মিলান ফ্যাশন উইকে অভিষেকেই নজর কাড়লেন তামান্না ভাটিয়া
শেয়ার করুন
ফলো করুন

ইতালিতে চলছে ফ্যাশনের অন্যতম আসর মিলান ফ্যাশন উইক। সেখানে এবার প্রথমবারের মতো লালগালিচায় হাজির হয়েছেন তামান্না ভাটিয়া। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

ফ্যাশন শোতে তিনি বেছে নিয়েছিলেন ইতালির বিলাসবহুল ব্র্যান্ড রবার্তো কাভালির স্প্রিং/সামার ২০২৫ কালেকশনের একটি আকর্ষণীয় জাম্পস্যুট।

বিজ্ঞাপন

ব্যাকলেস জাম্পস্যুটের জমিনজুড়ে সাদা-বাদামি অ্যানিমেল প্রিন্ট। জাম্পস্যুটটির অনেকগুলো ফিচার ফ্যাশনিস্তাদের মুগ্ধ করেছে। ফুলস্লিভ পোশাকটিতে আছে ডিপ ভি নেকলাইন। পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে কোমরের কাছে কাটআউট প্যাটার্ন।

আকর্ষণ বাড়িয়েছে পোশাকের পেছনের  ক্রিসক্রস স্টাইলের ব্যাকলেস ডিজাইনও। আর নিচের অংশে আছে বেলবটম স্টাইলের প্যান্ট। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে পোশাকের সঙ্গে নেওয়া পশমের কেপ, যা রীতিমতো ফ্যাশনবোদ্ধাদেরও তাক লাগিয়ে দিয়েছে।

পোশাকের সঙ্গে অভিনেত্রীর গ্ল্যাম লুকও প্রশংসার দাবিদার। মেকআপে নেই কোনো বাড়াবাড়ি। গ্লসি লিপস্টিক, মিনিমাল শিমারি আইশ্যাডো আর কালো মাসকারায় সেজেছেন তিনি। করেছেন সফট কার্ল হেয়ারস্টাইল। পুরো আউটফিটের সঙ্গে শুধু একটি স্টেটমেন্ট আংটি ছাড়া আর কোনো জুয়েলারি পরেননি অভিনেত্রী।

আর এতেই ফ্যাশনপ্রেমীদের কাছ থেকে ‘ড্রপ ডেড গর্জিয়াস’ তকমা পেয়েছেন অভিনেত্রী। মিলান ফ্যাশন উইকের মঞ্চে তামান্নার এই আত্মপ্রকাশ সত্যিই মনে রাখার মতো।

ছবি: তামান্না ভাটিয়ার ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন