আম্বানি পরিবারের বিয়ের আগেই ককটেল পার্টিতে তারকাদের মেলা
শেয়ার করুন
ফলো করুন

ভারতের অত্যন্ত বিখ্যাত ও ধনাঢ্য আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি তাঁর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টকে বিয়ে করতে চলেছেন। এ উপলক্ষে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়। আম্বানি পরিবারের বিয়ের প্রস্তুতি বলে কথা। অনুষ্ঠানে গ্ল্যাম লুকে এদিন উপস্থিত হন বলিউডের গ্ল্যামারাস তারকারা। একেকজনের সাজপোশাক ছিল দেখার মতো। একাধিক আন্তর্জাতিক তারকার উপস্থিতিও ছিল এই অনুষ্ঠানে।

১/৯
হবু মা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং সাদা-কালো আউটফিটে এসেছিলেন ককটেল পার্টিতে। ভক্তরা তাঁদের শেয়ার করা ছবিগুলো দেখে বেশ মুগ্ধ হয়েছেন। দীপিকা পরেছেন ডিপ নেকলাইনের একটি স্লিভলেস ফ্রক। তাঁর এই অলব্ল্যাক লুকে প্রকাশ পেয়েছে ভিনটেজ আমেজ। এই সুন্দর আউটফিটের সঙ্গে অভিনেত্রী তাঁর হেয়ারস্টাইলে যোগ করেছেন কালো বো। অন্যদিকে রণবীর পরেছেন সাদা থ্রি–পিস স্যুট।
হবু মা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং সাদা-কালো আউটফিটে এসেছিলেন ককটেল পার্টিতে। ভক্তরা তাঁদের শেয়ার করা ছবিগুলো দেখে বেশ মুগ্ধ হয়েছেন। দীপিকা পরেছেন ডিপ নেকলাইনের একটি স্লিভলেস ফ্রক। তাঁর এই অলব্ল্যাক লুকে প্রকাশ পেয়েছে ভিনটেজ আমেজ। এই সুন্দর আউটফিটের সঙ্গে অভিনেত্রী তাঁর হেয়ারস্টাইলে যোগ করেছেন কালো বো। অন্যদিকে রণবীর পরেছেন সাদা থ্রি–পিস স্যুট।
বিজ্ঞাপন
২/৯
 নবাব পরিবারের বউ কারিনা কাপুর খান, স্বামী সাইফ আলি খান আর তাঁদের বড় ছেলে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কারিনা পরেছিলেন খুব সুন্দর সিকুইন আর ক্রিস্টেল–সজ্জিত একটা ল্যাভেন্ডার শাড়ি। স্ট্রেপলেস ব্লাউজের সঙ্গে শাড়ির অসাধারণ ড্রেপিং, গলায় পরা ম্যাচিং চোকার আর স্টেটমেন্ট দুলে অভিনেত্রীর গ্ল্যাম লুক থেকে চোখ সরানোই যেন দায়। অন্যদিকে সাইফ পরেছিলেন কালো স্ট্রাইপের প্যান্ট–স্যুট আর পারপল সাটিন শার্ট।
নবাব পরিবারের বউ কারিনা কাপুর খান, স্বামী সাইফ আলি খান আর তাঁদের বড় ছেলে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। কারিনা পরেছিলেন খুব সুন্দর সিকুইন আর ক্রিস্টেল–সজ্জিত একটা ল্যাভেন্ডার শাড়ি। স্ট্রেপলেস ব্লাউজের সঙ্গে শাড়ির অসাধারণ ড্রেপিং, গলায় পরা ম্যাচিং চোকার আর স্টেটমেন্ট দুলে অভিনেত্রীর গ্ল্যাম লুক থেকে চোখ সরানোই যেন দায়। অন্যদিকে সাইফ পরেছিলেন কালো স্ট্রাইপের প্যান্ট–স্যুট আর পারপল সাটিন শার্ট।
বিজ্ঞাপন
৩/৯
প্লাঞ্জিং নেকলাইনের কালো বডিকন গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। এই পোশাকের অন্যতম আকর্ষণ ডান কাঁধে বসানো ফ্লোরাল এক্সটেনশন। অভিনেত্রী তাঁর মিনিমাল মেকআপের সঙ্গে কানে পরেছেন ডায়মন্ডের দুল আর হেয়ারস্টাইল হিসেবে বেছে নিয়েছেন ব্যাক–বান।
প্লাঞ্জিং নেকলাইনের কালো বডিকন গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। এই পোশাকের অন্যতম আকর্ষণ ডান কাঁধে বসানো ফ্লোরাল এক্সটেনশন। অভিনেত্রী তাঁর মিনিমাল মেকআপের সঙ্গে কানে পরেছেন ডায়মন্ডের দুল আর হেয়ারস্টাইল হিসেবে বেছে নিয়েছেন ব্যাক–বান।
৪/৯
বলিউড ফ্যাশন কুইন ও অভিনেত্রী সোনম কাপুর ফ্রেমবন্দী হয়েছেন কাস্টম মেড ফিউশনধর্মী কালো গাউনে। চোখধাঁধানো ডিজাইনের এই গাউনের সঙ্গে অভিনেত্রী কানে পরেছেন ঝুমকা আর চুলে করেছেন ব্যাক-বান।
বলিউড ফ্যাশন কুইন ও অভিনেত্রী সোনম কাপুর ফ্রেমবন্দী হয়েছেন কাস্টম মেড ফিউশনধর্মী কালো গাউনে। চোখধাঁধানো ডিজাইনের এই গাউনের সঙ্গে অভিনেত্রী কানে পরেছেন ঝুমকা আর চুলে করেছেন ব্যাক-বান।
৫/৯
মিডনাইট ব্লু রঙের প্লাগিং অফ দ্য শোল্ডার ডিপ নেকলাইন গাউনে ধরা দিয়েছেন গ্ল্যাম গার্ল আলিয়া ভাট।
মিডনাইট ব্লু রঙের প্লাগিং অফ দ্য শোল্ডার ডিপ নেকলাইন গাউনে ধরা দিয়েছেন গ্ল্যাম গার্ল আলিয়া ভাট।
৬/৯
মিরা রাজপুত এসেছিলেন একদম স্নিগ্ধ সাজপোশাকে। তিনি পরেছেন কাটআউট নকশার ফুল স্লিভ সাদা আউটফিট। সঙ্গে জুয়েলারি হিসেবে কানে পরেছেন আকর্ষণীয় স্টেটমেন্ট দুল।
মিরা রাজপুত এসেছিলেন একদম স্নিগ্ধ সাজপোশাকে। তিনি পরেছেন কাটআউট নকশার ফুল স্লিভ সাদা আউটফিট। সঙ্গে জুয়েলারি হিসেবে কানে পরেছেন আকর্ষণীয় স্টেটমেন্ট দুল।
৭/৯
পর্দার অদিতি, জেনেলিয়া ডি’সুজা এসেছিলেন মনোক্রম লুকে। পরেছেন স্ট্রেপলেস গাউন আর পায়ে হিল।
পর্দার অদিতি, জেনেলিয়া ডি’সুজা এসেছিলেন মনোক্রম লুকে। পরেছেন স্ট্রেপলেস গাউন আর পায়ে হিল।
৮/৯
ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী দুজনেই এসেছিলেন গ্ল্যামারাস লুকে। ধোনি পরেছেন প্যাটার্নড ব্ল্যাক স্যুট ও সাদা শার্ট। অন্যদিকে তাঁর স্ত্রী সুইটহার্ট নেকের সিকুইন–সজ্জিত ব্লাউজের সঙ্গে পরেছেন কালো নেটের শাড়ি।
ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী দুজনেই এসেছিলেন গ্ল্যামারাস লুকে। ধোনি পরেছেন প্যাটার্নড ব্ল্যাক স্যুট ও সাদা শার্ট। অন্যদিকে তাঁর স্ত্রী সুইটহার্ট নেকের সিকুইন–সজ্জিত ব্লাউজের সঙ্গে পরেছেন কালো নেটের শাড়ি।
৯/৯
অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগন একই ফ্রেমে। পরেছেন ব্ল্যাক স্যুট।
অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগন একই ফ্রেমে। পরেছেন ব্ল্যাক স্যুট।
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১৪: ০০
বিজ্ঞাপন