বছর জুড়ে সাহসী ফ্যাশনে আকর্ষণীয় তারকারা
শেয়ার করুন
ফলো করুন

প্রিয় তারকাদের ফ্যাশন আর নানা লুক সবসময়ই সকলের আকর্ষণের কেন্দ্রে থাকে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারকারাও তাঁদের সাজপোশাকের ছবি সহজেই ভাগ করে নিতে পারেন ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। আবার মাঝে মাঝে এই স্বপ্নের নায়িকাদের কিছু সাহসী ফ্যাশন চয়েস উঠে আসে আলোচনার তুঙ্গে। বছর জুড়ে বিভিন্ন সময়ে আমাদের প্রিয় তারকাদের এমন কিছু বোল্ড লুকের ছবি দেখে নেওয়া যাক এবারে। হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া আকর্ষণীয় ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/৮
শিয়ার ফেব্রিকের এই অত্যন্ত আকর্ষণীয় ব্লাউজটি দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসানের পুরো লুকের আবেদন বাড়িয়ে দিয়েছে শতগুণ। নিজের আলোচিত মুভি দশম অবতার-এর প্রিমিয়ারে এই লুকে সেজেছিলেন জয়া।
শিয়ার ফেব্রিকের এই অত্যন্ত আকর্ষণীয় ব্লাউজটি দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন জয়া আহসানের পুরো লুকের আবেদন বাড়িয়ে দিয়েছে শতগুণ। নিজের আলোচিত মুভি দশম অবতার-এর প্রিমিয়ারে এই লুকে সেজেছিলেন জয়া।
বিজ্ঞাপন
২/৮
কোনো রকম মেক আপ ছাড়া ওয়েট লুকে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রাকৃতিক সৌন্দর্য অনন্য। বোল্ড ব্যাকলেস ডিজাইনে তুমুল আলোচনায় এসেছিলেন তিনি এই লুকে।
কোনো রকম মেক আপ ছাড়া ওয়েট লুকে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রাকৃতিক সৌন্দর্য অনন্য। বোল্ড ব্যাকলেস ডিজাইনে তুমুল আলোচনায় এসেছিলেন তিনি এই লুকে।
বিজ্ঞাপন
৩/৮
বাড়তি ওজন ঝরিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া সুঅভিনেত্রী রুনা খান নিজের বিয়ের শাড়িতেই অন্যরকম আকর্ষণীয় লুকে সকলের সামনে এসে রীতিমতো ভাইরাল হয়েছেন এ বছর।
বাড়তি ওজন ঝরিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া সুঅভিনেত্রী রুনা খান নিজের বিয়ের শাড়িতেই অন্যরকম আকর্ষণীয় লুকে সকলের সামনে এসে রীতিমতো ভাইরাল হয়েছেন এ বছর।
৪/৮
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের এই ব্রালেট-শাড়ির লুক মোহিত করেছে সবাইকে। শাড়ির সহজাত আবেদনে ব্যাকলেস নিটেড ফেব্রিকের আকর্ষণীয় ব্লালেটে মীম উত্তাপ ছড়াচ্ছেন সত্যিকার অর্থেই।
জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের এই ব্রালেট-শাড়ির লুক মোহিত করেছে সবাইকে। শাড়ির সহজাত আবেদনে ব্যাকলেস নিটেড ফেব্রিকের আকর্ষণীয় ব্লালেটে মীম উত্তাপ ছড়াচ্ছেন সত্যিকার অর্থেই।
৫/৮
সিকুইন ট্রেন্ড আর নিরীক্ষাধর্মী হেয়ারস্টাইলের সঙ্গে আশনা হাবিব ভাবনার ভ্রুক্ষেপহীণ বোল্ড ফ্যাশন আলোচনায় এসেছে বেশ।
সিকুইন ট্রেন্ড আর নিরীক্ষাধর্মী হেয়ারস্টাইলের সঙ্গে আশনা হাবিব ভাবনার ভ্রুক্ষেপহীণ বোল্ড ফ্যাশন আলোচনায় এসেছে বেশ।
৬/৮
জয়া আহসানের সৌন্দর্য তো সময়কে হার মানিয়েছে। ঝলমলে মিনি ড্রেসে উষ্ণ আবেদন তৈরি করে সে কথাই জানান দিচ্ছেন এই অভিনেত্রী।
জয়া আহসানের সৌন্দর্য তো সময়কে হার মানিয়েছে। ঝলমলে মিনি ড্রেসে উষ্ণ আবেদন তৈরি করে সে কথাই জানান দিচ্ছেন এই অভিনেত্রী।
৭/৮
ক্যাজুয়াল লুকে আকর্ষণীয় সাঁতার পোশাকে সুন্দরী অভিনেত্রী তমা মীর্জার এই লুক নজর কেড়েছে সবার।
ক্যাজুয়াল লুকে আকর্ষণীয় সাঁতার পোশাকে সুন্দরী অভিনেত্রী তমা মীর্জার এই লুক নজর কেড়েছে সবার।
৮/৮
বছর শেষে চমক দিলেন একসময়ের ব্যস্ত অভিনেত্রী কুসুম শিকদার। বোল্ড লুকের বিভিন্ন ছবি পোস্ট করে জানালেন, অচিরেই পর্দায় ফিরে আসছেন তিনি।
বছর শেষে চমক দিলেন একসময়ের ব্যস্ত অভিনেত্রী কুসুম শিকদার। বোল্ড লুকের বিভিন্ন ছবি পোস্ট করে জানালেন, অচিরেই পর্দায় ফিরে আসছেন তিনি।
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৪: ৩০
বিজ্ঞাপন