলি দামের মতো করসেট টপের সঙ্গে আধুনিক ড্রেপিং হলেই বা ক্ষতি কি এমন একটা লাল সাদা কম্বিনেশনের ট্র্যাডিশনাল শাড়ির লুকে
বিজ্ঞাপন
৩/৯
রুক্মিনী মৈত্র্য পরেছেন ডিপনেক ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে লাল সাদার নজরকাড়া ডিজাইনের শাড়ি।
রুক্মিনী মৈত্র্য পরেছেন ডিপনেক ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে লাল সাদার নজরকাড়া ডিজাইনের শাড়ি।
৪/৯
এমন একটা স্লিভলেস সালওয়ার কামিজও পরা যায় শাড়ির বদলে মিমি চক্রবর্তীর মতো
এমন একটা স্লিভলেস সালওয়ার কামিজও পরা যায় শাড়ির বদলে মিমি চক্রবর্তীর মতো
৫/৯
স্টেটমেন্ট ব্লাউজের ফ্যাশনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মন্দিরা চক্রবর্তীর মতো এমন সাদামাটা লাল পেড়ে সাদা শাড়ি আর শুধুমাত্র টানা নথের  লুক বেছে নিলে নজর কাড়তে সময় লাগবে না।
স্টেটমেন্ট ব্লাউজের ফ্যাশনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মন্দিরা চক্রবর্তীর মতো এমন সাদামাটা লাল পেড়ে সাদা শাড়ি আর শুধুমাত্র টানা নথের লুক বেছে নিলে নজর কাড়তে সময় লাগবে না।
৬/৯
ঋতাভরী চক্রবর্তী পরেছেন লাল স্লিভলেস ব্লাউজ দিয়ে লাল পাড়ের দারুণ এক সাদা শাড়ি
ঋতাভরী চক্রবর্তী পরেছেন লাল স্লিভলেস ব্লাউজ দিয়ে লাল পাড়ের দারুণ এক সাদা শাড়ি
৭/৯
মনামী ঘোষের ক্ল্যাসিক লাল পেড়ে সাদা শাড়ি আর সোনার গয়নায় বিজয়ার লুক
মনামী ঘোষের ক্ল্যাসিক লাল পেড়ে সাদা শাড়ি আর সোনার গয়নায় বিজয়ার লুক
৮/৯
কোয়েল মল্লিকের মতো এমন আটপৌরে করে পরাই যায় আজকের লাল-সাদা শাড়িটা
কোয়েল মল্লিকের মতো এমন আটপৌরে করে পরাই যায় আজকের লাল-সাদা শাড়িটা
৯/৯
নয়তো হালকা সাজের সঙ্গে পরা লাল পাড়ের সাদা জর্জেট শাড়িটা কাঁধে ফেলে রাখতে পারেন রাইমা সেনের মতো।
নয়তো হালকা সাজের সঙ্গে পরা লাল পাড়ের সাদা জর্জেট শাড়িটা কাঁধে ফেলে রাখতে পারেন রাইমা সেনের মতো।

ছবি: তারকাদের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৪: ৫০
বিজ্ঞাপন