টিভি সিরিয়ালের পর্দায় যাঁকে দেখে দর্শকের চোখ আটকে যায়, সেই শোলাঙ্কি রায় শুধু ছোট পর্দায় নয়, ওটিটি, সিনেমার দুনিয়ায়ও জমিয়ে তুলেছেন নিজের উপস্থিতি। মিষ্টি হাসি, স্বতঃস্ফূর্ততা আর পরিণত স্টাইল সেন্স মিলিয়ে তিনি হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মের ফ্যাশন আইকন। অনেকের কাছেই তিনি ‘বং ক্রাশ’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতিটি পোস্ট যেন একেকটি স্টাইল স্টেটমেন্ট। কখনো ট্র্যাডিশনাল লুকে, কখনো ওয়েস্টার্ন আউটফিটে—সবকিছুতেই বাজিমাত করেন শোলাঙ্কি। এই বং সুন্দরীর সবচেয়ে নজরকাড়া ফ্যাশন লুক নিয়ে আজকের আয়োজন