ভারতের অত্যন্ত বিখ্যাত ও ধনাঢ্য আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি তাঁর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টকে বিয়ে করতে চলেছেন। এ উপলক্ষে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়। আম্বানি পরিবারের বিয়ের প্রস্তুতি বলে কথা। অনুষ্ঠানে গ্ল্যাম লুকে এদিন উপস্থিত হন বলিউডের গ্ল্যামারাস তারকারা। একেকজনের সাজপোশাক ছিল দেখার মতো। একাধিক আন্তর্জাতিক তারকার উপস্থিতিও ছিল এই অনুষ্ঠানে।