সাদা–নীল ড্রেসে চমকে দিলেন টালিউড ডিভা ঊষসী রায়
শেয়ার করুন
ফলো করুন

ওয়েব সিরিজ, টেলিভিশন ধারাবাহিক ও ওটিটি—এই তিন মাধ্যমেই তাক লাগিয়ে দিচ্ছেন টালিউড অভিনেত্রী ঊষসী রায়। মিষ্টি মুখশ্রী আর বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সহজেই নজর কাড়েন তিনি। দেশি হোক বা পশ্চিমা, সব লুকেই আবেদন জাগাতে জানেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ঊষসীর নানা রূপের ঝলক দেখা যায়। চলুন, দেখে আসি অভিনেত্রীর সাম্প্রতিক লুকের ছবিগুলো।

১/১০
সাদা–নীল স্ট্রাইপড ম্যাক্সি ড্রেসে ধরা দিলেন ঊষসী।
সাদা–নীল স্ট্রাইপড ম্যাক্সি ড্রেসে ধরা দিলেন ঊষসী।
বিজ্ঞাপন
২/১০
সাদা রঙের রাফলড স্লিভ আর প্লাঞ্জিং নেকলাইনের এই পোশাকে বেশ মানিয়েছে অভিনেত্রীকে।
সাদা রঙের রাফলড স্লিভ আর প্লাঞ্জিং নেকলাইনের এই পোশাকে বেশ মানিয়েছে অভিনেত্রীকে।
বিজ্ঞাপন
৩/১০
ঊষসীর পরনের এই ড্রেসটি প্রায় ফ্লোর–ছোঁয়া। আবেদন কাড়ছে স্লিট ডিজাইন। সামার ড্রেস হিসেবে একদম পারফেক্ট এই লুক।
ঊষসীর পরনের এই ড্রেসটি প্রায় ফ্লোর–ছোঁয়া। আবেদন কাড়ছে স্লিট ডিজাইন। সামার ড্রেস হিসেবে একদম পারফেক্ট এই লুক।
৪/১০
স্নিগ্ধতা ও স্টাইলের নিখুঁত মিশেল প্রকাশ পেয়েছে তাঁর লুকে।
স্নিগ্ধতা ও স্টাইলের নিখুঁত মিশেল প্রকাশ পেয়েছে তাঁর লুকে।
৫/১০
ঢেউখেলানো হেয়ারস্টাইল আর কানে গোঁজা ফুলে উপচে পড়ছে তাঁর সৌন্দর্য।
ঢেউখেলানো হেয়ারস্টাইল আর কানে গোঁজা ফুলে উপচে পড়ছে তাঁর সৌন্দর্য।
৬/১০
আউটফিটের মতো সবকিছুই মিনিমাল আর ন্যাচারাল রেখেছেন ঊষসী।
আউটফিটের মতো সবকিছুই মিনিমাল আর ন্যাচারাল রেখেছেন ঊষসী।
৭/১০
মেকআপে ফুটে উঠেছে নিউট্রাল টোন। ন্যুড লিপস্টিক আর গালে হালকা গোলাপি ব্লাশ অন দিয়েছেন শুধু।
মেকআপে ফুটে উঠেছে নিউট্রাল টোন। ন্যুড লিপস্টিক আর গালে হালকা গোলাপি ব্লাশ অন দিয়েছেন শুধু।
৮/১০
কোনো জুয়েলারি বা অ্যাকসেসরিজ ছাড়া এই লুক যেন সম্পূর্ণ।
কোনো জুয়েলারি বা অ্যাকসেসরিজ ছাড়া এই লুক যেন সম্পূর্ণ।
৯/১০
দেশি হোক বা পশ্চিমা, সব লুকেই আবেদন জাগাতে জানেন অভিনেত্রী।
দেশি হোক বা পশ্চিমা, সব লুকেই আবেদন জাগাতে জানেন অভিনেত্রী।
১০/১০
ঊষসী রায় মানেই স্টাইল আর সাবলীলতা—এই ছবিগুলোয় সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি।
ঊষসী রায় মানেই স্টাইল আর সাবলীলতা—এই ছবিগুলোয় সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি।
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন