দীপিকা-আলিয়ার নতুন লুক, এ বলে আমায় দেখ তো ও বলে আমায়
শেয়ার করুন
ফলো করুন

ভারতে মিডিয়া ও বিনোদনজগত নিয়ে এক তারকাখচিত সামিট অনুষ্ঠিত হচ্ছে। ওয়েভ সামিট নামের এই আয়োজনে বলিউড বাদশাহ শাররুখ খানসহ অনেক তারকাই উপস্থিত হয়েছেন ও আলোচনায় অংশ নিয়েছেন। তবে এর মাঝে আরেক আলোচনা শুরু হয়েছে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় দুই তারকা দীপিকা পাড়ুকোন আর আলিয়া ভাটের লুক নিয়ে। একেবারে বিপরীতধর্মী এই লুক দুটি ছিল দেখার মতো। অনেকটা যেন 'এ বলে আমাকে দেখ, তো ও বলে আমাকে'।

১/৮
ভারতের সাড়া জাগানো ডিজাইনার মাসাবা গুপ্তার কাস্টম সালওয়ার কামিজ ও ওড়নার ম্যাচিং সেট পরেছেন দীপিকা পাড়ূকোন।
ভারতের সাড়া জাগানো ডিজাইনার মাসাবা গুপ্তার কাস্টম সালওয়ার কামিজ ও ওড়নার ম্যাচিং সেট পরেছেন দীপিকা পাড়ূকোন।
বিজ্ঞাপন
২/৮
হাতে বোনা সুতিতে পান ফুল আর সোন বৃক্ষের নকশায় এমব্রয়ডারি করা এই পোশাকে।
হাতে বোনা সুতিতে পান ফুল আর সোন বৃক্ষের নকশায় এমব্রয়ডারি করা এই পোশাকে।
বিজ্ঞাপন
৩/৮
সেমি স্মোকি চোখের সাজ, ন্যুড লিপকালার আর আপডু হেয়ারস্টাইলে এলিগেন্ট লাগছেন দীপিকা। কানে লম্বা ঝোলানো সোনালি দুলে সাদা পাথর বসানো
সেমি স্মোকি চোখের সাজ, ন্যুড লিপকালার আর আপডু হেয়ারস্টাইলে এলিগেন্ট লাগছেন দীপিকা। কানে লম্বা ঝোলানো সোনালি দুলে সাদা পাথর বসানো
৪/৮
আজ মহারাষ্ট্র দিবস উপলক্ষেই ট্র্যাডিশনাল মারাঠি লুকে হাজির হয়েছেন আলিয়া ভাট
আজ মহারাষ্ট্র দিবস উপলক্ষেই ট্র্যাডিশনাল মারাঠি লুকে হাজির হয়েছেন আলিয়া ভাট
৫/৮
ভারতের অভিজ্ঞ ডিজাইনার আবু জানি ও সন্দ্বীপ খোসলা জুটির এই কাস্টম পৈথনি শাড়িটি বুনতে দেড় মাস লেগে গিয়েছে
ভারতের অভিজ্ঞ ডিজাইনার আবু জানি ও সন্দ্বীপ খোসলা জুটির এই কাস্টম পৈথনি শাড়িটি বুনতে দেড় মাস লেগে গিয়েছে
৬/৮
ঐতিহ্যবাহী নৌবারি ড্রেপে পরেছেন এই শাড়িটি আলিয়া। সঙ্গে আছে স্লিভলেস কারুকাজ করা ব্লাউজ
ঐতিহ্যবাহী নৌবারি ড্রেপে পরেছেন এই শাড়িটি আলিয়া। সঙ্গে আছে স্লিভলেস কারুকাজ করা ব্লাউজ
৭/৮
টেনে বাঁধা চুলের সঙ্গে একেবারে ন্যাচারাল মেক ওভার আর সাদা ওপাল-সবুজ পাথরের স্টেটমেন্ট দুল পরেছেন আলিয়া। নজর কাড়ছে ছোট সবুজ টিপ। হাতে রয়েছে স্টেটমেন্ট আংটি।
টেনে বাঁধা চুলের সঙ্গে একেবারে ন্যাচারাল মেক ওভার আর সাদা ওপাল-সবুজ পাথরের স্টেটমেন্ট দুল পরেছেন আলিয়া। নজর কাড়ছে ছোট সবুজ টিপ। হাতে রয়েছে স্টেটমেন্ট আংটি।
৮/৮
পুরো লুকের হাইলাইট হয়ে আছে সাদা ফুল আর মিষ্টি হাসি
পুরো লুকের হাইলাইট হয়ে আছে সাদা ফুল আর মিষ্টি হাসি

ছবি: আলিয়া-দীপিকার ইন্সটাগ্রাম

প্রকাশ: ০১ মে ২০২৫, ১৮: ০৫
বিজ্ঞাপন