জেনজিদের ফ্যাশন অনেকটাই তাল মিলিয়ে চলে বৈশ্বিক ট্রেন্ডের সঙ্গে। আমাদের দেশের সৃজনশীল ফ্যাশন লেবেল কাঁঠাল এক্ষেত্রে বেশ এগিয়ে। বিশিষ্ট ফ্যাশন উদ্যোক্তা আসাদ সাত্তারকে সবাই আর্কার জন্য বেশি চিনলেও তাঁরই ফ্যাশন লেবেল কাঁঠাল। তাদের দ্য সাবস্টেন্স ক্যাপসুল কালেকশনেরই একটি টপের আকর্ষণীয় লুকে ইন্সটাগ্রামে ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া। সেই সঙ্গে পুরো সাজপোশাকেই অত্যন্ত আবেদনময়ী লাগছেন তিনি।
ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম