দুই দশক আগে সাড়া জাগিয়েছিলেন এই স্টাইলিশ মডেল ও অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

সময় থেমে থাকে না। আর সময়ের সঙ্গে সঙ্গে পেশাগত জীবনের বাঁকবদল বা পারিবারিক জীবনের নানা পর্যায়ের কারণে হারিয়ে যান আমাদের অনেক স্বপ্নের নায়িকা। মোজেজ আশরাফ মোনালিসা। এই শতাব্দীর প্রথম বছরেই নজর কেড়েছিলেন তিনি মিস ফটোজেনিক এর খেতাব জিতে। সুন্দর মুখশ্রী আর মিষ্টি হাসির মোনালিসা খুব দ্রুতই সকলের মন জয় করে নিয়েছিলেন তখন। এর পরে তিনি বহু আলোচিত ও প্রশংসিত বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। মডেল হিসেবে নিজস্ব স্টাইল গড়ে তুলেছিলেন তিনি। আর নাচের মেয়ে মোনালিসার ফিগারও ঈর্ষণীয়। বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে নিজের নৃত্যকলা দিয়ে মুগ্ধ করেছেন তিনি দর্শকদেরকে। ২০১১ সাল থেকে শুরু করেন অভিনয়। ২০১২ সালে বিয়ের পরে নিউ ইয়র্কবাসী হয়ে যাওয়ায় শোবিজে অনিয়মিত হয়ে পড়েন তিনি। আর দুই বছর পরে বিচ্ছেদের মধ্য দিয়ে গেলেও মার্কিন মুলুকেই রয়ে যান মোনালিসা। সম্প্রতি আমরা এক কালের সাড়া জাগানো এই মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পীকে নতুন করে দেখতে পাচ্ছি অত্যন্ত গ্ল্যামারাস লুকে। সিকুইনের পোশাক আর গ্ল্যাম  মেকওভারে মোনালিসার দিক থেকে চোখ ফেরানো দায়। এবারে তবে নতুন করে নজর কাড়া মোনালিসার ঝলমলে লুকটির আদ্যোপান্ত দেখে নেওয়া যাক।

বিজ্ঞাপন
১/৬
বিশেষ এক অনুষ্ঠানে পরার জন্য মোনালিসা বেছে নিয়েছেন সানায়া কতুরের বিলাসবহুল ঝলমলে গাউন। ওয়ান শোল্ডার গাউনের স্লিভটি পুরো দৈর্ঘ্যের
বিশেষ এক অনুষ্ঠানে পরার জন্য মোনালিসা বেছে নিয়েছেন সানায়া কতুরের বিলাসবহুল ঝলমলে গাউন। ওয়ান শোল্ডার গাউনের স্লিভটি পুরো দৈর্ঘ্যের
বিজ্ঞাপন
২/৬
পুরো দৈর্ঘ্যের গাউনটির ঘেরে ডিজনি রাজকুমারিদের মতো ফ্লেয়ার দেওয়া। রূপালি টিস্যু ফেব্রিকে বানানো এই অংশটি। পুরো লুকের আবেদন বেড়েছেন হেয়ারস্টাইল আর সাজের গ্ল্যাম আমেজে।
পুরো দৈর্ঘ্যের গাউনটির ঘেরে ডিজনি রাজকুমারিদের মতো ফ্লেয়ার দেওয়া। রূপালি টিস্যু ফেব্রিকে বানানো এই অংশটি। পুরো লুকের আবেদন বেড়েছেন হেয়ারস্টাইল আর সাজের গ্ল্যাম আমেজে।

এখানে গাউনের ফ্লেয়ার বোঝা যাচ্ছে ভালোভাবে। সেই সঙ্গে বলতেই হয়, মোনালিসাকে খুবই মানিয়েছে এই আউটফিট।

৩/৬
গাউনের টপের অংশে হাই নেকের সঙ্গে নজরকাড়া কাটআউট ডিজাইন রয়েছে সামনে। গাউনের টপে রূপালি ঝলমলে সিকুইনের কাজ করা।
গাউনের টপের অংশে হাই নেকের সঙ্গে নজরকাড়া কাটআউট ডিজাইন রয়েছে সামনে। গাউনের টপে রূপালি ঝলমলে সিকুইনের কাজ করা।
৪/৬
দেশের স্বনামধন্য মেক ওভার এক্সপার্ট জাহিদ খানের সাজ একেবারে পার্ফেক্ট যাকে বলে। ভ্রুর আকারে মানানসই বদল আনা হয়েছে। চোখের সেমিস্মোকি সাজে আইশ্যাডোতে ব্রঞ্জের ছোঁয়া। ফলস আইল্যাশ আর আইলাইনারে এসেছে গ্ল্যামারাস  আমেজ। ন্যুড কমলা লিপকালারটিও খুব মানিয়েছে এই সুন্দরী অভিনেত্রীকে। শিমারের ব্যবহার নজর কাড়ছে বেশ।
দেশের স্বনামধন্য মেক ওভার এক্সপার্ট জাহিদ খানের সাজ একেবারে পার্ফেক্ট যাকে বলে। ভ্রুর আকারে মানানসই বদল আনা হয়েছে। চোখের সেমিস্মোকি সাজে আইশ্যাডোতে ব্রঞ্জের ছোঁয়া। ফলস আইল্যাশ আর আইলাইনারে এসেছে গ্ল্যামারাস আমেজ। ন্যুড কমলা লিপকালারটিও খুব মানিয়েছে এই সুন্দরী অভিনেত্রীকে। শিমারের ব্যবহার নজর কাড়ছে বেশ।
৫/৬
সামনে ব্যাংস রেখে ট্রেন্ডি লম্বা পনিটেইল করেছেন মোনালিসা এখানে। এতে বেড়েছে আকর্ষণ। আপডু না করে বেশ বুদ্ধিদীপ্ত কায়দায় গ্ল্যাম লুক এনেছেন এখানে জাহিদ খান
সামনে ব্যাংস রেখে ট্রেন্ডি লম্বা পনিটেইল করেছেন মোনালিসা এখানে। এতে বেড়েছে আকর্ষণ। আপডু না করে বেশ বুদ্ধিদীপ্ত কায়দায় গ্ল্যাম লুক এনেছেন এখানে জাহিদ খান
৬/৬
ঞ্জাহিদ খান ব্রাইডাল কালেকশন থেকে নেওয়া নজরকাড়া সাদা-কালো পাথরের দুল পরেছেন মোনালিসা। পোশাক, হেয়ারস্টাইল আর সাজ মিলিয়ে লাগছে তাঁকে রাজকুমারির মতোই।
ঞ্জাহিদ খান ব্রাইডাল কালেকশন থেকে নেওয়া নজরকাড়া সাদা-কালো পাথরের দুল পরেছেন মোনালিসা। পোশাক, হেয়ারস্টাইল আর সাজ মিলিয়ে লাগছে তাঁকে রাজকুমারির মতোই।

ছবি: মোনালিসার ফেসবুক

ভিডিও: জাহিদ খান ব্রাইডাল মেকওভারের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২: ০২
বিজ্ঞাপন