খুব বেশি হিট সিনেমা দেন নি তিনি। তবে প্রতিটি সিনেমায় তাঁর আলাদা লুক নজর কেড়েছে সবসময়। অমৃতা রাওয়ের করা দেশি লুকের মায়াময় চরিত্রের জন্যই বলিউডের ভিভাহ সিনেমাটি একটি ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে বলা যায়। অ্যারেঞ্জড ম্যারেজের মন ছুঁয়ে যাওয়া গল্পটি অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলেছে এখানে অমৃতার লুক। একেবারে ঐতিহ্যবাহী সুবোধ বালিকা রূপে তাঁর শাড়ি, লেহেঙ্গা ও সালওয়ার কামিজের সাজ স্মরণীয় হয়ে আছে সবার কাছে। বলা যায়, অমৃতা মায়াময় দেশি লুকে সবাইকে অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে স্বপ্ন দেখিয়েছেন। এখানে শহিদ কাপুরের বিপরীতে ট্র্যাডিশনাল ও একরকম লুকে দেখা গেলেও আসলে এই অভিনেত্রী অত্যন্ত স্টাইলিশ। সব পোশাকেই সমান স্বচ্ছন্দ আর সুন্দর অমৃতা রাওয়ের ইন্সটাগ্রাম ঘুরে তার কিছু ঝলক দেখে আসি চলুন।
ছবি: অমৃতার ইন্সটাগ্রাম