নিউইয়র্ক সিটিতে নানা লুকে স্টাইলিশ তানজিন তিশা
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে অনেক তারকাই এখন পাড়ি জমাচ্ছেন বিদেশে। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশাও এর ব্যতিক্রম নন। এবার ভ্রমণ-গন্তব্য হিসেবে অভিনেত্রী বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে। সেখান থেকেই অবকাশযাপনের বেশ কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। নিউইয়র্ক সিটির নানা লোকেশনে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ছবিগুলোতে দেখা যাচ্ছে ফ্যাশন-সচেতন তিশা নিজেকে উপস্থাপন করেছেন নানা স্টাইলে। ভ্রমণের সময়েও সাজপোশাকের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেননি এই সুন্দরী তারকা।

১/৯
গোলাপি নিট ক্রপ টপের সঙ্গে কালো সাটিন মারমেইড স্কার্ট আর চোখে কালো চশমায় অভিনেত্রী হেঁটে বেড়াচ্ছেন নিউইয়র্ক সিটির ব্যস্ত রাস্তায়।
গোলাপি নিট ক্রপ টপের সঙ্গে কালো সাটিন মারমেইড স্কার্ট আর চোখে কালো চশমায় অভিনেত্রী হেঁটে বেড়াচ্ছেন নিউইয়র্ক সিটির ব্যস্ত রাস্তায়।
বিজ্ঞাপন
২/৯
পোশাকের সঙ্গে মিনিমাল মেকআপ, ছেড়ে রাখা চুল, পায়ে চাংকি বাকল দেওয়া স্যান্ডেল, সাইড ব্যাগ আর হালকা নেকপিসে সুন্দরী তিশা
পোশাকের সঙ্গে মিনিমাল মেকআপ, ছেড়ে রাখা চুল, পায়ে চাংকি বাকল দেওয়া স্যান্ডেল, সাইড ব্যাগ আর হালকা নেকপিসে সুন্দরী তিশা
বিজ্ঞাপন
৩/৯
এই লুকে অভিনেত্রী ক্যামেরাবন্দী হয়েছেন স্ট্রিট স্টাইলে। নীল টপের সঙ্গে টাক ইন করেছেন হাই ওয়েস্ট রিপড জিনস। এর ওপর পরেছেন সাদা ডেনিম জ্যাকেট আর পায়ে পরেছেন ম্যাচিং সাদা কনভারস
এই লুকে অভিনেত্রী ক্যামেরাবন্দী হয়েছেন স্ট্রিট স্টাইলে। নীল টপের সঙ্গে টাক ইন করেছেন হাই ওয়েস্ট রিপড জিনস। এর ওপর পরেছেন সাদা ডেনিম জ্যাকেট আর পায়ে পরেছেন ম্যাচিং সাদা কনভারস
৪/৯
অনুষঙ্গেও নজর কেড়েছেন অভিনেত্রী। চোখে পরেছেন রাউন্ড সানগ্লাস আর সঙ্গে নিয়েছেন স্ট্রাইপ টোট ব্যাগ
অনুষঙ্গেও নজর কেড়েছেন অভিনেত্রী। চোখে পরেছেন রাউন্ড সানগ্লাস আর সঙ্গে নিয়েছেন স্ট্রাইপ টোট ব্যাগ
৫/৯
এই লুকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে অফ দ্য শোল্ডার লাল টপ আর হাই ওয়েস্ট কালো প্যান্টে। সঙ্গে নিয়েছেন ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাবানার লেদার শোল্ডার ব্যাগ
এই লুকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে অফ দ্য শোল্ডার লাল টপ আর হাই ওয়েস্ট কালো প্যান্টে। সঙ্গে নিয়েছেন ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাবানার লেদার শোল্ডার ব্যাগ
৬/৯
ডলচে অ্যান্ড গাবানার আকর্ষণীয় সানগ্লাসে তাঁকে বেশ স্টাইলিশ লাগছে
ডলচে অ্যান্ড গাবানার আকর্ষণীয় সানগ্লাসে তাঁকে বেশ স্টাইলিশ লাগছে
৭/৯
৮/৯
চশমাপ্রেমী তিশা
চশমাপ্রেমী তিশা
৯/৯
রৌদ্রবিলাস করছেন তিশা। নীল আইলাইনার, নুড লিপস্টিক দেওয়া ঠোঁট আর গ্লিটার নেইলপলিশ যেন তার সঙ্গী হয়েছে
রৌদ্রবিলাস করছেন তিশা। নীল আইলাইনার, নুড লিপস্টিক দেওয়া ঠোঁট আর গ্লিটার নেইলপলিশ যেন তার সঙ্গী হয়েছে

ছবি: তানজিন তিশার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন