প্রিয় তারকাদের ফ্যাশন আর নানা লুক সবসময়ই সকলের আকর্ষণের কেন্দ্রে থাকে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তারকারাও তাঁদের সাজপোশাকের ছবি সহজেই ভাগ করে নিতে পারেন ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। আবার মাঝে মাঝে এই স্বপ্নের নায়িকাদের কিছু সাহসী ফ্যাশন চয়েস উঠে আসে আলোচনার তুঙ্গে। বছর জুড়ে বিভিন্ন সময়ে আমাদের প্রিয় তারকাদের এমন কিছু বোল্ড লুকের ছবি দেখে নেওয়া যাক এবারে। হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া আকর্ষণীয় ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।