দুটি ভিন্ন বোল্ড লুকে আবার আলোচনায় ৪৫-এর রাইমা
শেয়ার করুন
ফলো করুন

অনবদ্য অভিনয়ের পাশাপাশি রুচিশীল ফ্যাশন-সেন্সের জন্য বেশ জনপ্রিয় সেনবাড়ির বড় মেয়ে রাইমা সেন। জীবনের ৪৫টি বসন্ত পেরিয়ে গেছে, তাতে কী! বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁকে মাঝেমধ্যেই দেখা যায় চোখধাঁধানো সব বোল্ড লুকে। আর বাড়তি পাওনা হিসেবে নায়িকার সেনসেশনাল লুক তো আছেই। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি কিংবা মুনমুন সেনের মেয়ে—সব পরিচয় ছাপিয়ে রাইমা তাঁর আপন নৈপুণ্যে জায়গা করে নিয়েছেন অভিনয় ও ফ্যাশন–দুনিয়ায়। এথনিক থেকে পশ্চিমা—সব লুকেই মানিয়ে যায় এই বং সুন্দরীকে। বিভিন্ন ফটোশুটের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই শেয়ারও করেন। ইন্সটাগ্রাম থেকে পাওয়া রাইমার সাম্প্রতিক দুটি বোল্ড লুক দেখে আসি চলুন—

বস লেডি লুক

১/৬
গোধূলির আলোয় ‘বস লেডি’ লুকে পোজ দিয়েছেন রাইমা। কালো রঙের ফ্লোরাল সি থ্রু টপের ওপর লেয়ার করেছেন রয়েল ব্লু ব্লেজার। বটমে স্কিন ফিট জিনস। ওয়েট হেয়ার লুকে ধরা পড়েছেন ‘কিলার ভাইবে’
গোধূলির আলোয় ‘বস লেডি’ লুকে পোজ দিয়েছেন রাইমা। কালো রঙের ফ্লোরাল সি থ্রু টপের ওপর লেয়ার করেছেন রয়েল ব্লু ব্লেজার। বটমে স্কিন ফিট জিনস। ওয়েট হেয়ার লুকে ধরা পড়েছেন ‘কিলার ভাইবে’
২/৬
লেয়ার স্টাইলের সুবিধা হলো চাইলেই টপের ওপরের পোশাকটি খুলে রাখা যায়। অভিনেত্রী এই আউটফিটের সঙ্গে বেছে নিয়েছেন টিয়ার ড্রপ দুল
লেয়ার স্টাইলের সুবিধা হলো চাইলেই টপের ওপরের পোশাকটি খুলে রাখা যায়। অভিনেত্রী এই আউটফিটের সঙ্গে বেছে নিয়েছেন টিয়ার ড্রপ দুল
৩/৬
সফট স্কোকি আই মেকআপের সঙ্গে নজড় কাড়ছে ঠোঁটের লাল লিপকালার। রাইমাকে দেখে বোঝার উপায় নেই তিনি ৪০ পেরিয়েছেন ৫ বছর আগেই
সফট স্কোকি আই মেকআপের সঙ্গে নজড় কাড়ছে ঠোঁটের লাল লিপকালার। রাইমাকে দেখে বোঝার উপায় নেই তিনি ৪০ পেরিয়েছেন ৫ বছর আগেই
বিজ্ঞাপন

হট সামার লুক

৪/৬
নজড়কাড়া ‘সামার লুকে’ ফ্রেমবন্দী হয়েছেন তিনি। নুড রঙের ডিপ হল্টারনেক মিডি ড্রেসের সঙ্গে কোমরে পরেছেন স্টাইলিশ লেদার বেল্ট। আর লেয়ার করেছেন একই ফেব্রিকের ঢিলেঢালা শ্রাগ দিয়ে
নজড়কাড়া ‘সামার লুকে’ ফ্রেমবন্দী হয়েছেন তিনি। নুড রঙের ডিপ হল্টারনেক মিডি ড্রেসের সঙ্গে কোমরে পরেছেন স্টাইলিশ লেদার বেল্ট। আর লেয়ার করেছেন একই ফেব্রিকের ঢিলেঢালা শ্রাগ দিয়ে
৫/৬
এই লুকে জুয়েলারি পরেননি নায়িকা। তবে আঙুলে শোভা পাচ্ছে স্টেটমেন্ট রিং। মেকআপে ধরা পড়েছেন শিমারি ছোঁয়ায়। নুড লিপস্টিক আর নেইলপলিশ বেছে নিয়েছেন আউটফিটের সঙ্গে মিলিয়ে
এই লুকে জুয়েলারি পরেননি নায়িকা। তবে আঙুলে শোভা পাচ্ছে স্টেটমেন্ট রিং। মেকআপে ধরা পড়েছেন শিমারি ছোঁয়ায়। নুড লিপস্টিক আর নেইলপলিশ বেছে নিয়েছেন আউটফিটের সঙ্গে মিলিয়ে
৬/৬
সব মিলিয়ে এই বয়সেও ‘কিলার লুকে’ সবাইকে মাত করে রেখেছেন রাইমা সেন
সব মিলিয়ে এই বয়সেও ‘কিলার লুকে’ সবাইকে মাত করে রেখেছেন রাইমা সেন

ছবি: রাইমা সেনের ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন