মায়াময় দেশি লুকে একসময় অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে স্বপ্ন দেখিয়েছেন এই বলিউড ফ্যাশনিস্তা
শেয়ার করুন
ফলো করুন

খুব বেশি হিট সিনেমা দেন নি তিনি। তবে প্রতিটি সিনেমায় তাঁর আলাদা লুক নজর কেড়েছে সবসময়। অমৃতা রাওয়ের করা দেশি লুকের মায়াময় চরিত্রের জন্যই বলিউডের ভিভাহ সিনেমাটি একটি ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে বলা যায়। অ্যারেঞ্জড ম্যারেজের মন ছুঁয়ে যাওয়া গল্পটি অত্যন্ত বিশ্বাসযোগ্য করে তুলেছে এখানে অমৃতার লুক। একেবারে ঐতিহ্যবাহী সুবোধ বালিকা রূপে তাঁর শাড়ি, লেহেঙ্গা ও সালওয়ার কামিজের সাজ স্মরণীয় হয়ে আছে সবার কাছে। বলা যায়, অমৃতা মায়াময় দেশি লুকে সবাইকে অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে স্বপ্ন দেখিয়েছেন। এখানে শহিদ কাপুরের বিপরীতে ট্র্যাডিশনাল ও একরকম লুকে দেখা গেলেও আসলে এই অভিনেত্রী অত্যন্ত স্টাইলিশ। সব পোশাকেই সমান স্বচ্ছন্দ আর সুন্দর অমৃতা রাওয়ের ইন্সটাগ্রাম ঘুরে তার কিছু ঝলক দেখে আসি চলুন।

১/১১
স্টাইলিশ ওয়েডিং ফটোশ্যুটে দেখা যাচ্ছে অমৃতা রাওকে। ওয়ান শোল্ডার চোলির লেহেঙ্গার লুকটি খুবই মানিয়েছে তাঁকে
স্টাইলিশ ওয়েডিং ফটোশ্যুটে দেখা যাচ্ছে অমৃতা রাওকে। ওয়ান শোল্ডার চোলির লেহেঙ্গার লুকটি খুবই মানিয়েছে তাঁকে
বিজ্ঞাপন
২/১১
তবে সবাই অমৃতার এই কনের সাজটিই মনে রাখবে সবসময়। ভিভাহ সিনেমায় এমন করেই বউ সেজেছিলেন তিনি শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করে।
তবে সবাই অমৃতার এই কনের সাজটিই মনে রাখবে সবসময়। ভিভাহ সিনেমায় এমন করেই বউ সেজেছিলেন তিনি শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করে।
বিজ্ঞাপন
৩/১১
এমন ট্র্যাডিশনাল লুকে তিনি লাখো তরুণের মনে অ্যারেঞ্জড ম্যারেজের স্বপ্ন বুনেছেন এই চরিত্র দিয়ে
এমন ট্র্যাডিশনাল লুকে তিনি লাখো তরুণের মনে অ্যারেঞ্জড ম্যারেজের স্বপ্ন বুনেছেন এই চরিত্র দিয়ে
৪/১১
এমনিতে কিন্তু দারুণ স্টাইলিশ এই অভিনেত্রী। পরেছেন অফ দ্য শোল্ডার লাল ড্রেস
এমনিতে কিন্তু দারুণ স্টাইলিশ এই অভিনেত্রী। পরেছেন অফ দ্য শোল্ডার লাল ড্রেস
৫/১১
৪৩-এ এসেও এমন তারুণ্যদীপ্ত লুক তাঁর। পরেছেন উজ্জ্বল হলুদ কোট ড্রেস
৪৩-এ এসেও এমন তারুণ্যদীপ্ত লুক তাঁর। পরেছেন উজ্জ্বল হলুদ কোট ড্রেস
৬/১১
সোনালি শর্টস, ব্রঞ্জ ট্যাংক টপ আর টিকলি মিলে এসেছে ফাংকি লুক
সোনালি শর্টস, ব্রঞ্জ ট্যাংক টপ আর টিকলি মিলে এসেছে ফাংকি লুক
৭/১১
ক্যারিয়ারের শুরুতে সুপারহিট 'ম্যায় হু না' সিনেমায় এমন লুকে দেখা গিয়েছে তাঁকে।
ক্যারিয়ারের শুরুতে সুপারহিট 'ম্যায় হু না' সিনেমায় এমন লুকে দেখা গিয়েছে তাঁকে।
৮/১১
ফিটনেস ধরে রেখেছেন এই ছিপছিপে ফিগারের অভিনেত্রী। পরেছেন সিকুইনের শিয়ার ব্যাক এলিগ্যান্ট নেভি ব্লু ড্রেস
ফিটনেস ধরে রেখেছেন এই ছিপছিপে ফিগারের অভিনেত্রী। পরেছেন সিকুইনের শিয়ার ব্যাক এলিগ্যান্ট নেভি ব্লু ড্রেস
৯/১১
এমন ফিউশন লুকে দেখা দেন তিনি প্রায়ই
এমন ফিউশন লুকে দেখা দেন তিনি প্রায়ই
১০/১১
ট্র্যাডিশনাল লেহেঙ্গার লুকে অমৃতা
ট্র্যাডিশনাল লেহেঙ্গার লুকে অমৃতা
১১/১১
ডেনিম অন ডেনিমের এই স্টাইলিশ অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই তিনিই সেই ভিভাহ সিনেমার  মেয়েটি
ডেনিম অন ডেনিমের এই স্টাইলিশ অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই তিনিই সেই ভিভাহ সিনেমার মেয়েটি

ছবি: অমৃতার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৪: ৩৩
বিজ্ঞাপন