স্টার কিড থেকে স্টাইল আইকন: কে এই এল কভার গার্ল
শেয়ার করুন
ফলো করুন

অভিনয়ে সারার অভিষেক হয় ২০১৮ সালে নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা যীশু সেনগুপ্তর মেয়ে বলে কথা! পর্দায় দেখা যাবে না, তা কি হয়? তবে তখনকার সেই যীশুতনয়া শিশুশিল্পী এখন ১৯ বছরের সুন্দরী স্টাইলিশ তরুণী হয়ে উঠেছেন। টলিপাড়ায় স্টার কিড হিসেবে পরিচিত হলেও সারা ইতিমধ্যে নিজের যোগ্যতায় অভিনয়জগতের বদলে এগিয়ে চলেছেন ফ্যাশন দুনিয়ার দিকে। মাত্র ১৮ বছর বয়সেই ডিওরের মডেল হয়ে র‍্যাম্পে হাঁটলেন তিনি।

বিশ্বের বাছাই করা ১০০ মডেলের তালিকায় উঠে এসেছে তাঁর নাম। গ্ল্যামার ওয়ার্ল্ডেই নিজের জমি শক্ত করতে চান সারা। সম্প্রতি এল ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের প্রচ্ছদে নতুন মুখ হিসেবে দেখা দিয়েছেন তিনি। আর সেসব ছবি দারুণ পছন্দ করেছেন ভক্তরা।

প্রথম লুকে সারা ধরা দিয়েছেন কুল অ্যান্ড ক্যাজুয়াল ভাইবে। গোলাপি ক্রপ টি-শার্টের সঙ্গে ডেনিম এ-লাইন মিডি স্কার্ট পরেছেন তিনি। টি-শার্টে নজর কাড়ছে সোনালি সেফটিপিন। জুটি হয়েছে আকর্ষণীয় সব সোনালি অনুষঙ্গ। সারার পরা সবকিছুই ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ভারসাচির। এই আউটফিট ও জুয়েলারির সঙ্গে মিনিমাল ব্রাউন টোনের মেকআপে বেশ নজর কাড়ছেন সারা।

বিজ্ঞাপন

যীশুকন্যার দ্বিতীয় লুকটিও বেশ পছন্দ হয়েছে ফ্যাশনিস্তা ভক্তদের।

ব্যাগি টুইস্টেড জিনসের সঙ্গে নট করা সিল্ক ক্রপ শার্ট দুটোই ভারসাচির স্টেটমেন্ট পিস। শার্টে নজর কাড়ছে গোলাপি রঙে আঁকা সমুদ্র মোটিফ। এই লুকেও হেয়ারস্টাইলিস্ট বেশ মুনশিয়ানার পরিচয় দিয়েছেন।

মাঝসিঁথি করে, পেছনে কিছুটা চুল বেঁধে বাকিগুলো ছেড়ে রাখা হয়েছে। হেয়ারস্টাইলে যোগ হয়েছে সুন্দর একটা ফ্লোরাল ক্লিপ। এতেই সারাকে বেশ সুন্দর লাগছে। তবে তাঁর এই লুকেও আকর্ষণ ছড়াচ্ছে অলংকার। ভারসাচি লেখা গোল্ডেন ইয়ার কাফ এক কানে আর হাতের তর্জনীতে শোভা পাচ্ছে স্টাইলিশ আংটি। গলায় পরেছেন লেয়ার্ড নেকলেস ও চোকার।

যেন পুরো লুকটিতে ফুটে উঠেছে এক রোমান্টিক আর ফ্যান্টাসি ভাইব।

ছবি: এল–এর ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন