সবুজে আবেদনময়ী সোনম
শেয়ার করুন
ফলো করুন

পান্না সবুজ গাউন, মানানসই ট্রেন্ডি জুয়েলারি আর মিনিমাল মেকআপ লুকে ফ্যাশনপ্রেমীদের মন আবারও জয় করে নিয়েছেন বলিউডের ফ্যাশন কুইন সোনম কাপুর।  চলুন, জেনে আসি ছবির গল্পে পুরো সাজপোশাকের আদ্যোপান্ত।

১/৯
স্যাটিন ফেব্রিকের পান্না সবুজ স্ট্র্যাপলেস গাউনে আবেদন ছড়াচ্ছেন ফ্যাশনিস্তা সোনম।
স্যাটিন ফেব্রিকের পান্না সবুজ স্ট্র্যাপলেস গাউনে আবেদন ছড়াচ্ছেন ফ্যাশনিস্তা সোনম।
বিজ্ঞাপন
২/৯
ফ্লোরছোঁয়া কোরসেট ধাঁচের গাউনটির সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন কালো পাম্প শু।
ফ্লোরছোঁয়া কোরসেট ধাঁচের গাউনটির সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন কালো পাম্প শু।
বিজ্ঞাপন
৩/৯
ছেড়ে রাখা চুলে উন্মাদনার ছোঁয়া।
ছেড়ে রাখা চুলে উন্মাদনার ছোঁয়া।
৪/৯
কালো নেইলপলিশ আর পান্নার আংটিতে সেজেছেন তিনি।
কালো নেইলপলিশ আর পান্নার আংটিতে সেজেছেন তিনি।
৫/৯
নো মেকআপ লুকে নজর কাড়ছে কাজল দেওয়া চোখের সাজ।
নো মেকআপ লুকে নজর কাড়ছে কাজল দেওয়া চোখের সাজ।
৬/৯
গাউনের স্ট্রাকচার্ড প্যাটার্ন আলাদা আবেদন যোগ করেছে তাঁর লুকে।
গাউনের স্ট্রাকচার্ড প্যাটার্ন আলাদা আবেদন যোগ করেছে তাঁর লুকে।
৭/৯
বিশেষ আবেদন জাগাচ্ছে পান্নার ক্রস নেকপিস।
বিশেষ আবেদন জাগাচ্ছে পান্নার ক্রস নেকপিস।
৮/৯
আয়নার সামনে লম্বা ট্রেনযুক্ত গাউনে পোজ দিয়েছেন ফ্যাশন কুইন।
আয়নার সামনে লম্বা ট্রেনযুক্ত গাউনে পোজ দিয়েছেন ফ্যাশন কুইন।
৯/৯
মানানসই ট্রেন্ডি জুয়েলারি, মিনিমাল মেকআপ আর গাউনে ফ্যাশনপ্রেমীদের মন আবারও জয় করে নিয়েছেন সোনম
মানানসই ট্রেন্ডি জুয়েলারি, মিনিমাল মেকআপ আর গাউনে ফ্যাশনপ্রেমীদের মন আবারও জয় করে নিয়েছেন সোনম
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১৩: ০০
বিজ্ঞাপন