ভারতে মিডিয়া ও বিনোদনজগত নিয়ে এক তারকাখচিত সামিট অনুষ্ঠিত হচ্ছে। ওয়েভ সামিট নামের এই আয়োজনে বলিউড বাদশাহ শাররুখ খানসহ অনেক তারকাই উপস্থিত হয়েছেন ও আলোচনায় অংশ নিয়েছেন। তবে এর মাঝে আরেক আলোচনা শুরু হয়েছে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় দুই তারকা দীপিকা পাড়ুকোন আর আলিয়া ভাটের লুক নিয়ে। একেবারে বিপরীতধর্মী এই লুক দুটি ছিল দেখার মতো। অনেকটা যেন 'এ বলে আমাকে দেখ, তো ও বলে আমাকে'।
ছবি: আলিয়া-দীপিকার ইন্সটাগ্রাম