ট্র্যাডিশনাল থেকে ওয়েস্টার্ন, সব লুকেই বাজিমাত করছেন বং সুন্দরী শোলাঙ্কি
শেয়ার করুন
ফলো করুন

টিভি সিরিয়ালের পর্দায় যাঁকে দেখে দর্শকের চোখ আটকে যায়, সেই শোলাঙ্কি রায় শুধু ছোট পর্দায় নয়, ওটিটি, সিনেমার দুনিয়ায়ও জমিয়ে তুলেছেন নিজের উপস্থিতি। মিষ্টি হাসি, স্বতঃস্ফূর্ততা আর পরিণত স্টাইল সেন্স মিলিয়ে তিনি হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মের ফ্যাশন আইকন। অনেকের কাছেই তিনি ‘বং ক্রাশ’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতিটি পোস্ট যেন একেকটি স্টাইল স্টেটমেন্ট। কখনো ট্র্যাডিশনাল লুকে, কখনো ওয়েস্টার্ন আউটফিটে—সবকিছুতেই বাজিমাত করেন শোলাঙ্কি। এই বং সুন্দরীর সবচেয়ে নজরকাড়া ফ্যাশন লুক নিয়ে আজকের আয়োজন

১/১০
রেট্রো আমেজে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাইড স্লিট হলুদ গাউন পরেছেন তিনি । স্লিভলেস  এই সিকুইন গাউনে গ্লসি মেকআপ বেশ আকর্ষণ কাড়ছে
রেট্রো আমেজে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাইড স্লিট হলুদ গাউন পরেছেন তিনি । স্লিভলেস এই সিকুইন গাউনে গ্লসি মেকআপ বেশ আকর্ষণ কাড়ছে
বিজ্ঞাপন
২/১০
হাওয়াই মিঠাই রঙের খুব সুন্দর একটা সুতির শাড়ির সঙ্গে ডিপনেক সবুজ ব্লাউজ পরেছেন অভিনেত্রী। কানে স্টেটমেন্ট দুল আর চোখে কালো রোদচশমা হয়েছে সঙ্গী
হাওয়াই মিঠাই রঙের খুব সুন্দর একটা সুতির শাড়ির সঙ্গে ডিপনেক সবুজ ব্লাউজ পরেছেন অভিনেত্রী। কানে স্টেটমেন্ট দুল আর চোখে কালো রোদচশমা হয়েছে সঙ্গী
বিজ্ঞাপন
৩/১০
ফুল স্লিভ কালো বডিকন ড্রেসে স্টাইলিশ অভিনেত্রী। এর সঙ্গে স্লিক বান হেয়ারস্টাইল, চোখে উইংড আইলাইনার আর কানে পরা স্টেটমেন্ট দুলে বেশ স্টাইলিশ লাগছেন তিনি
ফুল স্লিভ কালো বডিকন ড্রেসে স্টাইলিশ অভিনেত্রী। এর সঙ্গে স্লিক বান হেয়ারস্টাইল, চোখে উইংড আইলাইনার আর কানে পরা স্টেটমেন্ট দুলে বেশ স্টাইলিশ লাগছেন তিনি
৪/১০
কাটআউট নীল বডিকন ড্রেসের সঙ্গে নিয়েছেন সবুজ ব্লেজার। মেকআপে ফুটে উঠেছে গ্লসি আমেজ। কানে পরেছেন সোনালি হুপ দুল
কাটআউট নীল বডিকন ড্রেসের সঙ্গে নিয়েছেন সবুজ ব্লেজার। মেকআপে ফুটে উঠেছে গ্লসি আমেজ। কানে পরেছেন সোনালি হুপ দুল
৫/১০
ডেনিম শার্টের সঙ্গে সাদা শার্ট জুটি হয়েছে এই লুকে
ডেনিম শার্টের সঙ্গে সাদা শার্ট জুটি হয়েছে এই লুকে
৬/১০
সোনালি-কালো এই ওয়ান শোল্ডার আউটফিটটি শাড়ি থেকে বানানো। এর সঙ্গে সোনার গয়নায় সেজেছেন শোলাঙ্কি
সোনালি-কালো এই ওয়ান শোল্ডার আউটফিটটি শাড়ি থেকে বানানো। এর সঙ্গে সোনার গয়নায় সেজেছেন শোলাঙ্কি
৭/১০
ব্যাকলেস হল্টারনেক টপ আর স্কার্টের সঙ্গে করেছেন বিনুনি। নজর কাড়ছে কোমরের ট্যাটু। কাজলকালো চোখের সাজ আর সিলভার গয়নায় তাঁকে লাগছে স্বপ্নের রাজকুমারীর মতো
ব্যাকলেস হল্টারনেক টপ আর স্কার্টের সঙ্গে করেছেন বিনুনি। নজর কাড়ছে কোমরের ট্যাটু। কাজলকালো চোখের সাজ আর সিলভার গয়নায় তাঁকে লাগছে স্বপ্নের রাজকুমারীর মতো
৮/১০
সাদা পোশাকে যেন আবেদন ছড়াচ্ছেন তিনি
সাদা পোশাকে যেন আবেদন ছড়াচ্ছেন তিনি
৯/১০
ডিপনেক ব্লাউজ আর শাড়ির সাজে ট্র্যাডিশনাল লুকে দেখা দিয়েছেন তিনি এখানে
ডিপনেক ব্লাউজ আর শাড়ির সাজে ট্র্যাডিশনাল লুকে দেখা দিয়েছেন তিনি এখানে
১০/১০
জলপাই সবুজ স্ট্রেপলেস টপের সঙ্গে তাঁতের শাড়ি পরেছেন স্টাইলিশ এই অভিনেত্রী। অক্সিডাইসের ঝোলানো নেকপিস, আংটি, নাকফুল, কোমরে দৃশ্যমান ট্যাটু আর ন্যুড মেকআপের ছোঁয়ায় সত্যিই অন্য রকম সুন্দর লাগছে তাঁকে
জলপাই সবুজ স্ট্রেপলেস টপের সঙ্গে তাঁতের শাড়ি পরেছেন স্টাইলিশ এই অভিনেত্রী। অক্সিডাইসের ঝোলানো নেকপিস, আংটি, নাকফুল, কোমরে দৃশ্যমান ট্যাটু আর ন্যুড মেকআপের ছোঁয়ায় সত্যিই অন্য রকম সুন্দর লাগছে তাঁকে
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন