মৌনী রায় নামটির সঙ্গে ফ্যাশনজগতের কমবেশি সবাই পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের এই বাঙালি মেয়ের দাপট এখন ছড়িয়েছে বলিউডেও। অভিনয়ে তাঁর যতটা নামডাক, তার চেয়ে বেশি ফ্যাশনে। নিত্যনতুন ডিজাইনের পোশাকে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায়। এথনিক, ওয়েস্টার্ন—দুই ধরনের পোশাকেই তিনি সমান আকর্ষণ কাড়েন। স্টাইল আর ফ্যাশন সেন্সের দিক থেকে বেশ ট্রেন্ডি এই অভিনেত্রী। তবে বাঙালি বলেই হয়তো শাড়ির লুকে মৌনী যেন হয়ে ওঠেন অপ্সরীর মতো সুন্দর। সম্প্রতি সাদা শাড়ির সঙ্গে ট্র্যাডিশনাল গয়না আর একেবারে রাস্টিক আমেজের আলতার সাজে এই সুন্দরী অভিনেত্রী কিছু ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। মৌনীর এর ইন্সটাগ্রাম রাঙানো এই আলতা পায়ের লুক দেখে নেওয়া যাক এবারে সবিস্তারে।