আভিজাত্য, আধুনিকতা আর আত্মবিশ্বাসের এক দুর্দান্ত মিশেল—এই তিনটি শব্দেই যেন তুলে ধরা যায় ওপার বাংলার অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জিকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্যোমকেশ গোত্র’ চলচ্চিত্রের মাধ্যমে টালিউডে অভিষেক হয় তাঁর। টালিউডের তরুণ প্রজন্মের প্রতিভাবান এই মুখ শুধু অভিনয়েই নয়, তাঁর ফ্যাশনবোধ, মডেলিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতির মাধ্যমেও তৈরি করেছেন আলাদা এক পরিচয়। বিবৃতি তাঁর নানা লুকের ছবি প্রায়ই ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করেন ভক্তদের সঙ্গে। চলুন তবে এই আবেদনময়ী অভিনেত্রীর কিছু ঝলক দেখে আসি আজ।
ছবি: বিবৃতির ইন্সটাগ্রাম