অনবদ্য অভিনয়ের পাশাপাশি রুচিশীল ফ্যাশন-সেন্সের জন্য বেশ জনপ্রিয় সেনবাড়ির বড় মেয়ে রাইমা সেন। জীবনের ৪৫টি বসন্ত পেরিয়ে গেছে, তাতে কী! বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁকে মাঝেমধ্যেই দেখা যায় চোখধাঁধানো সব বোল্ড লুকে। আর বাড়তি পাওনা হিসেবে নায়িকার সেনসেশনাল লুক তো আছেই। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি কিংবা মুনমুন সেনের মেয়ে—সব পরিচয় ছাপিয়ে রাইমা তাঁর আপন নৈপুণ্যে জায়গা করে নিয়েছেন অভিনয় ও ফ্যাশন–দুনিয়ায়। এথনিক থেকে পশ্চিমা—সব লুকেই মানিয়ে যায় এই বং সুন্দরীকে। বিভিন্ন ফটোশুটের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই শেয়ারও করেন। ইন্সটাগ্রাম থেকে পাওয়া রাইমার সাম্প্রতিক দুটি বোল্ড লুক দেখে আসি চলুন—
ছবি: রাইমা সেনের ইন্সটাগ্রাম