সাদা শাড়িতে, আলতা পায়ে ইন্সটাগ্রাম রাঙালেন আবেদনময়ী মৌনী রায়
শেয়ার করুন
ফলো করুন

মৌনী রায় নামটির সঙ্গে ফ্যাশনজগতের কমবেশি সবাই পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের এই বাঙালি মেয়ের দাপট এখন ছড়িয়েছে বলিউডেও। অভিনয়ে তাঁর যতটা নামডাক, তার চেয়ে বেশি ফ্যাশনে। নিত্যনতুন ডিজাইনের পোশাকে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায়। এথনিক, ওয়েস্টার্ন—দুই ধরনের পোশাকেই তিনি সমান আকর্ষণ কাড়েন। স্টাইল আর ফ্যাশন সেন্সের দিক থেকে বেশ ট্রেন্ডি এই অভিনেত্রী। তবে বাঙালি বলেই হয়তো শাড়ির লুকে মৌনী যেন হয়ে ওঠেন অপ্সরীর মতো সুন্দর। সম্প্রতি সাদা শাড়ির সঙ্গে ট্র্যাডিশনাল গয়না আর একেবারে রাস্টিক আমেজের আলতার সাজে এই সুন্দরী অভিনেত্রী কিছু ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। মৌনীর এর ইন্সটাগ্রাম রাঙানো এই আলতা পায়ের লুক দেখে নেওয়া যাক এবারে সবিস্তারে।

১/৭
শিয়ার ফেব্রিকের সাদা ফিনফিনে শাড়ি পরেছেন মৌনী। সেই সঙ্গে নুডল স্ট্র্যাপের গভীর নেকলাইনের সোনালি ব্লাউজে আবেদন ছড়াচ্ছেন তিনি।
শিয়ার ফেব্রিকের সাদা ফিনফিনে শাড়ি পরেছেন মৌনী। সেই সঙ্গে নুডল স্ট্র্যাপের গভীর নেকলাইনের সোনালি ব্লাউজে আবেদন ছড়াচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
২/৭
তবে সবার আগে চোখে পড়ছে ভরপুর আলতার সাজ। হাতে ও পায়ে দরাজ হাতে আলতা পরেছেন এই বং সুন্দরী। আর তাতে আছে ট্র্যাডিশনাল রাস্টিক ডিজাইন।
তবে সবার আগে চোখে পড়ছে ভরপুর আলতার সাজ। হাতে ও পায়ে দরাজ হাতে আলতা পরেছেন এই বং সুন্দরী। আর তাতে আছে ট্র্যাডিশনাল রাস্টিক ডিজাইন।
বিজ্ঞাপন
৩/৭
চুলে লাল ফুল গুঁজেছেন মৌনী আর হাতে আছে সাদা ফুলের গাজরা। নজর কাড়ছে দুহাত ভরা লাল-সোনালি চুড়ি, বড় চাঁদবালি, বড় আংটি আর হেড ব্যান্ড। সাজে বাড়াবাড়ি নেই। বেছে নিয়েছেন তিনি হালকা লাল লিপকালার আর গাঢ় কাজল।
চুলে লাল ফুল গুঁজেছেন মৌনী আর হাতে আছে সাদা ফুলের গাজরা। নজর কাড়ছে দুহাত ভরা লাল-সোনালি চুড়ি, বড় চাঁদবালি, বড় আংটি আর হেড ব্যান্ড। সাজে বাড়াবাড়ি নেই। বেছে নিয়েছেন তিনি হালকা লাল লিপকালার আর গাঢ় কাজল।
৪/৭
শাড়ির বর্ডারে ঢেউ খেলানো সোনালি বর্ডার আর চুলের লম্বা বেণিতেও সোনালি জরীর ফিতা। তাঁর এই বেণি অবশ্য নাগিণ সিরিয়ালের কথা মনে করিয়ে দিচ্ছে, যেটি তাঁকে পরিচিত করেছে শো বিজে।
শাড়ির বর্ডারে ঢেউ খেলানো সোনালি বর্ডার আর চুলের লম্বা বেণিতেও সোনালি জরীর ফিতা। তাঁর এই বেণি অবশ্য নাগিণ সিরিয়ালের কথা মনে করিয়ে দিচ্ছে, যেটি তাঁকে পরিচিত করেছে শো বিজে।
৫/৭
ব্যাকলেস ডিজাইনের ব্লাউজে সবসময় জুড়িহীন মৌনী
ব্যাকলেস ডিজাইনের ব্লাউজে সবসময় জুড়িহীন মৌনী
৬/৭
আলতা রাঙা পায়ে একেবারে ইন্সটাগ্রাম রাঙিয়েছেন মৌনী এই লুকে। পায়ে পরেছেন নজরকাড়া নূপুর।
আলতা রাঙা পায়ে একেবারে ইন্সটাগ্রাম রাঙিয়েছেন মৌনী এই লুকে। পায়ে পরেছেন নজরকাড়া নূপুর।
৭/৭
হাজারো পশ্চিমা পোশাক আর ফিউশনের লুকের মাঝে মৌনীর এই ট্র্যাডিশনাল, চোখ জুড়ানো শাড়ি ও আলতার সাজ আসলেই আলাদা করে নজর কেড়েছে সকলের।
হাজারো পশ্চিমা পোশাক আর ফিউশনের লুকের মাঝে মৌনীর এই ট্র্যাডিশনাল, চোখ জুড়ানো শাড়ি ও আলতার সাজ আসলেই আলাদা করে নজর কেড়েছে সকলের।
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৩: ৪৫
বিজ্ঞাপন