সাগরপাড়ে স্টাইলিশ লুকে আকর্ষণীয় টয়া
শেয়ার করুন
ফলো করুন

শুধু ভ্রমণের স্থান উপভোগ করাই নয়, সঙ্গে সাজ পোশাকটাও যেন হয় পরিবেশ উপযোগী আর স্টাইলিশ, সেদিকেও খেয়াল রাখেন তরুণ ফ্যাশনিস্তারা। তারকারা এ বিষয়ে যেন আরও এক ধাপ এগিয়ে।

সম্প্রতি অবকাশযাপনে সমুদ্রসৈকতকে বেছে নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী টয়া। সমুদ্রবিলাসকে আরও প্রাণবন্ত করতে তিনি বেছে নিয়েছেন নীল ও সবুজ রঙের দুটি আউটফিট।

প্রথম লুকে টয়া পরেছেন একটি ম্যাক্সি ড্রেস। নীল ড্রেসের পুরোটায় সাদা ফুল পাতার প্রিন্ট আছে। আর কোমরের কাছের কাটআউট প্যাটার্ন যেন তাঁর লুকে যোগ করেছে ভিন্ন আবেদন। অভিনেত্রী এই সুন্দর আউটফিটের সঙ্গে মিনিমাল মেকআপ করেছেন। হাতে পরেছেন একটি সাদা পুঁতির ব্রেসলেট আর চোখে স্টাইলিশ কেটস আই সানগ্লাস। খোলা চুলে বেশ ফুরফুরে আমেজেই ফ্রেমে ধরা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরেকটি লুকে টয়াকে দেখা যাচ্ছে সবুজ থিমের আউটফিটে। রুশড ডিটেলের স্ট্রেপলেস বডিকন ড্রেস পরেছেন তিনি। ড্রেসের ওপর লেয়ার করে পরেছেন হালকা জলপাই রঙের শার্ট। তাতেই যেন টয়ার লুকে প্রকাশ পেয়েছে ‘বিচ ভাইব’।

ছেড়ে রেখেছেন চুল, চোখে পরেছেন কালো সানগ্লাস। মিনিমাল মেকআপে গুরুত্ব পেয়েছে নুড পিংক লিপস্টিকের সাজ। সব মিলিয়ে টয়া যেন হয়ে উঠেছেন সমুদ্রের রাজকন্যা।

ছবি: টয়ার ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন