কাঁঠালের পোশাকে ইন্সটাগ্রামে ঝড় তুললেন নুসরাত ফারিয়া
শেয়ার করুন
ফলো করুন

জেনজিদের ফ্যাশন অনেকটাই তাল মিলিয়ে চলে বৈশ্বিক ট্রেন্ডের সঙ্গে। আমাদের দেশের সৃজনশীল ফ্যাশন লেবেল কাঁঠাল এক্ষেত্রে বেশ এগিয়ে। বিশিষ্ট ফ্যাশন উদ্যোক্তা আসাদ সাত্তারকে সবাই আর্কার জন্য বেশি চিনলেও তাঁরই ফ্যাশন লেবেল কাঁঠাল। তাদের দ্য সাবস্টেন্স ক্যাপসুল কালেকশনেরই একটি টপের আকর্ষণীয় লুকে ইন্সটাগ্রামে ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া। সেই সঙ্গে পুরো সাজপোশাকেই অত্যন্ত আবেদনময়ী লাগছেন তিনি।

১/৫
ফিউশন-হিপহপ স্টাইলের লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরেছেন ফ্যাশন লেবেল কাঁঠাল-এর টপ
ফিউশন-হিপহপ স্টাইলের লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরেছেন ফ্যাশন লেবেল কাঁঠাল-এর টপ
বিজ্ঞাপন
২/৫
ক্রপ লেংথের টপে ফ্লোরাল প্রিন্ট। কিছুটা শিয়ার ভিসকোস ম্যাটেরিয়ালে তৈরি এটি।
ক্রপ লেংথের টপে ফ্লোরাল প্রিন্ট। কিছুটা শিয়ার ভিসকোস ম্যাটেরিয়ালে তৈরি এটি।
বিজ্ঞাপন
৩/৫
সফট গ্ল্যাম মেকওভারে দেখা যাচ্ছে এই সুন্দরী অভিনেত্রীকে। ন্যুড কমলা সেমি ম্যাত লিপকালার ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে আছে ঘন কাজল ও আইলাইনার।
সফট গ্ল্যাম মেকওভারে দেখা যাচ্ছে এই সুন্দরী অভিনেত্রীকে। ন্যুড কমলা সেমি ম্যাত লিপকালার ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে আছে ঘন কাজল ও আইলাইনার।
৪/৫
টপের ভেতরে কালো ব্রালেট। হাই ওয়েস্ট প্যান্টে একটি জ্যাকেট ক্যাজুয়ালভাবে বাঁধা
টপের ভেতরে কালো ব্রালেট। হাই ওয়েস্ট প্যান্টে একটি জ্যাকেট ক্যাজুয়ালভাবে বাঁধা
৫/৫
চুলগুলো কার্ল করে ছেড়ে রাখা। এর সঙ্গে নুসরাত ফারিয়া পরেছেন দুই হাতভর্তি ঝকঝকে রূপালি নানা ধরনের চুড়ি ও বালা। গলায় আছে রূপালি চোকার ও নেকপিস।
চুলগুলো কার্ল করে ছেড়ে রাখা। এর সঙ্গে নুসরাত ফারিয়া পরেছেন দুই হাতভর্তি ঝকঝকে রূপালি নানা ধরনের চুড়ি ও বালা। গলায় আছে রূপালি চোকার ও নেকপিস।

ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯: ১৩
বিজ্ঞাপন