ওয়েব সিরিজ, টেলিভিশন ধারাবাহিক ও ওটিটি—এই তিন মাধ্যমেই তাক লাগিয়ে দিচ্ছেন টালিউড অভিনেত্রী ঊষসী রায়। মিষ্টি মুখশ্রী আর বৈচিত্র্যময় ফ্যাশন সেন্সের জন্য সহজেই নজর কাড়েন তিনি। দেশি হোক বা পশ্চিমা, সব লুকেই আবেদন জাগাতে জানেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ঊষসীর নানা রূপের ঝলক দেখা যায়। চলুন, দেখে আসি অভিনেত্রীর সাম্প্রতিক লুকের ছবিগুলো।